l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের শিরোনাম...
ছত্তীসগঢ়ে এসটিএফ অভিযান, ধৃত মাওবাদী
সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ চন্দননগর জুটমিলে
বউবাজারে ব্যবসায়ী খুনে ধৃত ৪
বিস্তারিত...
প
র্যটন শিল্পের দৌলতে অনেক দ্বীপেই এখন তৈরি হয়েছে অবসর যাপনের রসদ।
দ্বীপ বলে যে কেবল সবুজের সমাহার, তা নয়। সমুদ্রের জলে নীলের খেলা, চার
পাশের পাহাড়, কোথাও আদিবাসী সম্প্রদায়ের উপস্থিতি, সঙ্গে সুন্দর রিসর্ট,
সুইমিং পুল। সব মিলিয়ে এক-দু’দিনের ‘প্যাকেজ ট্যুর’-এর সন্ধান
এই সংখ্যায়। সঙ্গে সান ফ্রান্সিসকো ঘোরার ছবি ফোটো শপে।
নাম একই, ‘ভুল’ লোককে ধরে পুলিশি হেনস্থা
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া
শুধু নামে মিল থাকায় ‘প্রকৃত’ অভিযুক্তের জায়গায় চার দিন ধরে অন্য এক জনকে পুলিশ হয়রান করছে বলে অভিযোগ। কাটোয়া শহরের সাত নম্বর ওয়ার্ডের ঘটনা। ওই ওয়ার্ডের সুবোধ স্মৃতি রোডের বাসিন্দা নিমাইচন্দ্র পণ্ডিত (বাবার নাম সুন্দরগোপাল পণ্ডিত) রবিবার বিকেলে এসডিপিও (কাটোয়া)-র কাছে লিখিত অভিযোগে জানান, গাড়ি দুর্ঘটনায় অভিযুক্ত নিমাই পণ্ডিতের বদলে কাটোয়া পুলিশ বারবার তাঁকে হয়রান করছে। পুলিশি ‘নির্যাতন’, ‘হয়রানি’ বন্ধ করার অনুরোধ জানিয়েছেন তিনি। এসডিপিও ধ্রুব দাস বলেন, “অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।” কাটোয়া থানা সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক বছর আগে একটি গাড়ি দুর্ঘটনার ঘটনায় সুবোধ স্মৃতি রোডেরই বাসিন্দা নিমাই পণ্ডিতকে (বাবার নাম দুলাল পণ্ডিত) কালনা এসিজেএম আদালত ২ হাজার টাকা জরিমানা করে।
বিস্তারিত...
সম্মেলনেই নেতার নামে কটূক্তি শুনলেন পার্থ
পীযূষ নন্দী • আরামবাগ
বহরমপুরের পরে আরামবাগ। সম্মেলনে যোগ দিতে এ বার আরামবাগে গিয়ে দলের ‘গোষ্ঠীদ্বন্দ্ব’ প্রত্যক্ষ করলেন তৃণমূলের মহাসচিব তথা রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁকে দেখতে হল, সম্মেলনে ঢুকতে না পারা এক দল কর্মী-সমর্থকের ‘বিশৃঙ্খলা’। শুনতে হল, দলের এক নেতার নামে কর্মীদের কটুক্তি। শুক্রবারই দলের দুই গোষ্ঠীর মারপিটে বহরমপুরে পণ্ড হয়েছিল তৃণমূলের সভা। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু এবং মৎস্য প্রতিমন্ত্রী সুব্রত সাহা। রবিবার আরামবাগে ‘পঞ্চায়েতিরাজ সম্মেলন’ উপলক্ষে তৃণমূলের দুই গোষ্ঠীর ‘বিবাদ’ অবশ্য তত দূর গড়ায়নি। কিন্তু দৃশ্যতই ‘অস্বস্তি’তে পড়েন সম্মেলনের প্রধান বক্তা পার্থ চট্টোপাধ্যায়। প্রাথমিক ভাবে পার্থবাবুর প্রতিক্রিয়া ছিল, “যে কর্মীরা বিক্ষোভ করছেন, তাঁরা আমাদের দলের কি না, তা আগে খতিয়ে দেখব। পরে মন্তব্য করব।”
বিস্তারিত...
