সংবাদসংস্থা • হাম্বানটোটা |
শ্রীলঙ্কার বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ শুরুর প্রাক্কালে মহেন্দ্র সিংহ ধোনির প্রধানতম চিন্তা হাম্বানটোটার আবহাওয়া আর মাঠের সাইজ। ভারত অধিনায়ক বলেছেন, “এটা নতুন আম্তর্জাতিক ক্রিকেট কেন্দ্র। দুপুরের দিকে নাকি আবহাওয়া পালটায়! আজ যা দেখলাম, বেশ ঝোড়ো হাওয়া দিচ্ছে। কাল ম্যাচে যেটা একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। শুধু বোলারদের কাছে নয়। ব্যাটসম্যান, ফিল্ডারদের কাছেও। প্রথম দু’টো ম্যাচ এখানে। ফলে যত তাড়াতাড়ি সম্ভব পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হবে।”
হাম্বানটোটার বিশাল আউটফিল্ড নিয়েও চিন্তিত ধোনি। “মাঠটা বেশ বড়। যার জন্য আমাদের ফিল্ডারদের সব সময় সতর্ক থাকতে হবে, যাতে শ্রীলঙ্কান ব্যাটসম্যানেরা এককে দুই বা দুইকে তিন রানে পরিণত করতে না পারে। সেটা না পারলে ওদের বড় ইনিংস গড়া আটকানো যাবে না,” বলেছেন তিনি। নতুন সিরিজ শুরু করার আগের দিন অধিনায়কের এই মন্তব্যে ভারতীয় ক্রিকেটমহলে প্রশ্ন উঠতেই পারে, তা হলে কি ধোনি আবার এক দিনের ম্যাচে রোটেশন পদ্ধতির সমর্থক হবেন? গত অস্ট্রেলিয়া সিরিজেই ধোনি দলের সিনিয়রদের (যাঁদের মধ্যে বর্তমান সফরে সহবাগ-গম্ভীর থাকলেও সচিন-দ্রাবিড় নেই।) ফিল্ডিংয়ের দোহাই দিয়ে রোটেশন পদ্ধতির সমর্থনে গলা ফাটিয়েছিলেন।
ধোনি আরও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন, “আজ ফ্লাডলাইটে প্র্যাক্টিস করার সুযোগ পেয়ে আমাদের উপকার হয়েছে। দ্বিতীয় ইনিংসে ঠিক কী দরকার হবে সেটা জানার সুযোগ ঘটল আমাদের।”
এ দিন প্রথম এগারো ঘোষণা না করলেও ধোনির কথায় ইঙ্গিত, ইরফান পাঠান কাল খেলতে পারেন। “ইরফানকে পাওয়ায় আমাদের পাঁচ বোলার নিয়ে নামার স্বাধীনতা থাকছে। আমরা তিন পেসার, দুই স্পিনার খেলাতে পারি। কেননা, ইরফান ব্যাটটাও ভাল করতে পারে। এই সফরে যুবরাজ বা রবীন্দ্র জাডেজার মতো সত্যিকারের পার্টটাইম বোলার নেই। ওরা সাত-আট ওভার করে দিত। কিন্তু এখন আমাদের পাঁচ বোলার দরকার পড়তে পারে। তবে অনেক দিন পর আমরা ৫০ ওভারের ম্যাচ খেলতে নামব বলে আমাদের খুব সতর্ক হয়ে প্রথম একাদশ বাছতে হবে শনিবার।” |