পুরুলিয়া-বাঁকুড়া-বীরভূম
পুরুলিয়া-বাঁকুড়া
টিচার ইনচার্জের
পদ থেকে ইস্তফা
নিজস্ব সংবাদদাতা, ইঁদপুর:
টিচার ইনচার্জের পদ থেকে পদত্যাগ করলেন বাঁকুড়ার ইঁদপুর ব্লকের শালডিহা কলেজের ইতিহাসের শিক্ষক নির্মল মিশ্র। ওই কলেজের ২২ জন শিক্ষক তাঁকে কয়েক দিন ধরে টিচার ইনচার্জ পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন বলে অভিযোগ। শনিবার কলেজের পরিচালন সমিতির সভাপতি তথা বাঁকুড়ার জেলাশাসকের কাছে নির্মলবাবু তাঁর পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। কলেজের পরিচালন সমিতির সহসভাপতি তথা মহকুমাশাসক (খাতড়া) দেবপ্রিয় বিশ্বাস বলেন, “নিমর্লবাবু পদগত্যাগপত্র জমা দিয়েছেন বলে শুনেছি। পরিচালন সমিতির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।”
নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া:
ধর্মঘটের দিন কাজ করার অভিযোগে পুরুলিয়া আদালতের এক সহকারী সরকারি আইনজীবীর সদস্যপদ খারিজ করল পুরুলিয়া বার অ্যাসোসিয়েশন। পুরুলিয়া বার অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফুল্ল মাহাতো বলেন, “পার্থসারথি রায় নামের ওই আইনজীবী ২৮ ফেব্রুয়ারি ধর্মঘটের দিন আদালতে কাজ করেন। শনিবার দুই আইনজীবী মারা যাওয়ার দিনেও তিনি আদালতে গিয়েছিলেন। অথচ ওই দু’টি দিন অন্য আইনজীবীরা বার অ্যাসোসিয়েশনের নির্দেশে কর্মবিরতি পালন করেছিলেন। পার্থবাবুর অ্যাসোসিয়েশনের নির্দেশ না মানায় তাঁর সদস্য পদ খারিজ করা হয়েছে।”
আইনজীবীর
সদস্যপদ খারিজ
টুকরো খবর
বীরভূম
নানুরে সিপিএম কর্মী খুনে ধৃত ২ তৃণমূল কর্মী
নিজস্ব সংবাদদাতা, নানুর:
সিপিএম কর্মী সাগর মেটেকে পিটিয়ে খুন করার অভিযোগে দুই তৃণমূল কর্মীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতেরা হল মলয় ফৌজদার ও পরিমল ফৌজদার। নানুরের জলুন্দি গ্রামে তাদের বাড়ি। ওই গ্রামেরই সাগর মেটেকে বঙ্গছত্র এলাকায় শুক্রবার বাস থেকে নামিয়ে খুন করায় অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ওই ঘটনার প্রতিবাদে রবিবার নানুর থানা এলাকায় সিপিএমের ডাকা বন্ধে মিশ্র প্রভাব পড়ে। তবে গণ্ডগোলের আশঙ্কায় এ দিন এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন ছিল।
নিজস্ব সংবাদদাতা, মুরারই:
পুরনো বিবাদের জেরে এক যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। রবিবার সকালে ঘটনাটি ঘটে মুরারই থানার হরিশপুর গ্রামে। পুলিশ জানায়, নিহতের নাম দুলাল শেখ (২৭)। ওই গ্রামের মিয়াঁপাড়ায় তাঁর বাড়ি। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সিপিএমের পঞ্চায়েত সদস্য সেরফান শেখের ছেলে সফেদ শেখকে আটক করেছে পুলিশ। বাকি অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। জেলা পুলিশ সুপার হৃষিকেশ মিনা বলেন, “এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।
যুবককে পিটিয়ে
খুন মুরারইয়ে,
অভিযুক্ত সিপিএম
প্রতিবন্ধকতা
কাটিয়ে ফের
পদক জয়
দুই কৃতীর
টুকরো খবর
চিত্র সংবাদ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.