খেলার টুকরো খবর |
প্রথম ডিভিশনে জয় পেল মিলনী |
নিজস্ব সংবাদাদাতা • বর্ধমান |
প্রথম ডিভিশন ক্রিকেট লিগে প্রথম জয় পেল মিলনী সঙ্ঘ। রবিবার তারা দিলীপ স্মৃতি সঙ্ঘকে ৫ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে দিলীপ করে ৪০ ওভারে করে ২৪২-৮। সৌভিক মিত্র ও অর্ণব ঘোষ ৭২ রান করেন। মিলনীর অভিরূপ গঙ্গোপাধ্যায় ৪৩ রানে ৩টি , সূদীপ সাউ ৪০ রানে ২টি ও শেখ ইকবাল ৩৭ রানে ২টি উইকেট দখল করেন। পরে মিলনী করে ৩৫ ওভারে ২৪৬-৫। দলের অভিষেক চৌধুরী ৯৬ রান করেন। সঞ্জয় যাদব করেন ৪১। দিলীপের সৌজন্য বিশ্বাস ৪৩ রানে ২টি উইকেট দখল করেন। শনিবার কল্যাণ স্মৃতি সঙ্ঘ ৩২ রানে হারায় শিবাজি সঙ্ঘকে। প্রথমে ব্যাট করে কল্যাণ করে ২১৫-৮। দলের অভিজিৎ মণ্ডল ৬১, সৌভিক সাউ ৪৯, ও অর্ক সাহা ৪২ রান করেন। শিবাজির অম্লান ঠাকুর ২১ রানে ৩টি ও উত্তম যশ ৩৭ রানে ২টি উইকেট দখল করেছেন। জবাবে শিবাজি করে ৩১.৪ ওভারে ১৮৩। দলের নিখিল সিংহ করেন ৬৩। কল্যাণের রাজেন্দ্র শর্মা ২১ রানে ৩ ও রাজা অধিকারী ৩১ রানে ৩ উইকেট দখল করেন। উজ্বল দাস ৩২ রানে ৩ উইকেট পান।
|
রাজ কলেজ জিতল |
নিজস্ব সংবাদাদাতা • বর্ধমান |
বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রিকেটে রাজ কলেজ ১৮৪ রানে হারিয়েছে তারকেশ্বর ডিগ্রি কলেজকে। রাজ কলেজ করে ৩০ ওভারে ২৫৫-৯। অনির্বাণ নন্দ ৬৮ করেন। তরকেশ্বর করে ২০ ওভারে ৭২। রাজ কলেজের রাজীর ঘোষ ৩টি, সাবির আলম ও প্রসেনজিৎ ধীবর ২টি করে উইকেট পান।
|
কাটোয়ায় ক্রিকেট |
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
ক্রিকেট ফাইনালে কাটোয়াকে হারিয়ে জয়ী হল কালনার ইয়ংস্টার ক্লাব। কাটোয়া স্টেশন এলাকার বাসিন্দাদের পরিচালিত ওই প্রতিযোগিতাটি হয় রেলওয়ে রিক্রিয়েশন ক্লাবের মাঠে। প্রতিযোগিতায় সেরা নির্বাচিত হন কালনার ঈশাক শেখ। ফাইনালে ১২ রানে ৪টি উইকেট নিয়ে ম্যাচের সেরা কালনার সঞ্জয় মিত্র।
|
আন্তঃগ্রামীণ কবাডি |
নিজস্ব সংবাদদাতা • হিরাপুর |
|
হিরাপুরে আয়োজিত হল আন্তঃগ্রামীণ কবাডি প্রতিযোগিতা। নিজস্ব চিত্র। |
বিইউসি পরিচালিত সেল আইএসপি সিএসআর কর্মসূচি অনুযায়ী আন্তঃগ্রামীণ কবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল সাতা ৮ নম্বর বস্তি। তিন দিনের এই প্রতিযোগিতার অন্বেষা মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় রামবাঁধকে ৩২-১২ পয়েন্টের ব্যবধানে হারায় সাতা ৮ নম্বর বস্তি। মোট ১৮টি গ্রাম যোগ দিয়েছিল।
|
জয়ী ১৫ নম্বর ওয়ার্ড |
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
দুর্গাপুর ১ নম্বর ব্লক যুব তৃণমূল আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল ১৫ নম্বর ওয়ার্ড। রবিবার ফাইনালে রঘুনাথপুর মাঠে তারা ১০ নম্বর ওয়ার্ডকে ২৫ রানে হারায়। প্রথমে ব্যাট করে ১৫ নম্বর ওয়ার্ড ১২৫ রান তোলে। জবাবে ১০০ রানে শেষ হয়ে যায় ১০ নম্বর ওয়ার্ডের ইনিংস। বিজয়ী দলের প্রশান্ত বন্দ্যোপাধ্যায় ফাইনালের সেরা। অন্য দিকে, প্রতিযোগিতার সেরা বিজয়ী দলেরই টার্জান প্রসাদ।
|
জয়ী একত্রিত এসি |
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রথম ডিভিশন ক্রিকেটের সুপার লিগের খেলায় রবিবার একত্রিত এসি ৫ রানে বিদ্যাসাগর এসসিএ-কে হারায়। এমএএমসি মাঠের খেলায় প্রথমে ব্যাট করে সব উইকেট হারিয়ে ১০৮ রান তোলে একত্রিত এসি। বিকাশ মেহতা ৩৯ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে ১০৩ রানে শেষ হয়ে যায় বিদ্যাসাগর এসসিএ। বিজয়ী দলের হয়ে আবু সুফিয়ান হুদা ৬ ওভার বল করে ৪টি উইকেট নিয়েছেন।