ছেলের কাছে পড়ে ছোটদের পড়াচ্ছেন আদিবাসী বধ
নির্মল বসু • হিঙ্গলগঞ্জ
জলে কুমির, ডাঙায় বাঘ, ঘরে অভাব। সুন্দরবনের এক প্রত্যন্ত এলাকায় জালে ঘেরা ঘরে বসে এ সব প্রতিকূলতার বিরুদ্ধে এলাকার আদিবাসী ছেলেমেয়েদের ‘লড়াই’ শেখাচ্ছেন সীতারানি মালি। ‘লড়াই’ অশিক্ষা আর দারিদ্রের বিরুদ্ধে। এবং নিজের সঙ্গেও। হিঙ্গলগঞ্জ ব্লকের ২ নম্বর সামশেরনগর গ্রামের আদিবাসী বধূ সীতারানির দু’চোখে অনেক স্বপ্ন। ছোট ছেলে সঞ্জয়কে এম এ পাশ করাতে হবে। শিক্ষিত করতে হবে এলাকার ছোট ছোট ছেলেমেয়েদেরও। সীতারানি তাই প্রতিদিন নিয়ম করে নিখরচায় প্রাথমিকের পাঠ দিচ্ছেন ছোট ছোট ছেলেমেয়েদের। যাতে বড় হয়ে তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারে, নিজেদের ভালমন্দ বুঝতে পারে। যাতে জলের কুমির আর ডাঙার বাঘের আতঙ্ক নিয়ে জঙ্গল থেকে কাঠ, মাছ বা কাঁকড়া জোগাড় ছেড়ে বিকল্প কোনও জীবিকার সন্ধান করতে পারে। এ জন্য নিজেও ছোট ছেলের কাছে পড়াশোনা শেখেন। অর্থাভাবে পঞ্চম শ্রেণির পরে আর স্কুলে পড়া হয়নি সীতারানির।
বিস্তারিত...
Content on this page requires a newer version of Adobe Flash Player.
দুঃস্থ পড়ুয়াদের ভরসা জোগাচ্ছেন বিডিও
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার
গোটা বাড়ি সারাক্ষণ কলকল করছে একপাল শিশুর ভিড়ে। একজন হাতে বই নিয়ে বাড়ির মালিককে সমানে একটির পর একটি প্রশ্ন করছে তো অন্যজন বেড়াতে যাবে বায়না ধরেছে। কেই বায়না ধরেছে, এখনই তার রঙতুলি চাই। বাড়ির মালিক কালচিনির বিডিও থেনডুপ শেরপা হাসিমুখে সবার বায়না সামলাচ্ছেন। যদিও এই শিশুর দঙ্গলের একজনও তাঁর নিজের সন্তান নয়। কাউকে বক্সার আদমা পাহাড়, কাউকে নিয়ে এসেছেন শেওগাঁও এলাকা থেকে। বক্সার দুর্গম ওই সমস্ত এলাকায় বেশির ভাগ গ্রামে সরকারি স্কুল নেই। যেখানে স্কুল আছে, সেখানে শিক্ষক মেলে না। সমতলের শিক্ষকেরা প্রত্যন্ত ওই স্কুলে যেতে চান না। আবার ওই সমস্ত পাহাড়ি গ্রামের তরুণ তরুণীদের যে শিক্ষাগত যোগ্যতা তাতে তাঁরা আবেদন করেও সরকারি স্কুলে চাকরি পান না।
বিস্তারিত...
মাওবাদী সন্ত্রাসে নিহতদের পরিবারকে সাহায্য
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম
ঝাড়গ্রাম পুলিশ জেলার ৮টি থানা এলাকায় মাওবাদী সন্ত্রাসে নিহত ৪৫ জনের পরিবারকে আর্থিক সাহায্য দিল রাজ্য সরকার। নিহতদের তালিকায় রয়েছেন একাধিক রাজনৈতিক দলের নেতা-কর্মী, শিক্ষক, সরকারি কর্মী, সাঁওতালি মহিলা সঙ্গীত শিল্পী প্রমুখ। প্রতি পরিবার পিছু প্রাপ্ত ক্ষতিপূরণের পরিমাণ এক লক্ষ টাকা। ক্ষেত্র বিশেষে পরিবারের একাধিক উত্তরাধিকারীর মধ্যে সেই টাকা ভাগ করে দেওয়া হয়েছে। রবিবার দুপুরে ঝাড়গ্রাম পুলিশ জেলার উদ্যোগে পুলিশ সুপারের কার্যালয় সংলগ্ন প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে নিহতদের পরিবারের ১১০ জন সদস্যের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সুকুমার হাঁসদা, আইজি (পশ্চিমাঞ্চল) গঙ্গেশ্বর সিংহ। উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার প্রবীণ ত্রিপাঠী, ঝাড়গ্রামের এসপি গৌরব শর্মা, ঝাড়গ্রামের মহকুমাশাসক বাসব বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
বিস্তারিত...
