|
|
|
|
|
|
|
২২ জুলাই — ২৮ জুলাই, ২০১২ |
আলোচ্য সপ্তাহে রাশিচক্র গ্রহ সমাবেশ যথাকর্কটে রবি ও বক্রী বুধ, সিংহে চন্দ্র, কন্যায় মঙ্গল ও শনি, বৃষে বৃহস্পতি শুক্র ও কেতু, বৃশ্চিকে রাহু।
রাশি ও নক্ষত্র পরিক্রমা অনুযায়ী চন্দ্র সিংহে মঘা থেকে বৃশ্চিকে বিশাখা পর্যন্ত। তিথিভোগ শুক্লা তৃতীয়া থেকে শুক্লা দশমী পর্যন্ত।
যোগসঞ্চার ব্যতীপাত থেকে শুক্র পর্যন্ত। ব্যক্তিগত রাশি ও লগ্ন অনুসারে জাতক-জাতিকার শুভাশুভ গ্রহফল বর্ণনা করা হল। |
|
|
মেষ:সম্পত্তি ক্রয়ের পূর্বে আইন ঘটিত পর্যালোচনা প্রয়োজন। বিজ্ঞান বিষয়ক গবেষণায় সাফল্যের ইঙ্গিত। উচ্চতর অধ্যয়নে কৃতিত্ব এবং সেই সূত্রে লোভনীয় কাজের সুযোগ। সপ্তাহের আদ্যভাগে কর্মক্ষেত্রে গোলযোগের আশঙ্কা, কুচক্রী জ্ঞাতির উস্কানিতে দাম্পত্যে অসন্তোষ। মধ্যভাগে নতুন গৃহ নির্মাণের জন্য আর্থিক পরিকল্পনা, সুস্থির সিদ্ধান্তে ও মৌলিক কর্মপরিকল্পনায় সাফল্য। অন্তভাগে সজ্জন ব্যক্তির পরামর্শে বৈষয়িক সমস্যার সমাধান, প্রেমপ্রণয়ে জটিলতা কেটে যাওয়ার সম্ভাবনা। মেষ লগ্নে জাত ব্যক্তির মাত্রা ছাড়া ভাবাবেগ বিপত্তি ডেকে আনতে পারে। সত্যান্বেষণ ও গবেষণায় সাফল্য। সামাজিক সমাবেশে যুক্তিপূর্ণ বক্তৃতা শ্রোতাদের মন জিতে নিতে পারে। |
|
|
|
বৃষ: দুঃসাহসিক কাজের জন্য কর্মক্ষেত্রে প্রশংসা পেতে পারেন। জ্ঞাতিশত্রুর উস্কানিতে সংসারে অশান্তি বৃদ্ধি। গৃহ নির্মাণে বাধা ও বিলম্ব। টিউমার বা আলসার জাতীয় রোগে বহু ব্যয়। সপ্তাহের আদ্যভাগে কর্মক্ষেত্রে শ্রম ও অধ্যবসায়ের ফল মিলতে পারে, অতিরিক্ত পরিশ্রমে শারীরিক অসুস্থতা ও দৈহিক দুর্বলতা, সম্মান রক্ষার মামলার ফল অনুকূলে যেতে পারে। মধ্যভাগে পারিবারিক দায়িত্ব পালনে অতিরিক্ত ব্যয়ের কারণে সঞ্চয় বৃদ্ধি ব্যাহত, ভ্রমণে বিপদের আশঙ্কা। অন্তভাগে প্রেমপ্রণয়ে জটিলতার অবসান, চিত্রশিল্পী ও ভাস্করদের শুভ সময়। বৃষ লগ্নে জাত ব্যক্তির সৃষ্টিশীল চিন্তা ও নতুন কর্মপরিকল্পনায় শুভ ফল মিলতে পারে. অতিরিক্ত রক্ষণশীলতার জন্য একাকীত্ব বেড়ে যাওয়ার আশঙ্কা। ফাটকা বা লটারিতে বিশেষ প্রাপ্তির সম্ভাবনা। |
|
|
মিথুন: অপ্রিয় সত্যকথায় নিকটজনের সঙ্গে মনোমালিন্য। এমনকী সম্পর্কচ্ছেদের আশঙ্কা। অভিনয়াদির অনুশীলনে সাফল্য ও স্বীকৃতির যোগ। জমিবাড়ি ক্রয়ের ব্যাপারে যোগাযোগ হতে পারে। সপ্তাহের আদ্যভাগে কর্মক্ষেত্রে বিশেষ দক্ষতার জন্য পদোন্নতির সম্ভাবনা, ভূগোল বা ইতিহাস বিষয়ক গবেষণায় সাফল্য। মধ্যভাগে কোনও হঠকারী সিদ্ধান্তের জন্য পারিবারিক অশান্তি বৃদ্ধি, স্নায়ুপীড়ায় কাজকর্মে বাধা। অন্তভাগে একাধিক পথে অর্থাগম, উঁচু জায়গা থেকে পড়ে দেহে বড় ধরনের আঘাত লাগতে পারে। মিথুন লগ্নে জাত ব্যক্তির বন্ধু ও স্বজনবর্গের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান। স্বামী-স্ত্রীর প্রচেষ্টায় আর্থিক ও পারিবারিক পরিস্থিতির উন্নতি। সপরিবার তীর্থভ্রমণ ও আধ্যাত্মিক বিকাশ। |
