বর্ধমান |
বর্ধমানে সাসপেন্ড এসআই, শো-কজ আইসিকে |
|
নিজস্ব সংবাদদাতা, বর্ধমান: দুই সিপিএম নেতা খুনের ‘কেস ডায়েরি’র সঙ্গে ময়না-তদন্তের রিপোর্ট জমা না দেওয়ায় পুলিশের ‘ভূমিকা’ নিয়ে শুক্রবারই প্রশ্ন তুলেছিল কলকাতা হাইকোর্ট। ওই ময়না-তদন্ত রিপোর্ট সময়মতো হাইকোর্টে পেশ করতে না পারায় রবিবার ‘শো-কজ’ করা হল বর্ধমান থানার আইসি-কে। ঠিক সময়ে আইসি-কে ওই রিপোর্ট না দেওয়ার অভিযোগে সাসপেন্ড হলেন এক সাব-ইনস্পেক্টরও। বর্ধমানের পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা এ দিন সন্ধ্যায় বলেন, “কর্তব্যে গাফিলতির কারণে আইসি স্বপন বন্দ্যোপাধ্যায়কে শো-কজ এবং এসআই দুর্গাদাস ভট্টাচার্যকে সাসপেন্ড করা হয়েছে।” |
|
নিজস্ব সংবাদদাতা, কাটোয়া: শুধু নামে মিল থাকায় ‘প্রকৃত’ অভিযুক্তের জায়গায় চার দিন ধরে অন্য এক জনকে পুলিশ হয়রান করছে বলে অভিযোগ। কাটোয়া শহরের সাত নম্বর ওয়ার্ডের ঘটনা। ওই ওয়ার্ডের সুবোধ স্মৃতি রোডের বাসিন্দা নিমাইচন্দ্র পণ্ডিত (বাবার নাম সুন্দরগোপাল পণ্ডিত) রবিবার বিকেলে এসডিপিও (কাটোয়া)-র কাছে লিখিত অভিযোগে জানান, গাড়ি দুর্ঘটনায় অভিযুক্ত নিমাই পণ্ডিতের বদলে কাটোয়া পুলিশ বারবার তাঁকে হয়রান করছে। |
নাম একই, ‘ভুল’ লোককে
ধরে পুলিশি হেনস্থা |
|
|
|
টুকরো খবর |
|
আসানসোল-দুর্গাপুর |
মমতায় এখনও ‘ভরসা’ রাখছে সিঙ্গাপুর সরকার |
|
অনিন্দ্য জানা, কলকাতা: সুতোয় ঝুলছে ইনফোসিস-ভাগ্য। রাজ্য সরকারকে দেওয়া জমির অগ্রিম অর্থ ফেরত চাইছে ভূষণ স্টিল। জমি-নীতি নিয়ে ‘আশাবাদী’ নয় শিল্পমহল। এই আবহেও দুর্গাপুর বিমানবন্দর প্রকল্পের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উপর ‘ভরসা’ রাখছে সিঙ্গাপুর সরকার। তাদের বক্তব্য, “সামগ্রিক ভাবে পশ্চিমবঙ্গের পরিবেশের একটা বদল হয়েছে। আমরা অপেক্ষা করতে রাজি।” |
|
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: দুর্ঘটনার পরে রাতুরিয়া-অঙ্গদপুর শিল্পতালুকের ওই কারখানায় কর্মীদের জটলা। রবিবার তোলা নিজস্ব চিত্র।ছাদ সংস্কার করার সময়ে পড়ে গিয়ে মৃত্যু হল এক ঠিকা শ্রমিকের। রবিবার রাতুরিয়া-অঙ্গদপুর শিল্পতালুকের একটি বেসরকারি লোহার যন্ত্রাংশ তৈরির কারখানায় ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম কুশকুমার রাজভর (৩২)। |
নিরাপত্তার বালাই নেই,
অভিযোগ করলেন কর্মীরা |
|
আট মাস ধরে বন্ধ ভাতা,
সমস্যায় ৪ ডোম পরিবার |
|
টুকরো খবর |
|
|
|
চিত্র সংবাদ |
|
|