ধর্মঘটের দিন কাজ করার অভিযোগে পুরুলিয়া আদালতের এক সহকারী সরকারি আইনজীবীর সদস্যপদ খারিজ করল পুরুলিয়া বার অ্যাসোসিয়েশন। পুরুলিয়া বার অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফুল্ল মাহাতো বলেন, “পার্থসারথি রায় নামের ওই আইনজীবী ২৮ ফেব্রুয়ারি ধর্মঘটের দিন আদালতে কাজ করেন। শনিবার দুই আইনজীবী মারা যাওয়ার দিনেও তিনি আদালতে গিয়েছিলেন। অথচ ওই দু’টি দিন অন্য আইনজীবীরা বার অ্যাসোসিয়েশনের নির্দেশে কর্মবিরতি পালন করেছিলেন। পার্থবাবুর অ্যাসোসিয়েশনের নির্দেশ না মানায় তাঁর সদস্য পদ খারিজ করা হয়েছে।”
বার অ্যাসোসিয়েশন সূত্রে জানা গিয়েছে, যে কোনও সংগঠনের ডাকা ধর্মঘট বা বন্ধের দিন আইনজীবীরা কর্মবিরতি পালন করবে বলে এখানকার বার অ্যাসোসিয়েশন অনেক আগে সিদ্ধান্ত নিয়েছে। বন্ধের দিন যানবাহন চলাচল না করায় বিচারপ্রার্থীরা আদালতে আসতে সমস্যায় পড়েন বলেই ওইদিনে কর্মবিরতি করেন আইনজীবীরা।.এ ছাড়া কোনও আইনজীবীর মৃত্যু হলে ওই দিন তাঁরা কর্মবিরতি পালন করেন।.সরকারি আইনজীবি পঙ্কজ গোস্বামী বলেন, “পুরুলিয়া বার অ্যাসোসিয়েশনের ওই সিদ্ধান্তের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। বার অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত শীঘ্রই পার্থবাবুকেও জানিয়ে দেওয়া হবে।”.তবে পার্থবাবু দাবি করেছেন, সরকারি নির্দেশ মেনে আমি ২৮ ফেব্রুয়ারি ধর্মঘটের দিনে আদালতে গিয়েছিলাম। সহকারি সরকারি আইনজীবির প্যানেলভুক্ত হওয়ায় সরকারের নির্দেশ মানাও আমার কর্তব্য।” তার আরও দাবি, শনিবার বিচারক ও একটি মামলার সাক্ষীদের কর্মবিরতির কথা জানাতে আদালতে গিয়েছিলেন। কিন্তু কাজে যোগ দিতে যাননি। বার অ্যাসোসিয়েশন তাঁর বিরুদ্ধে এ নিয়ে মিথ্যা অভিযোগ তুলেছে। |