রামপুরহাট কলেজ থেকে শেষমেষ পাকাপাকি ভাবে এনসিসি উঠিয়ে নেওয়ার নির্দেশ দিলেন এনসিসি-কর্তৃপক্ষ। শনিবার কলকাতার আলিপুরে স্থিত পশ্চিমবঙ্গ ও সিকিমের এনসিসি ডিরেক্টোরেট থেকে কলেজের অধ্যক্ষের কাছে দেওয়া এক চিঠিতে নির্দেশ দেওয়া হয়েছে, আগামী শিক্ষাবর্ষ থেকে রামপুরহাট কলেজে কোনও এনসিসি ইউনিট চালু থাকবে না। আর বর্তমানে ওই কলেজে যে ইউনিটটি রয়েছে, সেটি মুরারই কবি নজরুল কলেজে স্থানান্তরিত করা হল। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ, অধ্যক্ষের ‘অদক্ষতার’ জন্যই এই কলেজের ঐতিহ্যশালী এনসিসি ইউনিটটি উঠে যাচ্ছে। প্রায় একই সুরে কলেজের এসএফআই পরিচালিত ছাত্র সংসদেরও দাবি, তারা বিভিন্ন সময়ে এনসিসি-র সমস্যা নিয়ে অধ্যক্ষকে জানিয়েছে। কিন্তু অধ্যক্ষ এবং কিছু কর্মীর ‘উদাসীন মনোভাব’-এর জন্য ইউনিটটি উঠে গেল। যদিও অধ্যক্ষ শিবাশিস বন্দ্যোপাধ্যায়ের দাবি, “এ সব বাজে কথা! বরং আমিই এই কলেজের এনসিসিতে মহিলা ইউনিট চালু করেছি।” রামপুরহাট কলেজে বর্তমানে ১০৫ জন মহিলা এনসিসি ক্যাডেট রয়েছেন। পুরুষদের দু’টি ইউনিট গত শিক্ষাবর্ষ থেকেই উঠে গিয়েছে। কলেজের অধ্যক্ষ শিবাশিসবাবু বলেন, “মহিলা এনসিসি ইউনিটের জন্য প্রশিক্ষক পাওয়া যাচ্ছিল না। সে জন্য এনসিসি কর্তৃপক্ষ সিউড়ি থেকে প্রশিক্ষক পাঠিয়ে কাজ চালাচ্ছিলেন। তাতেও সমস্যা হচ্ছিল। শেষ পর্যন্ত শনিবার চিঠি দিয়ে ওঁরা জানিয়েছেন, এই কলেজ থেকে এনসিসি ইউনিট তুলে দেওয়া হবে।” একই সঙ্গে তিনি আশ্বাস দিয়েছেন, কলেজে যাতে পুনরায় এনসিসি বিভাগ চালু করা যায়, সে জন্য তিনি যথাসাধ্য চেষ্টা করবেন।
|
তারাপীঠে পুজো দিতে এসে কিছু লোকের হাতে নিগৃহীত হলেন মল্লারপুর টুরকু হাঁসদা লেপসা হেমব্রম কলেজের অধ্যক্ষ অমিত চক্রবর্তী। শনিবার রাতে ঘটনাটি ঘটে তারাপীঠের পালপাড়া এলাকায়। অমিতবাবুর মুখে ও মাথায় আঘাত করে হামলাকারীরা। অমিতবাবু বলেন, “তারাপীঠ থেকে পুজো দিয়ে ফেরার পথে আমার গাড়ির সঙ্গে এক সাইকেলআরোহীর ধাক্কা লাগে। ওই সাইকেলআরোহী চলে যাওয়ার পরে এলাকার কিছু যুবক আমার গাড়ির চালককে মারধর করতে থাকে। আমি ও আমার স্ত্রী বাধা দিতে গেলে ওরা আমাদের উপরে চড়াও হয়।” অমিতবাবুর কাছে খবর পেয়ে পুলিশ এসে তাঁদের উদ্ধার করে। হামলাকারীদের খোঁজ চলছে বলে পুলিশ জানিয়েছে।
|
স্ত্রীকে নির্যাতন করার অভিযোগে রামপুরহাট থানার চাকপাড়া থেকে স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, স্ত্রী তপতী নিখোঁজ হয়েছেন জানিয়ে বছরখানেক আগে রামপুরহাট থানায় অভিযোগ করেন চাকপাড়ার বাসিন্দা ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায়। পরে স্থানীয় পুলিশ ঠিকমতো খুঁজছে না অভিযোগ করে বীরভূমের পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন করেন ইন্দ্রজিৎ। এরও পরে স্ত্রীকে খুঁজে বের করার ব্যাপারে পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঝাড়খণ্ডের দুমকা জেলায় বাপের বাড়ি তপতীদেবীর। শনিবার সকালে দুমকা থেকে রামপুরহাট থানায় এসে স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ দায়ের করেন তপতীদেবী। পরে পুলিশ শনিবার দুপুরে ইন্দ্রজিৎকে পুলিশ গ্রেফতার করে। তারাপীঠ মন্দিরে ফুল ও ডালা জোগানের দোকানের কাজ করেন ইন্দ্রজিৎ।