|
|
|
কর্কট: প্রভাবশালী ব্যক্তির আনুকূল্যে দুষ্ট সহকর্মীদের মোকাবিলা করে কর্মক্ষেত্রে অগ্রগতি। টিউমার জাতীয় রোগের প্রকোপ বৃদ্ধি। দূরভ্রমণের পরিকল্পনা ভেস্তে যেতে পারে। সপ্তাহের আদ্যভৈাগে অকারণ বিবাদবিতর্কে মানসিক শান্তি ব্যাহত হতে পারে, স্বনিযুক্তি প্রকল্পে আশাতীত সাফল্যের যোগ। মধ্যভাগে ভাইবোনের সঙ্গে সম্পত্তি-বিরোধ আদালতে গড়াতে পারে, জলপথে ভ্রমণে বিপদের আশঙ্কা। অন্তভাগে প্রবাসী প্রিয়জনের আগমনের সংবাদ মিলতে পারে, চারুকলার অনুশীলনে আনন্দ। কর্কট লগ্নে জাত ব্যক্তির শারীরিক সমস্যার জন্য কর্মপরিকল্পনায় ব্যাঘাত ঘটতে পারে। সেবাকাজের সূত্রে সমাজে প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি। লটারি বা ফাটকায় অপ্রত্যাশিত লাভ। |
|
|
|
|
সিংহ: উচ্চশিক্ষায় সাফল্যের সূত্রে বিদেশে কাজের সুযোগ হতে পারে। নিম্নাঙ্গের পীড়ায় অস্ত্রোপচারের সম্ভাবনা। মাতৃকুলের সম্পত্তি লাভে জ্ঞাতিদের ঈর্ষার পাত্র হয়ে
উঠতে পারেন। সপ্তাহের আদ্যভাগে সৎসাহস ও স্থির সিদ্ধান্তে কার্যোদ্ধার, বন্ধুর অনৈতিক কাজের জন্য সম্পর্কের অবনতি। মধ্যভাগে আয় ও সঞ্চয় বৃদ্ধি,
খেলাধুলায় কৃতিত্ব, গুরুজনের স্বাস্থ্যহানিতে কাজকর্মে বাধা। অন্তভাগে মা-বাবার সঙ্গে বিষয়-বিরোধে মানসিক ক্লেশ, ভরণীয় ব্যক্তির কর্মপ্রাপ্তিতে
স্বস্তি। সিংহ লগ্নে জাত ব্যক্তির একাধিক সদুপায়ে উপার্জন। মাত্রাছাড়া ভাবাবেগ বিপত্তি ডেকে আনতে পারে। বেদ-পুরাণ পাঠ ও ধর্মাচরণে
আত্মিক অগ্রগতি। বাতজ বেদনা বা পায়ের হাড় বাড়ায় চলাফেরায় অসুবিধা। |
|
|
|
কন্যা: কর্মে সংস্থাগত পরিবর্তনের পরিকল্পনায় সাফল্যের সম্ভাবনা। শখ-শৌখিনতার পিছনে অতিরিক্ত ব্যয়ের জন্য সঞ্চয় বৃদ্ধিতে বাধা। কণ্ঠ ও নেত্রপীড়ায় কাজকর্মে ব্যাঘাত। সপ্তাহের আদ্যভাগে পাওনাদারদের জুলুমে অশান্তি, ঋণশোধের জন্য আংশিক সম্পত্তি বিক্রির পরিকল্পনা। মধ্যভাগে রক্তে শর্করা বৃদ্ধিতে নানান শারীরিক সমস্যা ও দৈহিক দুর্বলতা, কল্যাণকাজে যোগদান ঘিরে অযথা জটিলতা। অন্তভাগে কোনও দুরূহ কাজের দায়িত্ব নিতে পারেন, বিবাদবিতর্ক বা পুলিশি ঝামেলা এড়িয়ে চলাই ভাল। কন্যা লগ্নে জাত ব্যক্তির লাগামছাড়া উচ্চাভিলাষ বিপত্তির কারণ হতে পারে। আত্মীয় স্বজনের বিরূপতায় সংসারে অশান্তি। কর্মে বহু ব্যস্ততা ও ক্লেশসাধ্য উপার্জন। ভ্রমণের পরিকল্পনায় ব্যাঘাত। |
