|
|
|
|
সমস্যায় পড়ুয়ারা |
অনার্সের ফলপ্রকাশে এ বারও দেরি বিদ্যাসাগরে |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বিএ, বিএসসি, বিকম অনার্সের ফল প্রকাশ হল শুক্রবার। সময় লাগল ৯৩ দিন। প্রতি বছর ফলপ্রকাশে দেরি হওয়ায় ছাত্রছাত্রীরা সমস্যায় পড়েন। অন্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া শেষ হয়ে যায়। তবে সামনের বছর থেকে যাতে ৭০ দিনের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ করা যায় সে জন্য উদ্যোগী হচ্ছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রঞ্জন চক্রবর্তী বলেন, “এ বার থেকে চেষ্টা করব দ্রুত ফল-প্রকাশের। তারই সঙ্গে চলতি বছরের ছাত্রছাত্রীরা যাতে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য আবেদন করতে পারেন, সে ব্যাপারে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে কথা বলেছি। তাঁরা চলতি মাসের ২৫ তারিখ পর্যন্ত ছাত্রচাত্রীদের এই সুযোগ দেবেন বলে জানিয়েছেন।”
কেন ফল প্রকাশে দেরি? এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বেশ কয়েকটি কারণ উল্লেখ করেছেন। প্রধান কারণ হল, শিক্ষকদের খাতা দেখায় অনীহা। বর্তমানে শিক্ষকদের বেতন বেড়েছে অনেকটাই। এ বার থেকে শিক্ষকদের খাতা দেখা বাধ্যতামূলক করায় উদ্যোগী হচ্ছেন কর্তৃপক্ষ। উপাচার্য বলেন, “শিক্ষকদের খাতা দেখা বাধ্যতামূলক করার জন্য পদক্ষেপ করা হবে। এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকে এ বিষয়ে আলোচনা হবে। শিক্ষকেরা খাতা না দেখতে চাইলে সময়ে ফলপ্রকাশ সম্ভব নয়।” উপযুক্ত পরিকাঠামো ও পর্যাপ্ত শিক্ষক না থাকার বিষয়টিও এ জন্য দায়ী বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। গত বছর ৯৬ দিনে ফল-প্রকাশ হয়েছিল। এ বার লেগেছে ৯৩ দিন। এ বার বিএ অনার্সে পরীক্ষার্থী ছিলেন ৯১৫২ জন। পাশের হার ৯৫.৬৭ শতাংশ। গত বছরের তুলনায় .৫৭ শতাংশ বেশি। বিএসসি অনার্সে পরীক্ষার্থী ছিলেন ২০৪০ জন। পাশের হার ৩ শতাংশ বেড়ে হয়েছে ৯৫.১০ শতাংশ। বিকম অনার্সে পাশের হার কমেছে। ৪৮০ জন পরীক্ষা দিয়েছিলেন। পাশের হার ৯৬.৪৬ শতাংশ। গতবারের থেকে ২.৩৩ শতাংশ কম। অগস্টের প্রথম সপ্তাহে বিএ, বিএসসি, বিকম পাশ কোর্সের ফল প্রকাশের চেষ্টা হচ্ছে বলে উপাচার্য জানিয়েছেন। |
|
|
|
|
|