|
১০০ দিনের কাজের প্রকল্পে মাটি ফেলাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটল সিপিএম-তৃণমূলের মধ্যে। এই ঘটনায় খুষ্টিগিরি গ্রামোন্নয়ন সমিতির সভাপতি তৃণমূলের তাহের আলি জখম হয়েছেন। তাঁকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রবিবার বিকেলে ঘটনাটি ঘটে। আহতের ভাই শেখ চনাই থানায় সিপিএমের ৭ কর্মী-সমর্থকের বিরুদ্ধে অভিযোগ করেছেন। সিপিএমের ইলামবাজার জোনাল কমিটির সম্পাদক সৈয়দ মহম্মদ ইকবাল অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, “এলাকায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসায় আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।” পুলিশ জানায়, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
|
রামপুরহাট পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের হাটতলায় শুক্রবার গভীর রাতে একটি ফলের দোকানে আগুন লাগে। স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। পরে দকমল এসে আগুন নেভায়। সম্প্রতি হাটতলা এলাকার বাজারে দু’টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার পরে ছোট রাস্তা দিয়ে দমকলের ইঞ্জিন ঢোকার সমস্যা নিয়ে সরব হয়েছেন স্থানীয় কাউন্সিলর সুপর্ণা চৌধুরী। তাঁর ক্ষোভ, “কাউন্সিলর হওয়ার পরে এই এলাকা এবং সার্বিক ভাবে ৫ নম্বর ওয়ার্ডের সমস্যা নিয়ে পুরপ্রধানের কাছে বিভিন্ন দাবি করেছিলাম। সেগুলির মধ্যে বাজার এলাকায় সংকীর্ণ রাস্তা ও ফুটপাথ দখল করে রাখা বিভিন্ন দোকানের কথা ছিল। ওই অপরিসর রাস্তায় দমকলের গাড়ি ঢোকা কার্যত অসম্ভব। জবরদখলকারীদের সরানোর জন্য পুরপ্রধানকে লিখিত ভাবে জানিয়েছি। পুর-কর্তৃপক্ষ এ ব্যাপারে উদাসীন।” পুরপ্রধান, তৃণমূলের নির্মল চট্টোপাধ্যায়ও বলেন, “এই সমস্যার আশু সমাধান করা দরকার। হাটতলার দোকানদার, এলাকাবাসী এবং কাউন্সিলরকে নিয়ে শীঘ্রই আলোচনায় বসব।”
|
এ বারের বসন্ত উৎসবে দূষণ ও অব্যবস্থা রুখতে উদ্যোগী হল বিশ্বভারতী কর্তৃপক্ষ। রবিবার বিকালে বিশ্বভারতীর কেন্দ্রীয় একটি সাংবাদিক বৈঠকে এ কথা জানিয়ে বিশ্বভারতীর মুখপাত্র অমৃত সেন বলেন, “আবিরের বদলে অন্য রং ব্যবহার করা, মহিলাদের হেনস্থার মতো বিষয়গুলি নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” পাশাপাশি ‘পলাশ নিধন’ যাতে না হয় তার জন্য ব্যবস্থা গ্রহণের কথাও জানান তাঁরা। যানজট এড়াতে বিভিন্ন জায়গায় থাকছে ১২টি ড্রপ গেট। বিশ্বভারতীর সেবা বিভাগের উদ্যোগে থাকছে জল বিক্রির ব্যবস্থাও। বসন্ত উৎসবের আগের সন্ধ্যায় ‘বসন্ত বন্দনা’র মধ্য দিয়ে শুরু হবে বসন্ত উৎসবের অনুষ্ঠান।
|
ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। পুলিশ জানায়, মৃত সনাতন মণ্ডলের (৪০) বাড়ি ঝাড়খণ্ডের মহেশপুর থানার খাঁপুর এলাকায়। এ দিন মুরারই কলেজ মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। |