l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Bengali Apps
l
My Anandabazar Apps
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের শিরোনাম...
• তৃণমূলের শহিদ দিবস পালন
• মিজোরামে বাস দুর্ঘটনা, মৃত ১৮
বিস্তারিত...
•
সার্ধশতবর্ষে গীতিকার-কবি-নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়,
অতীতের তাঁরা
-য়।
•
কলকাতাকে নিয়ে ভাল লাগার কথা
তারাদের চোখে
আঁকলেন বনশ্রী সেনগুপ্ত।
•
স্টার থিয়েটারের ১২৫ বছরের ভাঙা-গড়া-পোড়ার গল্প
আনাচে-কানাচে
।
•
ভিন্ শহর থেকে কলকাতায় আসার তখন-এখনের অনুভব নিয়ে
আমার শহর
।
•
ভারী হোক বা ইলশেগুঁড়ি, বর্ষার রান্নাঘর থইথই করবে ইলিশের গন্ধে।
বন্দুকবাজের হামলায় রক্তাক্ত ব্যাটম্যান ‘শো’
নিজস্ব প্রতিবেদন
পর্দায় ছবি শুরু হয়ে গিয়েছে। একটা ঘরে জরুরি বৈঠক করছেন নায়িকা অ্যান হ্যাথম্যান। হঠাৎ চার দিক থেকে গুলির আওয়াজ। অ্যান চমকে উঠলেন... এই অবধি ঠিকই ছিল। তার পরই দর্শকাসনে কারও কারও মনে হতে লাগল, আওয়াজটা বড্ড বেশি সত্যিকারের মতো লাগছে না? কানের পর্দা ফেটে যাবে যেন! নাকি ছবিরই কোনও স্পেশ্যাল এফেক্ট? ভুল ভাঙল, কয়েক সেকেন্ডে। যখন নাকে এসে লাগল গ্যাসের কটু গন্ধ। আর সেই হতচকিত অবস্থার মধ্যেই লুটিয়ে পড়তে লাগল এক-একটা শরীর। শিশু এবং মহিলা-সহ নিহত ১২। আহত-রক্তাক্ত ৫৯। অনেকের অবস্থাই সঙ্কটজনক। ঘটনাস্থল, আমেরিকার ডেনভার শহরে ‘সেঞ্চুরি ১৬’ মাল্টিপ্লেক্সের ৯ নম্বর স্ক্রিন। বৃহস্পতিবার মাঝরাতে ‘দ্য ডার্ক নাইট রাইজেস’-এর প্রিমিয়ার শো চলছিল। ‘ব্যাটম্যান’ সিরিজ-এর বহু প্রতীক্ষিত ছবিটি দেখতে ভিড় জমিয়েছিলেন আবালবৃদ্ধবনিতা। সেখানেই এলোপাথাড়ি গুলি চালাল বাস্তবের জমি ফুঁড়ে উঠে আসা এক ‘ডার্ক নাইট’।
বিস্তারিত...
সভার প্রস্তুতি দেখতে বৃষ্টি মাথায় দলনেত্রী মমতা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
শুক্রবার ভরসন্ধ্যায় ধর্মতলার মোড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাতে চায়ের ভাঁড়। মুখে উদ্বেগ রাত পোহালেই শহিদ সমাবেশ। বৃষ্টি আসছে না কেন! মমতাকে আশ্বস্ত করে অঝোরে বৃষ্টি নামল একটু পরেই। সেই বৃষ্টি উপেক্ষা করেই তাঁকে দেখতে, তাঁর সঙ্গে এক বার কথা বলতে, তাঁর ছবি তুলতে দূর-দূরান্ত থেকে আসা মানুষের ভিড় ধর্মতলায় (যান চলাচলে যাতে ব্যাঘাত না-ঘটে, সে দিকে নজর রেখেই মমতা বসেছিলেন রাস্তা ছেড়ে মঞ্চের একপাশে)। কর্মী-সমর্থক, আমজনতার ভিড়ের মধ্যেই ভিজতে ভিজতে মমতা তদারকি করলেন শেষ মুহূর্তের প্রস্তুতির। মমতা পৌঁছনোর সময় মাইক-পরীক্ষা চলছিল। দলের এক কর্মীকে ডেকে মমতা বলেও দিলেন, মাইকের শব্দের মাত্রা কতটা রাখতে হবে। সঙ্গী মন্ত্রী অরূপ বিশ্বাস, মদন মিত্র, ফিরহাদ হাকিমদের ডেকে জেনে নিলেন, ভিড় নিয়ন্ত্রণের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মীরা কে কোথায় থাকছেন। গোটা ব্যাপার দেখে এ দিনই বিহ্বল তৃণমূলের রাজ্যসভার সাংসদ কে ডি সিংহ।
বিস্তারিত...
