টুকরো খবর |
‘র্যাগিং’, ধৃতেরা জেল-হাজতে |
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
র্যাগিংয়ের অভিযোগে গ্রেফতার দুই ছাত্রকে তিন দিন জেল-হাজতে রাখার নির্দেশ দিল আদালত। দুর্গাপুরের ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি’ (এনআইটি)-র প্রথম বর্ষের ছাত্র প্রমিত দাঁ এবং সইফুল ইসলাম পুলিশের কাছে অভিযোগ করেন, শুক্রবার সন্ধ্যায় হস্টেলে ফেরার সময়ে কলেজেরই চতুর্থ বর্ষের দু’জন ছাত্র তাঁদের প্রবল মারধর করে। পরের দিন অর্থাৎ শনিবার দুপুরে এনআইটি-র হস্টেল থেকে অভিযুক্ত দুই ছাত্রকে গ্রেফতার করে পুলিশ। তাদের নাম প্রশান্ত ছেত্রী এবং রাজীব মুপিড্ডি। রবিবার দুর্গাপুর আদালতে হাজির করানো হয় তাঁদের। এনআইটি কর্তৃপক্ষ জানিয়েছেন, তাঁরাও ওই র্যাগিং-এর অভিযোগ পেয়েছেন। তাদের অ্যান্টি-র্যাগিং কমিটি তদন্ত শুরু করেছে।
|
রাস্তা সংস্কার নিয়ে ক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
১০ দিন আগে শুরু হলেও এডিডিএ-র উদ্যোগে জেমারি পঞ্চায়েতের বেলিয়াবাথান ১০ নম্বর মোড় থেকে ছাতা পাথর ধবনপাড়া পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ শুরু হলেও তা বিশেষ এগোয়নি। যা হয়েছে তাও নিম্নমানের। এই অভিযোগে এডিডিএ-র চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়ের কাছে গণস্বাক্ষর সম্বলিত একটি দাবিপত্র পাঠালেন বাসিন্দারা। তাঁদের অভিযোগ, দরপত্র অনুযায়ী রাস্তাটি ৫ ইঞ্চি পুরু হওয়ার কথা থাকলেও তা ৩ ইঞ্চির বেশি করা হচ্ছে না। তাঁদের দাবি, রাস্তাটির অবস্থা যেখানে ভাল, সেই জায়গাগুলিকে ৬০ ডিগ্রী কোণে কেটে আবার সংস্কার কাজ করতে হবে। উপযুক্ত ব্যবস্থা না নেওয়া হলে কাজ করতে দেওয়া হবে না বলে চেয়ারম্যানকে জানিয়েছেন তাঁরা। চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় বলেন, “গ্রামবাসীদের দাবিগুলিকে গুরুত্ব দিয়ে যাথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
|
জমির প্রকৃত মালিককে টাকা মেটাতে নির্দেশ |
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
অধিগৃহীত জমির প্রকৃত মালিককে অবিলম্বে টাকা মিটিয়ে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। অন্ডালের দক্ষিণখণ্ড মৌজার বাসিন্দা ধর্মদাস হাজরা কলকাতা হাইকোর্টে অক্টোবর মাসের শেষে মামলা দায়ের করেছিলেন। তাঁর অভিযোগ, বিমাননগরী প্রকল্পে তাঁদের ১ একর ৯ শতক জমি অধিগ্রহণ করা হয়েছে। কিন্তু তাঁদের টাকা অন্য জনকে মেটানো হয়েছে। প্রশাসনের কাছে বারবার দরবার করে কোনও ফল মেলেনি বলে তাঁর অভিযোগ। তাঁদের আইনজীবী পার্থ ঘোষ জানান, ১৫ ফেব্রুয়ারি বিচারপতি সৌমিত্র পালের এজলাস থেকে এলএ কালেক্টরকে অবিলম্বে বিষয়টি নিষ্পত্তির নির্দেশ দেন। বিচারপতি জানান, সরকারের রেকর্ড অনুযায়ী, জমিটি ধর্মদাস হাজরা ও তাঁর পরিবারের। সুতরাং প্রকৃত মালিক হিসেবে প্রাপ্য মেটানো হোক। জেলাশাসক ওঙ্কার সিংহ মিনা বলেন, “নির্দেশ দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।”
|
থানায় বিক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
গত ২৭ ফেব্রুয়ারি ঝুলন্ত দেহ মেলে রেখা রামের (২২)। পরের দিন, ২৮ তারিখ তাঁর স্বামী, শ্বশুর, শাশুড়ি, ননদ ও দেওর-সহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন তাঁর বাবা, ধানবাদের বাসিন্দা সুধীরকুমার রামানে। বেশ কয়েক দিন কেটে গেলেও গ্রেফতার করা হয়েছে কেবল মৃতার স্বামী ও শ্বশুরকে। রবিবার অন্ডাল থানায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে অবিলম্বে বাকিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখালেন মৃতার বাপের বাড়ির লোকজনেরা। পুলিশ জানিয়েছে, বাকিদের খোঁজে তল্লাশি চলছে।
