|
|
|
নষ্ট মেয়ে। এক কথায়, নষ্টা। সমাজ যে মেয়েকে ধ্বংস করতে চায়, তার কপালে এই বিশেষণটি দাগিয়ে দেয়।
কী অর্থ এই এই প্রাণদণ্ডপ্রতিম শব্দের? ‘নষ্টা’র প্রতিশব্দের তালিকাটি দীর্ঘ। অর্থাৎ, নষ্ট মেয়েকে অনেক নামে
চিহ্নিত করা জরুরি। স্বাভাবিক, কারণ সমাজ নষ্ট মেয়েকে ভয় পায়। কেন ভয় পায়? উল্লিখিত তালিকাতেই তার
নির্ভুল উত্তর আছে। নষ্টা-র একটি প্রতিশব্দ ‘স্বৈরিণী’। অর্থাৎ, স্ব-ইচ্ছা-চারিণী। সর্বনাশ! নারী যদি স্ব-ইচ্ছা
অনুসারে চারণ করে, পিতৃপুরুষের শাস্ত্রে-বাঁধিয়ে-দেওয়া সমাজ তো তবে আলোর চেয়েও দ্রুত গতিতে
রসাতলে যাবে। সুতরাং, নিন্দায়, ধিক্কারে, নির্বাসনে, ফতোয়ায়, অথবা প্রস্তরখণ্ডে বিনাশ করো ওই
স্বৈরিণীদের।
তবু যাঁরা নতজানু হন না? তেমনই ক’জন স্ব-ইচ্ছা-চারিণীর কথা। অদূরে নারী দিবস। |
|
|
|
|
|
|
|
|
|
|