|
|
|
তুলা: ওষুধ ও রাসায়নিক দ্রব্যের ব্যবসায় প্রভূত উন্নতির যোগ। জ্ঞাতিদের শত্রুতায় সম্পত্তি নিয়ে বিবাদ আদালত পর্যন্ত গড়াতে পারে। শেয়ার বা বিমা সূত্রে অর্থপ্রাপ্তি। সপ্তাহের আদ্যভাগে উচ্চশিক্ষা বা গবেষণায় হঠাৎ বাধায় হতাশা, গুরুজনের স্বাস্থ্যের অবনতিতে বহু ব্যয়ে নাজেহাল। মধ্যভাগে প্রিয়জনের বিয়ের আলোচনা শেষ সময়ে ভুণ্ডুল হওয়ার আশঙ্কা, বাহন ক্রয়ের জন্য পরিবারে আলাপ-আলোচনা। অন্তভাগে গঠনমূলক কাজের পরিকল্পনায় সাফল্য, দীর্ঘ চিকিৎসার পরে প্রিয়জনের দেহারোগ্যে আনন্দ। তুলা লগ্নে জাত ব্যক্তির কল্যাণকাজে খ্যাতি ও সামাজিক প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি। উদ্যম ও অধ্যবসায়ের সুবাদে পদোন্নতি। শারীরিক সমস্যায় ভ্রমণের পরিকল্পনা বানচাল হতে পারে। |
|
|
|
বৃশ্চিক: সৃষ্টিশীল কাজের বিশেষ স্বীকৃতি মিলতে পারে। কর্মক্ষেত্রে জটিল কাজের দায়িত্ব নিয়ে সফল হতে পারেন। বিমা বা শেয়ার সূত্রে প্রাপ্তি। উচ্চশিক্ষার জন্য বিদেশে যোগাযোগ হতে পারে। সপ্তাহের আদ্যভাগে সম্পত্তি ক্রয়ের সুযোগ, শত্রুর মোকাবিলায় বন্ধুর সহায়তা। মধ্যভাগে সন্দেহবাতিকের জন্য দাম্পত্য শান্তি ব্যাহত হতে পারে, শ্লেষ্মা বৃদ্ধি ও শ্বাসকাশাদি পীড়ার প্রকোপে দুর্ভোগ। অন্তভাগে প্রবাসী প্রিয়জনের আগমনের সুসংবাদ পেতে পারেন, চারুশিল্পে নৈপুণ্যের স্বীকৃতি ও সম্মান বৃদ্ধি। বৃশ্চিক লগ্নে জাত ব্যক্তির ব্যবসায় বাড়তি বিনিয়োগে আশাতীত সাফল্য। পড়শির বাগড়ায় গৃহ নির্মাণের পরিকল্পনা ব্যাহত। সপরিবার কাছেপিঠে ভ্রমণের পরিকল্পনা। |
|
|
ধনু: একাধিক পথে উপার্জনের সূত্রে ঋণশোধের উপায় হতে পারে। আলাপ-আলোচনার মাধ্যমে শত্রুর সঙ্গে আপস-মীমাংসা। অধ্যয়ন ও গবেষণায় কৃতিত্ব। সপ্তাহের আদ্যভাগে বাবা-মায়ের বিরূপতায় পারিবারিক জটিলতা বৃদ্ধি, সাহস ও সুবুদ্ধির জেরে বিপদ থেকে উদ্ধার। মধ্যভাগে কর্মে সংস্থাগত পরিবর্তন, গৃহ নির্মাণের পরিকল্পনা আপাতত স্থগিত রাখাই ভাল। অন্তভাগে গুরুজনের স্বাস্থ্যের অবনতিতে দুশ্চিন্তা ও কাজকর্মে বাধা, কোনও স্ত্রীলোককে ঘিরে সংসারে অশান্তি। ধনু লগ্নে জাত ব্যক্তির বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্যের সূত্রে একাধিক কর্মসংস্থানের সম্ভাবনা। নিকটজনের বেয়াড়াপনায় পারিবারিক সম্মানের হানি ঘটতে পারে। হজমের সমস্যায় দুর্ভোগ। |
|
|
|