বাবার জন্য সোনা জিততে চায় শ্রেয়া
নিজস্ব সংবাদদাতা • কালনা
বাবা-মেয়ের লড়াইটা অনেকটা একই রকম। এক জনের প্রতিপক্ষ শারীরিক প্রতিবন্ধকতা। অন্য জন হারাতে চাইছেন ক্যানসারকে। শক্তি কিন্তু একটাই। ওঁরা দু’জনেই দু’জনের অনুপ্রেরণা। বাঁ পায়ে তেমন জোর পায় না কালনা ১ ব্লকের ধাত্রীগ্রামের উচ্চ বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী শ্রেয়া। স্থানীয় ভট্টাচার্যপাড়ায় বাবা অতনু ভট্টাচার্য, মা বাসবীদেবীর আর ঠাকুমার সঙ্গে থাকে সে। কয়েক বছর আগে ক্যানসার ধরা পড়ে অতনুবাবুর। বাসবীদেবী বলেন, “সাত মাস বয়স থেকেই মেয়ের বাঁ দিক অসাড়। দু’বছর বয়স পর্যন্ত উঠে ভাল করে দাঁড়াতে পারত না। চিকিৎসকেরা পরামর্শ দেন, ওষুধের পাশাপাশি মেয়ের প্রয়োজন সাঁতারের। ৮ বছর বয়স থেকে প্রথমে বাড়ির কাছে পুকুরে, পরে শহরের সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে ওকে ভর্তি করানো হয়। অসুস্থতা সত্ত্বেও মনের জোরে মেয়ের সাফল্যের জন্য লড়াই করে চলেছে ওর বাবা।”
বিস্তারিত...
নানুরে সিপিএম কর্মী খুনে ধৃত ২ তৃণমূল কর্মী
নিজস্ব সংবাদদাতা • নানুর
সিপিএম কর্মী সাগর মেটেকে পিটিয়ে খুন করার অভিযোগে দুই তৃণমূল কর্মীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতেরা হল মলয় ফৌজদার ও পরিমল ফৌজদার। নানুরের জলুন্দি গ্রামে তাদের বাড়ি। ওই গ্রামেরই সাগর মেটেকে বঙ্গছত্র এলাকায় শুক্রবার বাস থেকে নামিয়ে খুন করায় অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ওই ঘটনার প্রতিবাদে রবিবার নানুর থানা এলাকায় সিপিএমের ডাকা বন্ধে মিশ্র প্রভাব পড়ে। তবে গণ্ডগোলের আশঙ্কায় এ দিন এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন ছিল। পুলিশ সুপার হৃষিকেশ মিনা বলেন, “খুনের ঘটনায় অভিযুক্ত দু’জনকে শনিবার রাতে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকি অভিযুক্তদের খোঁজ করা হচ্ছে।” ধৃতেরা এলাকায় তৃণমূলের কর্মী বলে পরিচিত। এ দিন বোলপুর আদালতে তোলা হলে বিচারক তাদের ৪ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
তৃণমূল নেতা খুনের
জট খোলেনি, বন্ধ
বিপজ্জনক ধূপগুড়ির
বাজার, আতঙ্কিত ব্যবসায়ীরা
দক্ষিণবঙ্গ
হাবরায় তৃণমূলের
শান্তি-মিছিল
অশালীন আচরণের প্রতিবাদ
করায় ছুরিতে জখম শিক্ষক
বর্ধমান
নিরাপত্তার বালাই নেই,
অভিযোগ করলেন কর্মীরা
আট মাস ধরে বন্ধ ভাতা, সমস্যায় ৪ ডোম পরিবার
পুরুলিয়া
টিচার ইনচার্জের
পদ থেকে ইস্তফা
যুবককে পিটিয়ে খুন মুরারইয়ে,
অভিযুক্ত সিপিএম
মুর্শিদাবাদ
নওদায় মহিলাকে খুনে প্রধান অভিযুক্ত ধৃত বরানগর থেকে
৬৫৪ কুইন্টাল গম
বাজেয়াপ্ত পুলিশের
মেদিনীপুর
শিলদা-মামলায় গ্রেফতার
আরও এক স্কুলছাত্র
কাঁসাইয়ের নতুন সেতুতে
ট্রেন চলাচল শুরু
কলকাতা
৩৪.৭/১৯.০
আজকের দিনে
• ১৭১৩:
ব্রিটিশ সেনা অফিসার এডওয়ার্ড কর্নওয়ালিসের জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
এই সপ্তাহে ‘হাওড়া’ প্রকাশিত হল না।
আজকের জন্য
কলকাতার কথকতা নিয়ে
প্রতি মাসের ২১ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.