এ বার অন্তত টিমকে বাঁচাতে মুখ খুলুক সচিন |
|
অশোক মলহোত্র: মেলবোর্নের ম্যাচটা দেখে অনেকেই নিশ্চয়ই মুষড়ে পড়েছেন। শ্রীলঙ্কা শুক্রবার জিতে যাওয়ায় অনেকেরই নিশ্চয়ই মনে হচ্ছে, বিরাট কোহলির ও রকম দুর্ধর্ষ সেঞ্চুরিটা জলে গেল। কিন্তু আমার আফশোস তো নয়ই, মন খারাপও হচ্ছে না। পরিষ্কার বলে রাখি, ধোনির এই টিম ফাইনালে যাওয়ার যোগ্যই ছিল না। তাই ফাইনালের আগেই বিদায় বিশ্বচ্যাম্পিয়নদের, যেটা কি না হওয়ারই ছিল। বরং এ রকম ছন্নছাড়া একটা টিম ফাইনালে উঠলেই অন্যায় হত। |
|
গৌতমের বেনিফিট ম্যাচেও উঠে এল হার না মানা সেই লড়াই |
সব্যসাচী সরকার, কলকাতা: শ্যাম থাপা থেকে গৌতম...গৌতম থেকে ফের শ্যাম...শ্যাম থেকে সৌরভ, সামনে আগুয়ান মিঠুন। বাঙালির ভালবাসার দুই দাদা মোহনবাগান মাঠে বল পায়ে মুখোমুখি। বাঁ পায়ে ছোট্ট ইনসাইড ডজ সৌরভের আর তাতেই সামনে গোলমুখ খুলব খুলব অবস্থা। মাঠের ধারে হাততালির বন্যা আর আওয়াজ, “দাদা, গোল চাই....গোল!” গোল সৌরভ গঙ্গোপাধ্যায়ের পা থেকে আসেনি, কিন্তু জ্বর গায়ে মার্চের কড়া রোদে মাঠে ছিলেন টানা মিনিট দশেক। প্রথমে ঠিক করেছিলেন, মাঠে নেমে স্রেফ টসটা করবেন। |
|
|
ইস্টবেঙ্গল
বনাম ডগলাস |
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: ডগলাস দ্য সিলভা বনাম ইস্টবেঙ্গল! উনিশশো চুয়ান্নর পর ভবানীপুর ক্লাব আবার লাল-হলুদ জার্সির সামনে! আইএফএ শিল্ডের প্রথম ম্যাচে আজ, শনিবার এই দু’টিই ক্যাচ লাইন। সঙ্গে তাৎপর্যপূর্ণ সংযোজন, মাস দু’য়েক আগে আই লিগের সেই বড় ম্যাচের ব্যর্থতার নির্বাসন থেকে ফের মাঠে ফিরছেন সন্দীপ নন্দী। ধারেভারে ট্রেভর জেমস মর্গ্যানের টিমের সঙ্গে দেবজিৎ ঘোষের দলের পার্থক্য আকাশ-পাতাল। টোলগে-পেনরা রয়েছেন আই লিগ ও কলকাতা লিগের চ্যাম্পিয়নের দৌড়ে। |
|
শিল্ডে সেরা পাবেন
মান্নার নামে ট্রফি |
অধিনায়ক বাছাই
হল না ভারতের |
|
কলমডীকেই প্রেসিডেন্ট
রাখল আইওএ |
|
টুকরো খবর |
|
|