রাইসিনা-রীতি রপ্ত করছেন প্রণব
জয়ন্ত ঘোষাল • নয়াদিল্লি
নিয়মনিষ্ঠ ব্রাহ্মণ প্রণব মুখোপাধ্যায়। চণ্ডীপাঠ থেকে দুর্গাপুজো প্রতিটি অনুষ্ঠানেই নিয়ম মেনে চলা মানুষ। পাঁচ দিন পর থেকে আর এক নিয়মের জগতে পা রাখছেন তিনি। ব্রিটেন থেকে পাওয়া সাংবিধানিক রীতিনীতি মেনে ৩৪০ কামরার রাইসিনা হিলসে ওই দিন পা ফেলবেন কীর্ণাহারের ব্রাহ্মণ। তখন থেকেই শুরু হবে নিয়মের নতুন ঘেরাটোপ। প্রোটোকল অনুযায়ী, ২৫ জুলাই শপথ গ্রহণ অনুষ্ঠানের পরে সংসদ ভবন থেকে রাষ্ট্রপতি ভবনে ফিরে বিদায়ী রাষ্ট্রপতি প্রতিভা পাটিল তাঁর ‘স্টাডি-রুমে’ (রাষ্ট্রপতির অফিস ঘরকে এই নামেই ডাকা হয়) প্রণববাবুকে নিয়ে যাবেন। তার পর রাষ্ট্রপতির ফিটন গাড়িতে চড়িয়ে প্রতিভা পাটিলকে তাঁর দু’নম্বর তুঘলক রোডের বাসভবন পর্যন্ত ছেড়ে দিয়ে আসবেন প্রণববাবু। এত নিয়ম? প্রণববাবুর কথায়, “রাষ্ট্রপতি ভবনের বিষয়আশয় আমার সম্পূর্ণ অজানা।” কংগ্রেসের ওয়ার্কিং কমিটি থেকে মন্ত্রিসভার বৈঠক দীর্ঘদিন ধরে যে মানুষটি সতীর্থদের হরেক রকম জটিল জিনিস বুঝিয়েছেন, ৭৭ বছর বয়সে তিনি নিজেই ছাত্র!
বিস্তারিত...
এই সংক্রান্ত খবর...
• নতুন ঠাকুরঘর কোথায় হবে, ভাবনা এখন প্রণবদের
বিনোদন
• রাজেশের শেষ ছবি
• ‘বিগ ব্রাদার’-এ হেনস্থা ভারতীয়ের
• রিয়্যালিটি শো-র কদর্য দৃশ্যে নিষেধাজ্ঞা
• পাক টিভিতে বাদ বীণার শো
শরদকে বোঝালেন সনিয়া, মনমোহনও
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি
কেন্দ্রীয় সরকারের অন্দরমহলের ছবিটা যে মোটেও সুখের নয়, আরও এক বার সেটা স্পষ্ট হয়ে গেল এনসিপি প্রধান শরদ পওয়ারের ক্ষোভপ্রকাশে। গত কাল মনমোহনকে লেখা চিঠিতে পওয়ার অভিযোগ করেন, শরিক হিসেবে যথেষ্ট গুরুত্ব পাচ্ছেন না তাঁরা। বলেছেন, রাজনৈতিক ও প্রশাসনিক সমস্ত বিষয়েই একতরফা সিদ্ধান্ত নিচ্ছে কংগ্রেস। একই সঙ্গে জানিয়েছেন, কর্মীদের চাপে দলীয় সংগঠনে মন দিতে তাঁরা মন্ত্রিসভা থেকে সরে এসে বাইরে থেকে সমর্থনের কথা ভাবছেন। এই চিঠিতে অশনি সঙ্কেত দেখে কাল থেকেই পওয়ারকে বুঝিয়ে ক্ষোভ সামলাতে তৎপর হয়েছেন সনিয়া গাঁধী ও মনমোহন সিংহ দু’জনেই। এত দিন কংগ্রেসের দিকে গুরুত্ব না দেওয়ার অভিযোগ তুলত তৃণমূল। এ বার পওয়ারও একই অভিযোগ তুললেন। পরিস্থিতির গুরুত্ব বিচার করে গত কালই পওয়ারের সঙ্গে টেলিফোনে কথা বলেন মনমোহন ও সনিয়া। আজ সকালে এনসিপি প্রধানের সঙ্গে বৈঠকও করেন সনিয়া।
বিস্তারিত...
