l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের শিরোনাম
• তৃণমূলের শহিদ দিবস পালন
• মিজোরামে বাস দুর্ঘটনা, মৃত ১৮
বিস্তারিত...
•
সার্ধশতবর্ষে গীতিকার-কবি-নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়,
অতীতের তাঁরা
-য়।
•
কলকাতাকে নিয়ে ভাল লাগার কথা
তারাদের চোখে
আঁকলেন বনশ্রী সেনগুপ্ত।
•
স্টার থিয়েটারের ১২৫ বছরের ভাঙা-গড়া-পোড়ার গল্প
আনাচে-কানাচে
।
•
ভিন্ শহর থেকে কলকাতায় আসার তখন-এখনের অনুভব নিয়ে
আমার শহর
।
•
ভারী হোক বা ইলশেগুঁড়ি, বর্ষার রান্নাঘর থইথই করবে ইলিশের গন্ধে।
৮ সঙ্গীর মৃত্যুতে ভয় পেয়েই খুন করা হয় পার্থদের
প্রশান্ত পাল • পুরুলিয়া
শালবনিতে ‘এনকাউন্টারে’ আট সঙ্গীর মৃত্যুর পরেই বহিরাগতদের ভয় পেতে শুরু করেছিল মাওবাদীরা। সেই ভয়েই পুরুলিয়ার অযোধ্যা স্কোয়াড পার্থ-সৌম্যজিৎকে তুলে নিয়ে গিয়ে খুন করে। ধৃত মাওবাদী নেতা বিক্রম ওরফে অর্ণব দাম জেরায় এই কথা জানিয়েছেন বলে পুলিশ সূত্রের দাবি। ভয়ের কারণ নিহিত ছিল মাস চারেক আগের একটি ঘটনায়। ২০১০ সালের ১৬ জুন পশ্চিম মেদিনীপুরে শালবনিতে রঞ্জার জঙ্গলে যৌথ বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে আট মাওবাদী স্কোয়াড সদস্যের মৃত্যু হয়েছিল। রাজ্য পুলিশের এক কর্তার দাবি, এর পরেই মাওবাদীরা বাড়তি ‘সতর্ক’ হয়ে ওঠেন বলে বিক্রম জানিয়েছেন। তাঁদের কাছে খবর ছিল, ওই সংঘর্ষের ঠিক আগে অচেনা লোক রঞ্জার জঙ্গলে ঘোরাঘুরি করছিল। সম্ভবত তারা পুলিশের চর। সে কারণে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হয়েছিল, অচেনা লোক দেখলেই যেন খবর দেওয়া হয়। ওই বছর ২২ অক্টোবর বিকেলে অযোধ্যা পাহাড়ে যেখান থেকে আইবি ইন্সপেক্টর পার্থ বিশ্বাস ও স্কুলশিক্ষক সৌম্যজিৎ বসুকে ধরা হয়, সেই জায়গা জঙ্গলের অনেক গভীরে। স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী বলে প্রথমে তাঁরা পরিচয় দিয়েছিলেন।
বিস্তারিত...
লস্করের কাছে অস্ত্র চালাতে শিখেছিল ইউনুস
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ
জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার সদস্য সন্দেহে ধৃত চার জনের বিরুদ্ধে মামলার শুনানি শুরু হল বনগাঁ মহকুমা আদালতে। ২০০৭ সালের ৪ এপ্রিল বনগাঁর পেট্রাপোল সীমান্ত থেকে ধরা পড়েছিল শেখ সামির ওরফে শেখ নঈম, মুজফ্ফর আহমেদ রাঠৌড়, শেখ আবদুল্লাহ এবং মহম্মদ ইউনুস। তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র-সহ ১২টি ধারায় মামলা দায়ের করে পুলিশ ও সিআইডি। শুক্রবার বেলা দেড়টা নাগাদ বনগাঁ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক (ফাস্ট ট্র্যাক-২) অপরাজিতা ঘোষের এজলাসে তোলা হয় ওই চার জনকে। পুলিশের গাড়ি থেকে নামানোর পরে সশস্ত্র কম্যান্ডোরা আদালতকক্ষ পর্যন্ত ঘিরে নিয়ে আসে তাদের। এই মামলায় মোট ৪৭ জনের সাক্ষ্যগ্রহণের কথা। এ দিন বিএসএফের তৎকালীন ১৯৩ নম্বর ব্যাটালিয়নের জি-ব্রাঞ্চের ইন্সপেক্টর মনোজ কুমারকে (বর্তমানে কোচবিহারে কর্মরত) জেরা করেন সরকারি আইনজীবী সমীর দাস ও বিরোধী পক্ষের আইনজীবী সুব্রত বসু। মনোজের কাছে সরকারি আইনজীবী জানতে চান, ২০০৭ সালের ৩ এপ্রিল তিনি কোথায় কর্মরত ছিলেন।
বিস্তারিত...
