বেশ প্রয়োজনীয় একটা বিশ্রামের পর ঝরঝরে হয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজটায় মাঠে নামছে ভারত। লক্ষ্য, গত বছর ইংল্যান্ড সফর থেকে এ বছরের শুরুর দিকে এশিয়া কাপ পর্যন্ত যে দুঃস্বপ্ন চলেছে, সেটা মুছে ফেলা। আমি নিশ্চিত দলের সবাই মাঠে ফেরার জন্য মুখিয়ে আছে। সামনের বেশ কয়েক মাস যে উপমহাদেশেই ওদের খেলতে হবে, সেটা মনে হয় ওদের মানসিক ভাবে কিছুটা স্বস্তিতে রেখেছে। এখানকার পরিবেশে যে কোনও দলের বিরুদ্ধেই ভারত প্রচণ্ড শক্তিশালী। টি-টোয়েন্টি বিশ্বকাপ আর তার পরে ঘরের মাঠে ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার মহড়া নেওয়ার আগে দলটা কোন জায়গায় আছে, সেটা দেখতেও আমার যথেষ্ট আগ্রহ আছে। আমি নিশ্চিত, একটা ভাল সিরিজ জয় দিয়ে নতুন মরসুম শুরু করতে চাইবে ভারত। |
একটা জায়গাতেই ধোনিদের কিছুটা সমস্যা হতে পারে। ওরা অনেক দিন খেলার বাইরে আছে। ম্যাচ প্র্যাক্টিসও পায়নি। যার জন্য ওদের ছন্দে ফিরতে খানিকটা সময় লাগতে পারে। সচিন এই সিরিজ থেকে সরে দাঁড়ানোয় ভারতের ওপেনিং জুটি ঠিক করতে কোনও সমস্যাই হবে না টিম ম্যানেজমেন্টের। আইপিএল ফাইভে বীরু আর গৌতম দু’জনেই ভাল ছন্দে ছিল। তা ছাড়া এই বিশ্রামটা পেয়ে নতুন মরসুমের জন্য ওরা নিশ্চয়ই খুব ভাল প্রস্তুতি নিয়েছে। শুধু এই সিরিজটা নয়, মাসকয়েক পরে টি-টোয়েন্টি বিশ্বকাপেও এই দু’জনের ফর্ম খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিদেশে সম্প্রতি ওরা দু’জনেই তেমন প্রভাব ফেলতে পারেনি বলে নিশ্চয়ই ছন্দে ফেরার জন্য আরও মুখিয়ে থাকবে। যদিও ওদের আসল পরীক্ষা হবে উপমহাদেশের বাইরে।
বোলিং বিভাগে আমি দেখতে চাইব যে জাহিরের মতো সিনিয়রকে সামনে রেখে ধোনি আগ্রাসী কম্বিনেশন তৈরি করছে। জাহিরের সঙ্গে থাকতে পারে দুই তরুণ পেসার উমেশ যাদব আর অশোক দিন্দা। আন্তর্জাতিক ক্রিকেটের রগড়ানিটা দিন্দা নিতে পারে কি না, সেটা কিন্তু এই সিরিজেই ধোনি দেখে রাখতে পারে। গোটা মরসুমে সাফল্য পেতে গেলে একটা ভাল, সুস্থ বোলিং বিভাগ খুব জরুরি। আর আমার মনে হয়, এই মুহূর্তে দিন্দাই সবচেয়ে ফিট পেসার। টি-টোয়েন্টির ডেথ ওভারে বিপজ্জনকও। নিজেকে প্রমাণ করার খুব ভাল সুযোগ ওর সামনে।
আইপিএলের আগের সিরিজগুলো অশ্বিনের পক্ষে ভাল যায়নি। আইপিএলেও ওকে নিজের সেরা বোলিং করতে দেখলাম না। কিন্তু উপমহাদেশের টার্নিং ট্র্যাকে ছন্দ আর আত্মবিশ্বাস ফিরে পাওয়ার দারুণ সুযোগ থাকছে ওর সামনে। টিম ম্যানেজমেন্টের কিন্তু প্রজ্ঞান ওঝাকেও সুযোগ দেওয়ার সময় এসেছে। প্রজ্ঞান বিশ্বমানের স্পিনার। যে কোনও দলেই ভাল বাঁ-হাতি স্পিনার খুব দরকারি। |
ব্যাটিংয়ের কথায় আসি। বিরাট, রোহিত, রায়না, ধোনিএই সিরিজের জন্য ভারতের ব্যাটিং লাইন-আপ বেশ অভিজ্ঞ। রোহিত শর্মা আর মনোজ তিওয়ারির জন্য কিন্তু এটা মরণবাঁচন সিরিজ। অনেক দিন ধরে জাতীয় দলে পাকাপাকি ভাবে জায়গা করার জন্য অপেক্ষা করে আছে মনোজ। একটা সুযোগ পেলে ব্যাটিং, অসাধারণ ফিল্ডিং, লেগস্পিনসব বিভাগেই ও অবদান রাখতে পারবে। গত বছর সেঞ্চুরি করার পরেও মনোজ যে একটাও সুযোগ পায়নি, তাতে আমি যথেষ্ট অবাক হয়েছি। বিশেষ করে যেখানে ভারতের ব্যাটিং বিভাগ গত মরসুমে মোটেই দুর্দান্ত কিছু করেনি। আইপিএল ফাইভে মনোজ যথেষ্ট ভাল খেলেছে। কেকেআর ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ ছিল ও। তাই সুযোগ পেলে ও ভাল খেলবে। |