অব্যবস্থা চলছেই রাজ্য গেমসে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রাজ্য গেমসে বেহাল অবস্থার কোনও শেষ নেই। বুধবারই যেমন হল কবাডির কোর্টে। অশোক সংঘের সুপর্ণা কুণ্ডুর হাত ভাঙল খেলতে গিয়ে। যন্ত্রণায় ছটফট করলেও প্রাথমিক চিকিৎসাটুকুও জোটেনি তাঁর। হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ছিল না অ্যাম্বুল্যান্সও। চিকিৎসার হাল দেখে সুপর্ণা কেঁদে ফেললেন। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে বলছিলেন, “কিছু করো আমার জন্য। আর যন্ত্রণা সহ্য করতে পারছি না।” কবাডি টেন্টের সামনে যে অ্যাম্বুল্যান্স দাঁড় করানো ছিল সেটা অচল। শেষ পর্যন্ত ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র থেকে অ্যাম্বুল্যান্স এনে এসএসকেএমে নিয়ে যাওয়া হয় সুপর্ণাকে। বিওএ কর্তাদের দায়সারা উত্তর, “১০টি কেন্দ্রে খেলা চলছে। সব জায়গায় অ্যাম্বুল্যান্স রাখা সম্ভব নয়।” এ দিকে সাইয়ে বাঁশের খুঁটি পুঁতেই চলছে সেপাক টাকরো ইভেন্ট। বল লেগে কখনও বাঁশের খুঁটি উল্টে পড়ছে, কখনও বা নেট নিচু হয়ে গিয়ে বিভ্রাট সৃষ্টি হচ্ছে।
|
লিলি-মন্ত্র নিয়ে আসছে অস্ট্রেলিয়া |
ভারত সফরের আগে কিংবদন্তি অস্ট্রেলীয় পেসার ডেনিস লিলি অস্ট্রেলিয়া দলের বোলিং উপদেষ্টার দায়িত্ব পাচ্ছেন। দেশের উঠতি ফাস্ট বোলারদের পাশাপাশি জাতীয় দলের বোলারদেরও প্রশিক্ষণ দেবেন তিনি। তবে দলের সঙ্গে ভারতে আসছেন না লিলি। প্রয়োজনে তাঁর সঙ্গে মোবাইল ফোন বা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগাযোগ করবে অস্ট্রেলীয় টিম ম্যানেজমেন্ট। বৃহস্পতিবার ভারত সফরের দল বাছতে বসবেন ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচকরা। তার আগে আঙুলে চোট পেলেন ডেভিড ওয়ার্নার।
|
অস্ট্রেলীয় ক্রিকেট ম্যানেজমেন্টের পূর্ণ সংস্কার চেয়ে বোর্ডকর্তাদের ‘মাপেট’ বলে মঙ্গলবারই বিতর্কিত মন্তব্য করেছিলেন শেন ওয়ার্ন। তার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই এ বার নিজের পছন্দের টিম ম্যানেজমেন্টের সকলের নাম ঘোষণা করে দিলেন কিংবদন্তি অস্ট্রেলীয় স্পিনার। ওয়ার্নের বিশ্বাস, তাঁর স্বপ্নের এই টিম অস্ট্রেলীয় ক্রিকেটকে আরও এগিয়ে যেতে সাহায্য করবে। ওয়ার্ন তাঁর পছন্দের নির্বাচকমণ্ডলীর তালিকায় মার্ক ওয়, ডেমিয়েন মার্টিন ও গ্লেন ম্যাকগ্রাকে চাইছেন। আবার অস্ট্রেলিয়ার কোচের ভূমিকায় ওয়ার্ন চাইছেন প্রাক্তন নিউজিল্যান্ড কোচ স্টিভন ফ্লেমিংকে। ওয়ার্নের মন্তব্যে অবশ্য অস্ট্রেলীয় বোর্ড নিশ্চুপ।
|
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে খেলতে পারবেন এই মুহূর্তে সবচেয়ে অভিজ্ঞ ভারতীয় পেসার জাহির খান? এখন পর্যন্ত জাহিরের খেলা নিয়ে বড় প্রশ্ন থেকেই যাচ্ছে। বুধবার মুম্বই ক্রিকেট সংস্থার সচিব নিতিন দালাল সাংবাদিকদের বলেন, “জাহির এখনও ফিট নয়। ওর পায়ের চোট সারতে আরও অন্তত তিন সপ্তাহ লাগবে।” অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট শুরু হবে ২২ ফেব্রুয়ারি, চেন্নাইয়ে। তার আগে জাহিরের ম্যাচ ফিট হয়ে ওঠা বেশ কঠিন।
|
রিয়াল মাদ্রিদ অনূর্ধ্ব-১৮ দলের প্লেয়ার্স লিস্টে তার নাম এনজো ফার্নান্ডেজ। কিন্তু এতেই পরিচয় শেষ হচ্ছে না এনজোর। ১৭ বছরের এই ফুটবলারের বাবার নাম জিনেদিন জিদান। বাবার নামের খ্যাতি যাতে চাপ সৃষ্টি না করে, তাই নাম বদল। কিন্তু তাতেও নিস্তার নেই। এ দিন এক ম্যাচে প্রতিপক্ষ ফুটবলারকে লাথি মেরে লাল কার্ড দেখে এনজো। সঙ্গে সঙ্গেই প্রচার মাধ্যমে শুরু হয়ে যায় জিদানের সেই বিশ্বকাপ ফাইনালের ঢুঁসোর সঙ্গে তুলনা।
|
অলোক মুখোপাধ্যায়ই কোচ থাকলেন মহমেডানের। বৃহস্পতিবার থেকে অনুশীলনে নেমে পড়বেন তিনি। ভুল বোঝাবুঝি মেটাতে বুধবার কর্তাদের সঙ্গে আলোচনায় বসেন। মান-অভিমানের পালা মিটে যাওয়ায় আর সমস্যা নেই অলোকের। প্রেসিডেন্ট সুলতান আহমেদের ইচ্ছেতে কোচের পদে বহাল থাকলেন অলোকই।
|
দ্বিতীয় ডিভিশনে ভবানীপুর |
আই লিগের দ্বিতীয় ডিভিশন খেলার ছাড়পত্র পেল ভবানীপুর ক্লাব। কিছু জটিলতায় দ্বিতীয় ডিভিশন তালিকায় প্রথমে নাম ছিল না কলকাতার ক্লাবটি। সব সমস্যা মিটিয়ে শেষপর্যন্ত বুধবার ফেডারেশন নতুন করে ভবানীপুরের নাম নথিভুক্ত করেছে।
|
কল্যাণীতে কলকাতা লিগের ম্যাচে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জিতল ইউনাইটেড স্পোর্টস। তারা ২-১ হারাল কালীঘাট মিলন সংঘকে। জোড়া গোল করেন মহম্মদ রফিক। কালীঘাটের গোলটি ক্রিস্টোফারের। |