সাইকেল চুরির অভিযোগে পিটিয়ে খুন প্রতিবন্ধীকে
নিজস্ব সংবাদদাতা • ব্যারাকপুর
জগদ্দলের নবপল্লি হিন্দুস্থান কলোনির একটি বাড়িতে চড়াও হয়ে এক প্রতিবন্ধী যুবককে পিটিয়ে মারল উত্তেজিত জনতা। পুলিশ জানায়, নিহতের নাম রাজু মল্লিক (৩০)। শুক্রবার সন্ধ্যার ওই ঘটনায় মারমুখী জনতাকে বাধা দিতে গিয়ে আহত হয়েছেন ওই যুবকের বাবা। কেন ওই যুবককে পিটিয়ে মারা হল, তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। ২৬ নম্বর রেলগেট সংলগ্ন অঞ্চলের বাসিন্দাদের একাংশই সাইকেল চুরির অভিযোগে নবপল্লি হিন্দুস্থান কলোনির বাসিন্দা রাজুকে পিটিয়ে মেরেছে বলে অভিযোগ। আর নিহত যুবকের প্রতিবেশীদের অভিযোগ, কিছু অসামাজিক কার্যকলাপ দেখে ফেলায় সাক্ষ্যপ্রমাণ লোপাট করার জন্যই রাজুকে মারা হয়েছে। জগদ্দল থানায় লিখিত অভিযোগ করেছেন নিহতের পরিবারের লোকজন। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যায় রাজুর বাড়িতেই ছিলেন। হঠাৎ এক দল লোক বাড়িতে হামলা চালায়। আক্রমণকারীরা রাজুকে টেনেহিঁচড়ে রাস্তায় এনে লাথি, কিল, চড় মারে। বাধা দিতে যান রাজুর বাবা রতন মল্লিক। তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ। প্রত্যক্ষদর্শীরা জানান, মারধর করে রাস্তার জমা জলে চোবানো হয় রক্তাক্ত রাজুকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
বিস্তারিত...
ময়না-তদন্ত কোন পর্যায়ে, না জানিয়ে
বিতর্কে জড়ালেন এনআরএস অধ্যক্ষ
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার ও কলকাতা
গুড়াপের হোমের আবাসিক গুড়িয়ার ময়না-তদন্তের রিপোর্ট শুক্রবারেও হাতে পেল না সিআইডি। কলকাতার এনআরএস হাসপাতালের ফরেন্সিক বিভাগে ওই ময়না-তদন্ত হওয়ার কথা। কিন্তু ওই বিভাগের অধিকর্তা রবিন কর্মকারের সঙ্গে এ দিন বহু চেষ্টাতেও যোগাযোগ করা যায়নি। তাঁর মোবাইল ফোন বন্ধ ছিল। কিন্তু বিষয়টি নিয়ে হাসপাতাল অধ্যক্ষের মন্তব্য উস্কে দিয়েছে বিতর্ক। এনআরএসের অধ্যক্ষ প্রদীপ ঘোষ বলেন, “আদৌ গুড়িয়ার ময়না-তদন্ত হয়েছে কি না, হলে কবে হয়েছে, রিপোর্ট আদৌ সিআইডি-র কাছে গিয়েছে কি না ও সব আমার জানার দরকার নেই। জানতেও চাই না। এ সব ফরেন্সিক বিভাগের প্রধান বুঝবেন। আপনারা বলছেন, তিনি মোবাইল বন্ধ করে রেখেছেন। যদি তা-ই হয়, তা হলে বলব, তাঁর মোবাইল বন্ধ করে রাখার পূর্ণ অধিকার রয়েছে।” রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা সুশান্ত বন্দ্যোপাধ্যায় যা শুনে বলেন, “গুড়িয়া-কাণ্ডের মতো স্পর্শকাতর বিষয়ে এনআরএসের অধ্যক্ষের এমন মন্তব্যে আমি স্তম্ভিত। বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নিচ্ছি।”
বিস্তারিত...
