শহিদ দিবস স্মরণে সকাল থেকেই দূর-দূরান্ত থেকে তৃণমূলের দলীয় কর্মী-সমর্থকরা দলে দলে আসতে শুরু করেছে ধর্মতলায়। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম শহিদ দিবস পালন করছে তৃণমূল। এর আগে শহিদ দিবস পালন করত তৃণমূল যুব কংগ্রেস। এ বার সভা পরিচালনার দায়িত্বে রয়েছেন সুব্রত বক্সি। এত দিন পর্যন্ত সভা পরিচালনা করতেন তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী। এ দিকে, আজ সমাবেশ ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সভাস্থলে লাগানো হয়েছে ৬টি জায়ান্ট স্ক্রিন। সকাল থেকে শহরের বিভিন্ন জায়গা থেকে মিছিল সভাস্থলে ধীরে ধীরে এসে পৌঁছেছে। |
যান চলাচল স্বাভাবিক রাখতে বিভিন্ন রাস্তা ঘুরে আসছিল মিছিল। বিপুল সংখ্যক মানুষের এই সমাবেশে কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য প্রশাসনকে প্রস্তুত থাকতে বলা হয়েছিল। প্রস্তুত থাকতে বলা হয়েছিল মেডিক্যাল টিমকেও। সমাবেশের জন্য বেন্টিঙ্ক স্ট্রিট, সেন্ট্রাল অ্যাভিনিউতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছিল। শিয়ালদহ থেকে মিছিল বেরোলেই এস এন ব্যানার্জি রোড বন্ধ করে দেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন মুকুল রায়, পার্থ চট্টোপাধ্যায়, সোমেন মিত্র, তাপস পাল, শতাব্দী রায়, সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও’ব্রায়েন-সহ তৃণমূলের শীর্ষ নেতারা। এ ছাড়া উপস্থিত ছিলেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতারাও। সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন—
•
পুজোর পরেই পঞ্চায়েত নির্বাচন। এই নির্বাচনে ফের একবার পরীক্ষা হবে। পরিবর্তন আনতে হবে আর একবার।
• কৃষকরা ফসলের সবচেয়ে বেশি দাম পেয়েছেন।
•
জিটিএ নির্বাচনে ১৭টি আসনে তৃণমূল প্রার্থীপদ প্রত্যাহার করে নিয়েছে।
• মামলা মিটলেই সিঙ্গুরের জমি ফেরত দেওয়া হবে।
• রাজ্যে শিল্প-পরিবেশ ভাল।
শিল্পে এক লক্ষ কোটি টাকার উপর বিনিয়োগ করা হবে।
• দেশের তুলনায় রাজ্যের আর্থিক বৃদ্ধির হার ভাল।
• জাতীয় স্তরের তুলনায় সার্বিক উন্নয়নের হার ভাল।
• ২৬ তারিখ এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক চালু করা হবে।
• এক বছরে ৬ লক্ষ চাকরি, ৩টি বিশ্ববিদ্যালয়, ৩৪টি নতুন হাসপাতাল, ১৯টি মানবাধিকার কোর্ট, ৩৪১টি ব্লকে কিষাণ বাজার চালু করা হয়েছে।
•
কিষাণ ক্রেডিট কার্ড ও শস্যবিমাও করে দেওয়া হয়েছে। |
এ দিকে কংগ্রেসকে কটাক্ষ করে তিনি বলেছেন, বাংলার মাটিতে তৃণমূল একা লড়ার ক্ষমতা রাখে। দলীয় কর্মী-নেতাদের উদ্দেশে বলেন, একা লড়াইয়ের জন্য তৈরি হোন। মানুষের পাশে থেকে কাজ করুন।
এ দিন কেন্দ্রের প্রতি আক্রমণ শানিয়ে বলেন, বাংলা দিল্লিতে গিয়ে দাবি আদায়ের ক্ষমতা রাখে। ৩ বছরের জন্য সুদ মুকুবের দাবি জানিয়েছি। ক’দিন অপেক্ষা করব।
দাবি না মানলে সাংসদ-বিধায়কদের নিয়ে প্রধানমন্ত্রীর কাছে যাব। আবার সিপিএম প্রসঙ্গে তিনি বলেন, ওরা রিগিং করে ক্ষমতায় টিকে ছিল। ওদের করে যাওয়া ঋণের বোঝা মাথায় নিয়ে সরকার চালাতে হচ্ছে।
|
মিজোরামে বাস দুর্ঘটনা, মৃত ১৮ |
মিজোরামের রাজধানী আইজল থেকে ১০০ কিলোমিটার দূরে কেইফাং গ্রামে ভূমিধসের ফলে গভীর খাতে পড়ে গেল যাত্রীবাহী বাস। বাসটি আইজল থেকে সীমান্ত গ্রাম চাম্পোইয়ে যাচ্ছিল। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ১৮ জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহত হয়েছেন প্রায় ১৭ জন। পুলিশ সূত্র খবর গতকাল রাত ১২.৪৫ নাগাদ দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। এখনও পর্যন্ত ১৭টি দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে। এঁদের মধ্যে ন’জনের পরিচয় জানতে পেরেছে পুলিশ। বাকিদের পরিচয় জানার চেষ্টা চলছে। পুলিশ সুপার এল আর ডিংলিয়ানা জানিয়েছেন, আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। |