কয়েক মাস ধরে মানবাজারের ইন্দকুড়িতে ট্রাফিক পুলিশ নেই। ফলে যানজটে আটকে পড়ে সকলেই সমস্যায় পড়েছেন। মানবাজার চৌমাথা এলাকায় রাস্তা অত্যন্ত সংকীণর্র্ হওয়ায় যানজট নিত্যকার সমস্যা হয়ে দাড়িয়েছিল। শহরের যানজট কমানোর জন্য বছর দশেক আগে প্রশাসনর কয়েকটি সিদ্ধান্ত নেয়। বলা হয়েছিল, পুরুলিয়া, বাঁকুড়া ও বর্ধমানের বাস, লরিগুলি (মানবাজার হয়ে অন্যত্র যাবে) ইন্দকুড়ি থেকে বাইপাস পোদ্দারপাড়া হয়ে বাসস্ট্যান্ডে ঢুকবে। আবার যে সব গাড়ি মানবাজার থেকে পুরুলিয়া, বাঁকুড়া ও দুর্গাপুর যাবে, সেই সব গাড়ি বাসস্ট্যান্ড থেকে বের করে পোস্টঅফিস মোড়-দাসপাড়া হয়ে ইন্দকুড়ি যাবে। সে জন্য ইন্দকুড়ি মোড়ে ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছিল। বাসিন্দাদের অভিযোগ, গত কয়েক মাস ধরে ট্রাফিক না থাকায় অধিকাংশ যানবাহনের চালক আর প্রশাসনের ওই নিয়ম মানছে না। চালকেরা গাড়ি নিয়ে ইন্দকুড়ি থেকে সোজা বাজারে ঢুকে যাচ্ছে। ফলে চৌমাথায় ফের যানজট হচ্ছে। দুর্ভোগে পড়ছেন বাসিন্দারা। পুলিশ জানিয়েছে, পুলিশ কর্মী কম থাকার জন্য কিছুদিন এই সমস্যা হয়েছিল। ইন্দকুড়িতে যান নিয়ন্ত্রণের জন্য পুলিশ মোতায়েন করা হবে।
|
কুয়োর ভিতরে গলায় দড়ির ফাঁস দেওয়া এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। মৃতের নাম কৃষ্ণদাস চট্টরাজ (৩২)। বাড়ি রঘুনাথপুর শহরের আট নম্বর ওয়ার্ডের বেদিয়া পাড়ায়।.রবিবার সকালে তাঁর দেহ উদ্ধার করেছে পুলিশ। এ দিন সকালে বাড়ির পিছনের কুয়োতে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায়। এর পরে বাড়ির লোকজন পুলিশকে খবর দেন।.পুলিশ জানিয়েছে, কুয়োয় কপিকল লাগানোর লোহার রডে বাঁধা দড়ির ফাঁস তাঁর গলায় ছিল। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, শনিবার রাতে পারিবারিক বিবাদের জেরে ওই ব্যক্তি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। দেহটি পুরুলিয়া সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
|
ইন্দাস থেকে রবিবার ভোরে আরও দুই তৃণমূল সমর্থককে ধরল পুলিশ। ধৃতেরা হলেন শান্তাশ্রম গ্রামের অনিল কালিন্দী ও আমরুল গ্রামের চঞ্চল মাঝি। গত রবিবার শান্তাশ্রমে গুরুপদ মেটের মিছিলে হামলার অভিযোগে চঞ্চল মাঝিকে এবং কলাগ্রামে রবিউল হোসেন গোষ্ঠীর লোকজনকে মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁদের ধরা হয়।
|
আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেল খড়ের একটি পালুই। শনিবার সকালে খাতড়া থানার বোলারডি গ্রামের এক চাষির খামারে ঘটনাটি ঘটে। প্রথমে স্থানীয় বাসিন্দারা, পরে খাতড়া থানার পুলিশ ও বাঁকুড়া থেকে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নেভায়। কী ভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছে পুলিশ।
|
মানবাজারের গোপালনগরে তিন দিন ধরে ক্রীড়া ও ফুটবল প্রতিযোগিতা হয়ে গেল। আয়োজক সংগঠন গোপালনগর শুভায়ন ক্লাবের পক্ষে বদনচন্দ্র মাহাতো জানান, ক্রীড়া ও যুব দফতরের আর্থিক সহায়তায় ২৮ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ অবধি জাগদাকোচা ফুটবল মাঠে খেলাগুলি হয়েছে। চূড়ান্ত খেলায় জবলা ফুটবল দলকে ১-০ গোলে হারিয়ে পাড়কিডি হরপার্বতি ক্লাব বিজয়ী হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মানবাজারের বিধায়ক সন্ধ্যারানি টুডু, ব্লক স্বাস্থ্য আধিকারিক সুরজিৎ সিং হাঁসদা প্রমুখ হাজির ছিলেন। |