সরকারি হোমের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে পুলিশই
বরুণ দে • মেদিনীপুর
হুগলির গুড়াপের হোমে গুড়িয়া-কাণ্ডের তদন্তে প্রতি দিনই চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। এরই মধ্যে রাজ্যের সরকারি, বেসরকারি হোমগুলির হাল-হকিকৎ নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের জন্য বৃহস্পতিবারই রাজ্য মানবাধিকার কমিশনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। কয়েক বছর আগে মেদিনীপুরের ‘বিদ্যাসাগর বালিকা হোম’ (এটি সরকারি, সমাজকল্যাণ দফতর পরিচালিত) থেকে কয়েক জন আবাসিক তরুণীর অন্তর্ধান নিয়ে সিআইডি তদন্তে অসন্তোষ প্রকাশ করে হাইকোর্ট সিবিআই তদন্তেরও নির্দেশ দিয়েছে বৃহস্পতিবার। একে গুড়িয়া-কাণ্ড, তায় হাইকোর্টের নির্দেশ---এই প্রেক্ষিতে শুক্রবারই বিদ্যাসাগর হোমে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন পশ্চিম মেদিনীপুরের জেলা সমাজকল্যাণ আধিকারিক দেবকুমার ভট্টাচার্য। মেদিনীপুরে রাঙামাটির এই হোমের ‘নিরাপত্তা’ নিয়ে অবশ্য প্রশ্ন তুলছে খোদ পুলিশই। জানা গিয়েছে, গত ৫ জুন হোমের নিরাপত্তার দায়িত্বে থাকা দু’জন হোমগার্ড হোমের পুলিশ-ক্যাম্পের ইনচার্জ কার্তিককুমার পুততুণ্ডুর কাছে লিখিত ভাবে গুরুতর অভিযোগ জানিয়েছেন।
বিস্তারিত...
বন্যা পরিস্থিতি ঘুরে দেখলেন মুখ্যসচিব
নিজস্ব প্রতিবেদন
এই মুহূর্তে রাজ্যের প্রায় ১ লক্ষ ২০ হাজার মানুষ বন্যার ফলে সঙ্কটে পড়েছেন বলে দাবি করলেন সেচমন্ত্রী মানস ভুঁইয়া। শুক্রবার মহাকরণে তিনি জানান, তাঁদের মধ্যে ২০-২৫ হাজার মানুষই শিলিগুড়ি লাগোয়া চম্পাসারির। সেচমন্ত্রী জানিয়েছেন, সাতদিন ধরে রতুয়া ব্লকের দেবীপুর, হরিশ্চন্দ্রপুরে ফুলেশ্বর-মহানন্দায় ঘূর্ণাবর্ত হচ্ছে। নদীর জল বাঁধের নীচে ধাক্কা মেরে তিনটি স্পারের ক্ষতি করেছে। মন্ত্রীর কথায়, “সেচ দফতরের কর্মীরা দিন-রাত কাজ করছেন। সারারাত কাজের পর এ দিন ভোর ৫টায় চম্পাসারিতে মহানন্দার বাঁধ মেরামত করতে পেরেছেন সেচ দফতরের কর্মীরা। সাহায্য করেছে সেনা ও প্রশাসন। অবশ্য শুধু মেরামত করলেই হবে না, যে ভাবে জল ঢুকছে তাতে বাঁধ আরও ২ ফুট উঁচু করতে হবে। সেই কাজ শুরু হয়েছে।” এ দিন জলের তোড়ে ভেঙে যাওয়া বাঁধের কাজ যুদ্ধকালীন তৎপরতায় শেষ করা হবে বলে জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যসচিব সমর ঘোষ।
বিস্তারিত...
