|
|
|
|
জগদ্দল |
সাইকেল চুরির অভিযোগে পিটিয়ে খুন প্রতিবন্ধীকে |
নিজস্ব সংবাদদাতা • ব্যারাকপুর |
জগদ্দলের নবপল্লি হিন্দুস্থান কলোনির একটি বাড়িতে চড়াও হয়ে এক প্রতিবন্ধী যুবককে পিটিয়ে মারল উত্তেজিত জনতা। পুলিশ জানায়, নিহতের নাম রাজু মল্লিক (৩০)। শুক্রবার সন্ধ্যার ওই ঘটনায় মারমুখী জনতাকে বাধা দিতে গিয়ে আহত হয়েছেন ওই যুবকের বাবা।
কেন ওই যুবককে পিটিয়ে মারা হল, তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। ২৬ নম্বর রেলগেট সংলগ্ন অঞ্চলের বাসিন্দাদের একাংশই সাইকেল চুরির অভিযোগে নবপল্লি হিন্দুস্থান কলোনির বাসিন্দা রাজুকে পিটিয়ে মেরেছে বলে অভিযোগ। আর নিহত যুবকের প্রতিবেশীদের অভিযোগ, কিছু অসামাজিক কার্যকলাপ দেখে ফেলায় সাক্ষ্যপ্রমাণ লোপাট করার জন্যই রাজুকে মারা হয়েছে। জগদ্দল থানায় লিখিত অভিযোগ করেছেন নিহতের পরিবারের লোকজন।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যায় রাজুর বাড়িতেই ছিলেন। হঠাৎ এক দল লোক বাড়িতে হামলা চালায়। আক্রমণকারীরা রাজুকে টেনেহিঁচড়ে রাস্তায় এনে লাথি, কিল, চড় মারে। বাধা দিতে যান রাজুর বাবা রতন মল্লিক। তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ। প্রত্যক্ষদর্শীরা জানান, মারধর করে রাস্তার জমা জলে চোবানো হয় রক্তাক্ত রাজুকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
বাসিন্দারা জানান, প্রতিবন্ধী রাজু ভাল করে কথাও বলতে পারতেন না। বিভিন্ন হোটেলে এবং অনুষ্ঠানে সাফাইয়ের কাজ করতেন। বাবলু চক্রবর্তী নামে এক স্থানীয় বাসিন্দা এলাকার পুর-প্রতিনিধির কাছে এ দিন বিকেলে রাজুর বিরুদ্ধে সাইকেল চুরির অভিযোগ করেন। তার পরেই মারধরের ঘটনা ঘটে। রাজুর উপরে হামলার পরেই ইটপাটকেল ছোড়া হয় বাবলুবাবুর বাড়িতে। ওই ব্যক্তি পুর-প্রতিনিধির কাছে সাইকেল চুরির কথা জানালেও থানায় কোনও অভিযোগ করেননি। ভাটপাড়ার পুরপ্রধান তথা স্থানীয় তৃণমূল বিধায়ক অর্জুন সিংহ বলেন, “যারা রাজুকে মারছিল, ওই এলাকার কাউন্সিলর লোকজন নিয়ে তাড়া করায় তারা পালিয়ে যায়। পুলিশকে ব্যবস্থা নিতে বলেছি।” ব্যারাকপুরের এডিসি বিশ্বজিৎ ঘোষ বলেন, “তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের খোঁজ চলছে।”
এ দিনই কলকাতায় দু’টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, সকালে উল্টোডাঙা রোডের একটি টালির বাড়িতে গৌরহরি মণ্ডল (৭৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত দেহ পাওয়া যায়। আর কৃষ্ণ রাম বসু স্ট্রিটে নিজেদের মুদির দোকানে সুকুমার বসাক (৪২) নামে এক ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁর স্ত্রী। আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়ার পরে চিকিৎসকেরা ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। |
|
|
|
|
|