মাইকের তাণ্ডব বন্ধে
নামতে হল খোদ মন্ত্রীকে |
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: যে অনুষ্ঠানে তিনি নিজে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তারই আয়োজকদের বিরুদ্ধে শব্দবিধি ভাঙার অভিযোগে পুলিশকে মামলা করার নির্দেশ দিলেন খোদ রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। যাঁদের বিরুদ্ধে অভিযোগ, ঘটনাচক্রে সেই আয়োজকেরা তাঁরই দলের সমর্থক বলে পুলিশ ও স্থানীয় সূত্রের খবর। |
|
রাজীবাক্ষ রক্ষিত, গুয়াহাটি: চিরাচরিত পদ্ধতির বদলে মাছ মারতে জলে ছড়ানো হচ্ছে বিষাক্ত কীটনাশক। পেঁচা ও বুনো হাঁস মারতে টোপ হিসাবে ব্যবহার করা হচ্ছে বিষ-ফড়িং। আসলে ইঞ্জেকশন দিয়ে ফড়িংয়ের শরীরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে বিষ। সেই ফড়িং খেয়ে মারা পড়ছে ভাসমান তৃণভূমিতে বিচরণশীল বুনো হাঁস ও পেঁচা। |
কীটনাশক দিয়ে মারা
হচ্ছে মাছ, বিপন্ন লোকটাক |
|
মিলেমিশে কাজ করবেন
অতনু-সুলতান, দাবি মন্ত্রীর |
নিজস্ব সংবাদদাতা, কোচবিহার: ‘বিতর্ক ভুলে’ রাজ্যের প্রধান মুখ্য বনপাল এম এ সুলতান এবং পিসিসিএফ (জেনারেল) অতনু রাহাকে ‘মিলেমিশে’ কাজ করার পরামর্শ দিয়েছেন রাজ্যের বনমন্ত্রী হিতেন বর্মন। শনিবার কোচবিহারে বনমন্ত্রী বলেন, “হেড অফ দ্য ফরেস্ট সুলতান সমস্ত কাজ তদারকি করবেন। পিসিসিএফ (জেনারেল) অতনুবাবু নির্দেশ জারি, ফাইল দেখার মতো কাজকর্ম করবেন। তাঁদের মিলেমিশে কাজ করতে বলা হয়েছে।” |
|
কেশপুরে হাতির হানায় মৃত ২ |
|
বঙ্গ বিদ্যালয়ের মাঠে আবর্জনা, বন্ধ খেলা |
|
টুকরো খবর |
চিত্র সংবাদ |
|
|