৭ কুৎসিত আকৃতিবিশিষ্ট।
৮ সম্পূর্ণ বর্জন।
১০ বিবাহসভায় পাত্রের বসবার আসন।
১১ ভেক, ব্যাং।
১২ ভাগ্যের আনুকূল্য।
১৩ গৃধ্র, শুভাশুভসূচক চিহ্ন বা লক্ষণ।
১৪ রাক্ষসরাজ রাবণ।
১৫ (মুস.) মৃত, প্রয়াত।
১৭ অবিবাহিত।
১৯ জাহাজের খালাসি, ফৌজ।
২১ সংগীতের প্রাতঃকালীন রাগবিশেষ।
২২ বায়ুমণ্ডল বিদ্যা।
২৪ অপযশ, অখ্যাতি।
২৬ মানবদেহের অস্থিময় কাঠামো।
২৮ কার্তিকেয়।
৩০ অনাসক্ত, নিরাসক্ত।
৩২ আন্তরিক, হৃদগত।
৩৩ মুক্ত, উদ্দাম।
৩৫ বাসস্থান, আড্ডা, আস্তানা।
৩৬ জলে নেমে স্নান।
৩৭ আন্তর্জাতিক, বহু
বিদেশি রাষ্ট্রসম্বন্ধীয়।
৩৮ আলাপ, জানাশোনা। |
|
১ বিমানপোতের ওড়া ও নামার স্থান।
২ বাধা, প্রতিবন্ধক।
৩ সমাদরপূর্বক দান, ভেট।
৪ বংশকৌলীন্য, আভিজাত্য।
৫ বলপ্রয়োগের দ্বারা বা
বেআইনি দখল।
৬ সম্মানপূর্ণ।
৯ পুরুষানুক্রমে প্রাপ্ত।
১৬ অনুমোদিত, গৃহীত।
১৭ প্রতিধ্বনি।
১৮ পরিবর্তন, বদল।
২০ শিহরন, স্পন্দন।
২১ আনন্দ, হর্ষ, মজা।
২৩ অসংযোগ, বিচ্যুতি।
২৫ শ্রীকৃষ্ণ।
২৭ যন্ত্রপাতি।
২৯ নজরে এসেছে বা
আছে এমন।
৩১ কতর্ব্য পালনের দায়িত্ব
আছে এমন।
৩২ আত্মাভিমানী।
৩৩ সৌভাগ্য, প্রাচুর্য।
৩৪ জাহাজ নৌকা প্রভৃতি
জলযানের
চলাচলের উপযোগী পথরূপ নদী। |