বিজ্ঞান ও প্রযুক্তি
• শুরু হল জেলা বিজ্ঞান মেলা
• সচেতনতা শিবির
কলা শাখার জন্য বিজ্ঞানের শিক্ষক
সাবেরী প্রামাণিক • কলকাতা
অনুমতি মিলেছে কলা শাখার বিভিন্ন বিষয় পড়ানোর। কিন্তু শিক্ষক পাওয়া যাবে বিজ্ঞানের। ফলে মাধ্যমিক থেকে সম্প্রতি উচ্চ মাধ্যমিকে উন্নীত হওয়া অন্তত একশো স্কুল পড়েছে আতান্তরে। মুর্শিদাবাদে ২২টি স্কুলে, দক্ষিণ ২৪ পরগনায় প্রায় ১৬টি স্কুলে, হাওড়ায় অন্তত ৬টি স্কুলে এমন গোলমাল হয়েছে। সমস্যাটা ছড়িয়ে রয়েছে অন্য জেলাতেও। সংসদ আর স্কুলশিক্ষা দফতরের মধ্যে সমন্বয়ের অভাবে ভুগতে হচ্ছে পড়ুয়াদের। সমস্যা সমাধানের জন্য বহু স্কুলের কর্তৃপক্ষ ইতিমধ্যেই বিকাশ ভবন ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দ্বারস্থ হয়েছেন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, যে সব স্কুলে সমস্যা হচ্ছে, সেখানে ‘ভুল শুধরে’ সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক পদই মঞ্জুর করা হবে। গত তিন শিক্ষাবর্ষে রাজ্যে প্রায় চারশো মাধ্যমিক স্কুলে উচ্চ মাধ্যমিক চালু হয়েছে। এর মধ্যে অনেক স্কুলই কলা শাখায় পঠনপাঠন চালু করার জন্য আবেদন জানিয়েছিল। সরকারি নীতি মেনে স্কুলগুলির পরিকাঠামো বিচার করেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তার অনুমোদন দেয়।
বিস্তারিত...
মাদক পরীক্ষায় ধরা পড়ে
ক্রিকেটজীবন অনিশ্চিত রাহুলের
নিজস্ব প্রতিবেদন
শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ শুরুর চব্বিশ ঘণ্টা আগে হঠাৎই অনিশ্চিত হয়ে পড়ল ভারতীয় লেগস্পিনার রাহুল শর্মার ক্রিকেট ভবিষ্যৎ। গত মে মাসে আইপিএল চলাকালীন মুম্বইয়ে জুহুর এক ‘রেভ’ পার্টি থেকে গ্রেফতার করা হয় পুণে ওয়ারিয়র্সের দুই ক্রিকেটার রাহুল শর্মা এবং ওয়েন পার্নেলকে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ ছিল নিষিদ্ধ মাদক সেবনের। তখন দু’জনেই নিজেদের নির্দোষ বলে দাবি করেছিলেন। এ দিন যদিও জানা গিয়েছে, দু’জনেই নিষিদ্ধ মাদক সেবনের পরীক্ষায় পজিটিভ। তাঁদের গ্রেফতার করা হবে বলেও জানিয়েছে মুম্বই পুলিশ। দু’জনের রক্তেই ক্যানাবিস এবং এমডিএমএ-র নমুনা পাওয়া গিয়েছে। এ ছাড়া পরীক্ষায় ধরা পড়েছেন বলিউড অভিনেতা অপূর্ব অগ্নিহোত্রী, ফ্যাশন ডিজাইনার রকি এস এবং বিষেণ সিংহ বেদীর ছেলে অঙ্গদ বেদী। এই মুহূর্তে রাহুল জাতীয় দলের সঙ্গে শ্রীলঙ্কায়। এই ঘটনার জেরে শনিবার প্রথম ওয়ান ডে-তে তাঁর প্রথম এগারোয় থাকার সম্ভাবনা প্রায় নেই। শনিবারই তাঁকে দেশে ফিরিয়ে আনা হতে পারে। ভারতীয় টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, বোর্ডের সঙ্গে তাঁরা যোগাযোগ রাখছেন।
বিস্তারিত...
দ্বিতীয় সংস্করণ
কলকাতা
জামিন মহিলা-নিগ্রহে
অভিযুক্ত চালকের
শাসক পাল্টায়, পাল্টায়
না অটোর দৌরাত্ম্য
রাজ্য
এ বার জাল স্ট্যাম্প পেপার চক্র ধরার ভারও সিবিআইকে
দেশ
উৎপাদন শুরু নিয়ে
অনিশ্চয়তা, লক-আউটেরও ভাবনা মারুতির
ঘাটতি দেশ জুড়েই, বৃষ্টি নামাতে প্রার্থনা কর্নাটকে
ব্যবসা
ইস্কো উৎপাদনে
ফিরছে এ বছরই
সুইফট, ডিজ্যায়ারের
অপেক্ষা বাড়তে পারে
বিদেশ
বিমান নিয়ে ‘বিশ্বজয়ের’
স্বপ্নে মা-ই প্রেরণা কার্লোর
অলিম্পিকের আগে
লন্ডনে বাড়ছে পকেটমার
খেলা
মনোজের জন্য এটা
মরণ-বাঁচন সিরিজ
‘আমার র্যাকেটই
কথা বলবে’
স্বাস্থ্য
হাজিরা থেকে রেহাই চান অসুস্থ আমরি-কর্তা
জীবজগত্
কুনকি হাতিকে বিশেষ
প্রশিক্ষণ দেওয়ার ভাবনা
বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষিত
হয়েছে, মত বিশেষজ্ঞদের
সম্পাদকীয়
অনধিকারী?
সঙ্কট অব্যাহত
কলকাতা
৩৪.৪/ ২৬.০
আজকের দিনে
• ২০০১:
ভারতীয় চলচ্চিত্রের ‘মার্লন ব্র্যান্ডোֹ’ শিবাজি গণেশনের মৃত্যু। তাঁর সময়কে তামিল চলচ্চিত্রের স্বর্ণযুগ বলা হত।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.