মকর: বুদ্ধিবিভ্রম ও মানসিক অস্থিরতায় কর্মক্ষেত্রে বিপত্তির আশঙ্কা। আপস-আলোচনায় বৈষয়িক সমস্যা মেটানোর চেষ্টা সফল হতে পারে। শ্লেষ্মা বৃদ্ধি ও শ্বাসযন্ত্রের দুর্বলতায় দুর্ভোগ। সপ্তাহের আদ্যভাগে প্রিয়জনের আপত্তিকর কাজকর্মে অশান্তি, নৃত্যনাটকাদি চারুকলার চর্চায় ব্যুৎপত্তি। মধ্যভাগে গুণী ও সজ্জন ব্যক্তির প্রেরণায় মহৎকাজে যোগদান, খেলাধুলায় নৈপুণ্য ও স্বীকৃতি। অন্তভাগে অতিরিক্ত ভাবাবেগের স্রোতে কর্মপরিকল্পনা ভেসে যেতে পারে, প্রিয়জনের ভাগ্যোদয়। মকর লগ্নে জাত ব্যক্তির মৌলিক পরিকল্পনা রূপায়ণে হঠাৎ বাধা হতাশা ডেকে আনতে পারে। ব্যবসায় বাড়তি বিনিয়োগ না-করাই উচিত। নতুন গৃহ নির্মাণে বাধা। ভ্রমণের পরিকল্পনায় হঠাৎ ব্যাঘাত। |
|
|
|
কুম্ভ: অংশীদারের কারসাজিতে যৌথ ব্যবসায় ধাক্কা খাওয়ার আশঙ্কা। জমিজমা ক্রয়বিক্রয় নিয়ে মা-বাবার সঙ্গে বিরোধ। বিভিন্ন শারীরিক সমস্যায় কাজকর্মে ব্যাঘাত। সপ্তাহের আদ্যভাগে বিপদের সময়ে বন্ধুর পাশে দাঁড়াতে না-পারায় মানসিক ক্লেশ, কোনও হঠকারী সিদ্ধান্তের জেরে বিপত্তির আশঙ্কা। মধ্যভাগে শত্রুর ক্ষমতা হ্রাসে কিছুটা উদ্বেগমুক্তি, কল্যাণকাজে আত্মনিয়োগ, সৃষ্টিশীল কাজে মেধার বিকাশ। অন্তভাগে কুচক্রী স্ত্রীলোকের পাল্লায় পড়ে অর্থ ও মানহানির আশঙ্কা, সন্তানের চালচলন চিন্তার কারণ হয়ে উঠতে পারে। কুম্ভ লগ্নে জাত ব্যক্তির ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনায় সাফল্যের যোগ। ভদ্র ব্যবহারে মিত্র বৃদ্ধি। সবান্ধব দূরভ্রমণের পরিকল্পনা। |
|
|
|
|
মীন: অতিরিক্ত উদার মনোভাবের জন্য সামাজিক পরিমণ্ডলে অপদস্থ হওয়ার আশঙ্কা। কর্মসূত্রে বিদেশ যাওয়ার সুযোগ মিলতে পারে। জ্ঞাতিশত্রুর উৎপীড়নে
বাসস্থান বদলের চিন্তা। সপ্তাহের আদ্যভাগে মা-বাবার বিরূপতায় সাংসারিক অশান্তি বৃদ্ধি, বাড়তি উপার্জনের সুযোগ মিলতে পারে, পাদপীড়ায় ক্লেশ।
মধ্যভাগে বন্ধুদের প্রতারণায় বিশ্বাসভঙ্গের বেদনা, প্রাকৃতিক দৃশ্য উপভোগের জন্য পাহাড়ে বা সমুদ্রে ভ্রমণের পরিকল্পনা। অন্তভাগে দক্ষতা ও
নিষ্ঠা সত্ত্বেও কর্মস্থলে প্রাপ্য থেকে ফের বঞ্চনা, বিদেশে কর্মযোগের সম্ভাবনা। মীন লগ্নে জাত ব্যক্তির ব্যবসায় প্রভূত বিনিয়োগ সত্ত্বেও
সাফল্য আসতে দেরি হতে পারে। সেবাকাজের সূত্রে সমাজে প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি। অতিরিক্ত ভাবপ্রবণতায় বিপত্তির আশঙ্কা। |
|
|
সঞ্জয় |
[ভারতীয় রাষ্ট্রীয় পঞ্চাঙ্গ অ্যালমানাক ও এফিমেরিস অনুযায়ী লিখিত] |
|
|
|
|
|
|
|
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website
may be copied or reproduced without permission. |
|
|