রাস্তা বেহাল, ক্ষোভ। কাঁটাগোড়িয়া গ্রামের সঙ্গে সংযোগকারী প্রধান রাস্তা বেহাল। অল্প বৃষ্টিতেই নাকাল হতে হয় বাসিন্দাদের। বর্ষার আগেই রাস্তাটি সংস্কার করে পাকা রাস্তা তৈরির দাবি জানিয়েছে তৃণমূল। পুরপ্রধান ভাস্কর বন্দ্যোপাধ্যায় জানান, বিষয়টি তাঁরা দেখছেন। প্রয়োজনে এডিডিএ-র সঙ্গে কথা বলা হবে।
|
বার্ষিক সম্মেলন |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
বেঙ্গল হোমিওপ্যাথি কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের তৃতীয় বার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হল আসানসোল রবীন্দ্রভবন প্রাঙ্গণে। শনিবার দু’দিনের এই সম্মেলনের সূচনা করলেন আসানসোলের মেয়র তাপস বন্দ্যোপাধ্যায়। সম্মেলন উপলক্ষে ‘হোমিওপ্যাথিক ট্রেড ফেয়ার’-ও অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন আসানসোল মহকুমা হাসপাতালের সুপার নিখিলচন্দ্র দাস। সম্মেলনে হোমিওপ্যাথিক চিকিৎসা বিষয়ক আলোচনাচক্র আয়োজিত হয়। যোগ দেন হোমিওপ্যাথি চিকিৎসক জিপি সরকার, এসপি ভট্টাচার্য, অমিয়কুমার ফৌজদার। সম্মেলনে প্রতিনিধিত্ব করেন ৭৫০ জন। শেষ দিন, রবিবার আইনমন্ত্রী মলয় ঘটক জানান, রাজ্য সরকার হোমিওপ্যাথির প্রসারে বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করেছে।
|
তৃণমূলের ব্লক সম্মেলন কুলটিতে |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
তৃণমূলের কুলটি ব্লকের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হল স্থানীয় হনুমান চড়াই মাঠে। রবিবার সম্মেলনের উদ্বোধন করেন দলের বর্ধমান জেলা কমিটির চেয়ারম্যান তথা রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে দলীয় সদস্য-সমর্থকদের সুসংহত পদ্ধতিতে কাজ করার উপদেশ দেন তিনি। এ দিনের সভায় পৌরহিত্য করেন কুলটির বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন জেলার যুব নেতা সুব্রত সিংহ।
|
কর্মী সম্মেলন |
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
জেলা (শিল্পাঞ্চল) তৃণমূল সংখ্যালঘু সেলের দুর্গাপুর মহকুমার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে। ছিলেন স্থানীয় বিধায়ক নিখিল বন্দ্যোপাধ্যায়, জেলা আইএনটিটিইউসি-র সভাপতি প্রভাত চট্টোপাধ্যায়, জেলা (শিল্পাঞ্চল) সাধারণ সম্পাদক ভি শিবদাসন, শিল্পাঞ্চল যুব সভাপতি অভিজিৎ ঘটক প্রমুখ।
|
নতুন সমিতি |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
আসানসোল চেম্বার অব কমার্সের নতুন কার্যকরী সমিতি গঠিত হয়েছে শনিবার। ৩১ জনের এই সমিতির সভাপতি হয়েছেন সুব্রত দত্ত। সম্পাদক নির্বাচিত হয়েছেন শম্ভুনাথ ঝা। আগামী দু’বছরের জন্য গঠিত এই সমিতি আসানসোলের বাণিজ্য ও শিল্প প্রসারের জন্য একাধিক কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে।
|
আলোচনাচক্র |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
|
স্বামী বিবেকানন্দের জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষে রবিবার কুলটিতে বিবেকানন্দের আদর্শ সম্বলিত আলোচনাচক্র ও যুব সম্মেলন আয়োজিত হল। আলোচনাচক্রের উদ্বোধন করেন বেলুড় বিদ্যামন্দিরের উপাধ্যক্ষ স্বামী শাস্ত্রজ্ঞানন্দ। তিনি যুব সমাজের কাছে স্বামীজির কর্মজীবনের আদর্শের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন। এছাড়াও বক্তৃতা করেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের শিক্ষক স্বপন বন্দ্যোপাধ্যায়।
|
কর্মী সম্মেলন |
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
জেলা (শিল্পাঞ্চল) তৃণমূল সংখ্যালঘু সেলের দুর্গাপুর মহকুমার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে। ছিলেন স্থানীয় বিধায়ক নিখিল বন্দ্যোপাধ্যায়, জেলা আইএনটিটিইউসি-র সভাপতি প্রভাত চট্টোপাধ্যায়, জেলা (শিল্পাঞ্চল) সাধারণ সম্পাদক ভি শিবদাসন, শিল্পাঞ্চল যুব সভাপতি অভিজিৎ ঘটক প্রমুখ। |
|