এক দিন আগেই উধাও বাস
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর ও ঘাটাল
আজ, শনিবার ধর্মতলায় তৃণমূলের শহিদ-স্মরণ। জেলা থেকে লাখো লাখো লোক বাস বোঝাই করে যাবেন কলকাতায়। তত্ত্বাবধানে থাকবেন শাসকদলের নেতারা। তারই প্রস্তুতিতে শুক্রবার সকাল থেকেই বাস তুলে নেওয়ার অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুরে। বিভিন্ন জায়গায় যাত্রীদের নামিয়ে বাস আটকে রাখার অভিযোগও উঠেছে। ফলে, শুক্রবার থেকেই দুর্ভোগ শুরু হয়েছে। আজ, শনিবার দুর্ভোগ চরমে পৌঁছবে বলেই আশঙ্কা। পথে বেরিয়ে বাস-ট্রেকার মিলবে না, বিচ্ছিন্ন হয়ে পড়বে স্বাভাবিক জনজীবন। এই আশঙ্কা মানছে অ-বাম বাস মালিক সংগঠন ‘বাস ওনার্স অ্যাসোসিয়েশন’ও। সংগঠনের জেলা সম্পাদক মৃগাঙ্ক মাইতি ও ঘাটাল মহকুমা সম্পাদক মোহন বাগ বলেন, “কিছু ক্ষেত্রে শুক্রবার দুপুরের পর থেকেই বাস আটকে রেখে দেওয়া হয়। ফলে দুপুরের পর থেকেই বিভিন্ন রুটে বাস কমতে শুরু করে। এ ক্ষেত্রে আমাদের কিছুই করার নেই।” কয়েকটি জায়গায় এমন ঘটনা ঘটেছে বলে স্বীকার করে নিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি দীনেন রায়ও।
বিস্তারিত...
এক নজরে...
• সার্কিট বেঞ্চ দ্রুত চালুর দাবিতে সহমত সব দল
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
আত্রেয়ীর ভাঙনে
বিপন্ন কৃষকেরা
জিটিএ নিয়ে পরামর্শ
দিতে পাহাড়ে কর্তারা
দক্ষিণবঙ্গ
সন্তানদের সামনে বধূকে ধর্ষণ
করে খুনের অভিযোগ
গোঘাটের গ্রামে
‘আক্রান্ত’ তৃণমূল
বর্ধমান
তৃণমূল সমর্থক পরিবারের উপরে ‘হামলা’ খণ্ডঘোষে
কলেজে ভর্তির
নামে টাকা ‘আদায়’
পুরুলিয়া
ক্লাস নিচ্ছেন না শিক্ষকেরা
চেয়ারে ‘সাপ’ রেখে মস্করা
খুঁড়িয়ে চলছে কুলিয়াড়া
শাখা ডাকঘর
মুর্শিদাবাদ
টোকাটুকির নালিশ
নিয়ে চাপানউতোর
দরজা ভেঙে ঢুকে
গৃহকর্ত্রীকে প্রণাম
মেদিনীপুর
অনার্সের ফলপ্রকাশে
এ বারও দেরি বিদ্যাসাগরে
অব্যবস্থা, সরব
মহিলা সংগঠন
কলকাতা
৩৪.৪/ ২৬.০
আজকের দিনে
• ২০০১:
ভারতীয় চলচ্চিত্রের ‘মার্লন ব্র্যান্ডোֹ’ শিবাজি গণেশনের মৃত্যু। তাঁর সময়কে তামিল চলচ্চিত্রের স্বর্ণযুগ বলা হত।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.