শুরু হল জেলা বিজ্ঞান মেলা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
শুক্রবার থেকে শুরু হল পশ্চিম মেদিনীপুর জেলা ছাত্র-যুব বিজ্ঞান মেলা ও আলোচনাচক্র। এই উপলক্ষে মেদিনীপুর কলেজে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়্গপুর আইআইটি-র প্রাক্তন অধ্যাপক সুকুমার মাইতি, যুবকল্যাণ দফতরের উপ-সচিব উত্তম পাত্র, মেদিনীপুর কলেজের অধ্যক্ষ প্রবীর চক্রবর্তী প্রমুখ। রবিবার পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন যুবকল্যাণ দফতরের জেলা আধিকারিক রবীন্দ্রনাথ মণ্ডল। বিজ্ঞান মেলা ও আলোচনাচক্রে জেলার বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরা যোগ দিয়েছেন। মেলায় রয়েছে তাঁদের হাতে তৈরি বিভিন্ন মডেল ও পোস্টার। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের স্মরণে রাজ্য সরকারের এই কর্মসূচি। এই মেলা এবং আলোচনায় বিজ্ঞানের প্রতি ছাত্রছাত্রীদের উৎসাহ বাড়বে বলে মনে করছে যুবকল্যাণ দফতর। জেলার প্রায় ৮০টি মাধ্যমিক স্কুল ও ৫০টি উচ্চমাধ্যমিক স্কুলের ছাত্রছাত্রীরা যোগ দিয়েছেন। জেলা যুব-কল্যাণ দফতর জানিয়েছে, সব স্কুলের কাছেই আবেদন রাখা হয়েছিল। মেলায় যে সব মডেল ও পোস্টার থাকছে, সে সব নিয়ে প্রতিযোগিতাও হচ্ছে। আজ, শনিবার ‘গণিতের অতীত-বর্তমান-ভবিষ্যৎ’ শীর্ষক এক আলোচনাচক্র অনুষ্ঠিত হবে মেদিনীপুর কলেজের বিবেকানন্দ হলে।
|
সচেতনতা শিবির
নিজস্ব সংবাদদাতা • পাণ্ডুয়া |
গত ১৭ জুলাই হুগলির পাণ্ডুয়া শশিভূষণ সাহা উচ্চ বিদ্যালয়ে (উচ্চ মাধ্যমিক) এক বিজ্ঞান-সচেতনতা শিবির আয়োজিত হয়। ‘ইন্ডিয়ান সায়েন্স নিউজ অ্যাসোসিয়েশন’-এর উদ্যোগে এবং ‘ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স অ্যাকাডেমি’-র সহযোগিতায় ওই কর্মসূচি পালিত হয়। শশিভূষণ সাহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোমনাথ তালুকদার জানান, বিভিন্ন বিদ্যালয়ের সাড়ে তিনশো ছাত্রছাত্রী শিবিরে যোগ দেয়। |