রাজেশের শেষ ছবি
সংবাদসংস্থা • মুম্বই |
মৃত্যুর কয়েক মাস আগেই একটি বিজ্ঞাপনে দেখা গিয়েছিল তাঁকে। কয়েক দশক পর পর্দায় তাঁকে দেখে বিহ্বল হয়ে পড়েছিলেন অনেকেই। কিন্তু তিনি যে একটি ছবির শু্যটিংও করছিলেন, সে খবর কখনওই প্রকাশ্যে আসেনি। আজ, রাজেশের মৃত্যুর তিন দিনের মাথায় এই রহস্য ফাঁস করলেন পরিচালক অশোক ত্যাগী। তাঁর ছবি ‘রিয়াসত’-এ অভিনয় করেছিলেন রাজেশ। তাঁর আকস্মিক মৃত্যুতে শু্যটিং আপাতত স্থগিত। তবে পরিচালক জানিয়েছেন, ছবিটি শেষ করতে বিশেষ অসুবিধা হবে না। ২৮ ডিসেম্বর, রাজেশের জন্মদিনের ঠিক আগের দিন, মুক্তি পাবে ছবিটি।
|
‘বিগ ব্রাদার’-এ হেনস্থা ভারতীয়ের
সংবাদসংস্থা • লন্ডন |
জনপ্রিয় শো ‘বিগ ব্রাদার’-এ হেনস্থা হতে হল ভারতীয় বংশোদ্ভূত এক মডেলকে। হাত দিয়ে খেতেই বেশি স্বচ্ছন্দ ডিয়ানা উপ্পল। তাঁর এই অভ্যেসকে ব্যঙ্গ করেন আর এক প্রতিযোগী স্কট ম্যাসন। অভিযোগ, তিনি ও তাঁর বন্ধুরা উপ্পলকে ভেঙিয়ে বলেন, ‘ভারতীয়রাই এমন হাত দিয়ে খায়’। ঠিক পাঁচ বছর আগে এই অনুষ্ঠানেই হেনস্থা হতে হয়েছিল অভিনেত্রী শিল্পা শেট্টিকে। এ বার অবশ্য শুরুতেই ভাষার ব্যবহার নিয়ে স্কটকে সতর্ক করে দিয়েছে বিগ ব্রাদার। স্কটকে এ-ও বলা হয়েছে, ভবিষ্যতে এই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে, তাঁকে প্রতিযোগিতা থেকে বার করে দেওয়া হবে।
|
রিয়্যালিটি শো-র কদর্য দৃশ্যে নিষেধাজ্ঞা
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
একটা বড় কাচের বাক্সে গিজগিজ করছে কেঁচো। তার মধ্যে বসে থাকতে হবে পাক্কা পাঁচ মিনিট। কিংবা খেতে হবে এক বাটি জ্যান্ত পোকা। রিয়্যালিটি শো-র দৌলতে এমন ভয়াবহ দৃশ্য আজকাল আকছার দেখা যায় টেলিভিশনে। ‘টাস্ক’ শেষ করতে পারলেই মাথায় সাহসিকতার শিরোপা। এ বার এ ধরনের অনুষ্ঠান বন্ধ করার নির্দেশ দিল ‘দ্য ব্রডকাস্টিং কনটেন্ট কমপ্লেন্টস কাউন্সিল’ (বিসিসিসি)। ২৩৫টি চ্যানেল রয়েছে এই স্বশাসিত সংস্থার আওতায়। তবে এর মধ্যে কোনও খবরের চ্যানেল নেই।
|
পাক টিভিতে বাদ বীণার শো
সংবাদসংস্থা • ইসলামাবাদ |
দর্শকের ‘আপত্তি’কে গুরুত্ব দিয়ে পাক অভিনেত্রী বীণা মালিকের একটি শো বাতিল করার সিদ্ধান্ত নিল একটি পাক চ্যানেল। পবিত্র রমজান মাস উপলক্ষে ওই শো-তে অংশ নিচ্ছিলেন বীণা। প্রোমো-ও প্রচারিত হয়ে গিয়েছিল। কিন্তু বীণার বিরুদ্ধে সমালোচনার ঢেউ ওঠে দেশ জুড়ে। সম্প্রতি ভারতের একটি পত্রিকার প্রচ্ছদে অর্ধনগ্ন ছবি প্রকাশ করে বিতর্কের জন্ম দিয়েছেন ‘বিগ বস’-খ্যাত বীণা। |