|
স্মৃতি ফুটবল |
নিজস্ব সংবাদদাতা • চিত্তরঞ্জন |
সবুজ মেলা আয়োজিত পার্থ দাস ও অমর দাস স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল শিবাজি সঙ্ঘ। শ্রীলতা মাঠে তারা রিষড়া অরোরা স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারায়। গোলটি করেন এ প্রসাদ। ম্যাচের সেরা বিজয়ী দলের পল্টু দেবনাথ। উপস্থিত ছিলেন প্রাক্তন খেলোয়াড় মিহির বসু, ভাস্কর গঙ্গোপাধ্যায় ও সমরেশ চৌধুরী।
|
হারল জামবাদ |
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
শুভাশিস চট্টোপাধ্যায় ও রিন্টু ভট্টাচার্য স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতার রবিবারের খেলায় খাঁদরা স্পোর্টিং ক্লাব ১০৮ রানে হারায় জামবাদ সিসি-কে। প্রথমে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে খাঁদরা ১৯৮ রান তোলে। জবাবে জামবাদের ইনিংস ৯০ রানে শেষ হয়ে যায়। এই মাঠে শনিবারের খেলায় আসানসোল ক্রিকেট অ্যাসোসিয়েশন ১ উইকেটে কেন্দা বিবেকানন্দ সঙ্ঘকে হারায়। প্রথমে ব্যাট করে বিবেকানন্দ সঙ্ঘ ৯ উইকেট হারিয়ে ১২০ রান তোলে। জবাবে ৯ উইকেট হারিয়ে জয়ের রান তুলে ফেলে আসানসোল।
|
সুপার ডিভিশন ক্রিকেট |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশন ক্রিকেটে রবিবার বিসিসি মাঠের খেলায় জয়ী হয় হরিপুর সিসিএ। তারা সেল আইএসপি-কে ১২ রানে হারায়। প্রথমে ব্যাট করে হরিপুর সিসিএ সব উইকেট হারিয়ে ১৩৩ রান তোলে। জবাবে সেল আইএসপি ১২১ রানে শেষ হয়ে যায়। সর্বোচ্চ ৭২ রান করেন বিজয়ী দলের রাজা চট্টোপাধ্যায়।
|
সিনিয়র ডিভিশন ক্রিকেট |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সিনিয়র ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতার রবিবারের খেলায় বিজয়ী হল সুভাষ এসি। এ দিন আসানসোল স্টেডিয়ামের খেলায় তারা সিএলএ বার্নপুরকে ৪১ রানে হারায়। প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৮৭ রান তোলে সুভাষ এসি। জবাবে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে ১৪৬ রানের বেশি তুলতে পারেনি সিএলএ।
|
আন্তঃগ্রামীণ কবাডি |
নিজস্ব সংবাদদাতা • হিরাপুর |
বিইউসি পরিচালিত সেল আইএসপি সিএসআর কর্মসূচি অনুযায়ী আন্তঃগ্রামীণ কবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল সাতা ৮ নম্বর বস্তি। তিন দিনের এই প্রতিযোগিতার অন্বেষা মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় রামবাঁধকে ৩২-১২ পয়েন্টের ব্যবধানে হারায় সাতা ৮ নম্বর বস্তি। মোট ১৮টি গ্রাম এই প্রতিযোগিতায় যোগ দিয়েছিল।
|
বার্ষিক ক্রীড়ানুষ্ঠান |
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
দুর্গাপুর ভেটেরান স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে রবিবার ভগৎ সিংহ স্টেডিয়ামে বার্ষিক ক্রীড়ানুষ্ঠান হয়। সংস্থার পক্ষে চঞ্চল সমাজপতি জানান, সদ্য প্রয়াত ফুটবলার শৈলেন মান্নার স্মৃতিচারণ করেন প্রাক্তন খেলোয়াড়রা।
|
স্মৃতি ফুটবল |
নিজস্ব সংবাদদাতা • চিত্তরঞ্জন |
সবুজ মেলা আয়োজিত পার্থ দাস ও অমর দাস স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল শিবাজি সঙ্ঘ। তারা রিষড়া
অরোরা স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারায়। |
|