শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ শুরুর চব্বিশ ঘণ্টা আগে হঠাৎই অনিশ্চিত হয়ে পড়ল ভারতীয় লেগস্পিনার রাহুল শর্মার ক্রিকেট ভবিষ্যৎ। গত মে মাসে আইপিএল চলাকালীন মুম্বইয়ে জুহুর এক ‘রেভ’ পার্টি থেকে গ্রেফতার করা হয় পুণে ওয়ারিয়র্সের দুই ক্রিকেটার রাহুল শর্মা এবং ওয়েন পার্নেলকে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ ছিল নিষিদ্ধ মাদক সেবনের। তখন দু’জনেই নিজেদের নির্দোষ বলে দাবি করেছিলেন। এ দিন যদিও জানা গিয়েছে, দু’জনেই নিষিদ্ধ মাদক সেবনের পরীক্ষায় পজিটিভ। তাঁদের গ্রেফতার করা হবে বলেও জানিয়েছে মুম্বই পুলিশ। দু’জনের রক্তেই ক্যানাবিস এবং এমডিএমএ-র নমুনা পাওয়া গিয়েছে। এ ছাড়া পরীক্ষায় ধরা পড়েছেন বলিউড অভিনেতা অপূর্ব অগ্নিহোত্রী, ফ্যাশন ডিজাইনার রকি এস এবং বিষেণ সিংহ বেদীর ছেলে অঙ্গদ বেদী। |
এই মুহূর্তে রাহুল জাতীয় দলের সঙ্গে শ্রীলঙ্কায়। এই ঘটনার জেরে শনিবার প্রথম ওয়ান ডে-তে তাঁর প্রথম এগারোয় থাকার সম্ভাবনা প্রায় নেই। শনিবারই তাঁকে দেশে ফিরিয়ে আনা হতে পারে। ভারতীয় টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, বোর্ডের সঙ্গে তাঁরা যোগাযোগ রাখছেন। শুক্রবার রাতে রাহুলের ডাক্তারি পরীক্ষার ফল প্রকাশের সঙ্গে সঙ্গে ক্রিকেটমহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বোর্ড প্রেসিডেন্ট শ্রীনিবাসন সংবাদসংস্থাকে বলেছেন, “সবাই রাহুলের পিছনে কেন পড়ে রয়েছে, বুঝছি না। মুম্বই পুলিশের কাছ থেকে এখনও রিপোর্ট পাইনি। রিপোর্ট সত্যি প্রমাণ হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।” পুণে ওয়ারিয়র্সে রাহুলের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, “ঘটনাটা দুর্ভাগ্যজনক। রাহুলকে শাস্তি দেওয়া যেতে পারে। কিন্তু ওকে যেন ক্রিকেট থেকে নির্বাসিত না করা হয়।”
২০১১ ডিসেম্বরেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে অভিষেক হয় ২৫ বছরের রাহুলের। তিনটে ওয়ান ডে ম্যাচে নিয়েছেন পাঁচ উইকেট। স্বয়ং অনিল কুম্বলে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রাহুলের বোলিং অ্যাকশনের খুঁটিনাটি শুধরে দিয়েছিলেন। এ-ও বলেছিলেন, রাহুলই দেশের সবচেয়ে প্রতিশ্রুতিমান লেগস্পিনার। মুম্বইয়ের ওই পার্টিতে ধরা পড়ার পরে রাহুল বলেছিলেন, “আমি নিশ্চিত আমার ডাক্তারি পরীক্ষায় কিছু ধরা পড়বে না। যদি পড়ে, ক্রিকেট খেলা ছেড়ে দেব।” পার্নেল দাবি করেছিলেন, ওই পার্টিতে তাঁরা উপস্থিত থাকলেও সেখানে মাদক পরিবেশিত হচ্ছে বলে জানতেন না। দক্ষিণ আফ্রিকান পেসার আরও বলেছিলেন, “জানতাম না ওটা ‘রেভ’ পার্টি। এটা আসলে ভুল সময় ভুল জায়গায় থাকা।”
আইপিএল ফাইভের সময় বিভিন্ন নৈশ পার্টি নিয়ে তখনই প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহলে। বলা হয়েছিল, এই পার্টিগুলিতে গোপনে নিষিদ্ধ মাদক পরিবেশন করা হয়। রাহুলদের ধরা পড়ার পরে প্রচারমাধ্যমে কয়েকদিন হইচই হলেও ভারতীয় বোর্ড বা আইপিএল পরিচালন পরিষদ ওই ঘটনা নিয়ে কোনও মন্তব্য করেনি। |