প্রি অলিম্পিক টুর্নামেন্টে দুর্ধর্ষ পারফরম্যান্সের পর নতুন ভূমিকায় দেখা যাবে সন্দীপ সিংহকে। বলিউডের সিনেমাটোগ্রাফার মনমোহন সিংহের পরিচালনায় একটি পঞ্জাবি ফিল্ম ‘আজ দে রাঞ্ঝে’-তে অতিথি অভিনেতা হিসেবে থাকবেন ভারতীয় হকি তারকা। “ফিল্মের নায়ক গুরপ্রীত আমার বন্ধু। ওর অনুরোধ আমি ফেলতে পারিনি,” বলে সন্দীপ যোগ করেছেন, “অভিজ্ঞতাটা আমি ভীষণ উপভোগ করেছি।” ফিল্মে আমাকে সন্দীপ সিংহ হিসেবেই একটা ছোট ভূমিকায় দেখা যাবে। সন্দীপ জানিয়েছেন, হকি তাঁর প্রথম প্রেম হলেও সময় পেলে তিনি অভিনয় করতে চান।
|
জয়বর্ধনেদের জয়ে ব্রিসবেনে যদি ভারতীয় শিবিরে আঁধার নেমে থাকে, তা হলে নতুন আশার আলো দেখা দিল বাংলা ক্রিকেটে। বিজয় হাজারে ট্রফির নকআউট পর্বে বাংলা আরও শক্তিশালী হচ্ছে। কারণ, দলে যোগ দিচ্ছেন অস্ট্রেলিয়া ফেরত মনোজ তিওয়ারি। যিনি মধ্যপ্রদেশের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল তো বটেই, টিম জিতলে সেমিফাইনালও খেলতে পারেন। শনিবার গভীর রাতে অস্ট্রেলিয়া থেকে শহরে ঢুকছেন মনোজ। বাংলা ৪ মার্চ দিল্লির জন্য রওনা হয়ে যাচ্ছে, কিন্তু মনোজ যাবেন এক দিন পর। টিমের ১৬তম সদস্য হিসেবে। সিএবি-র পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে, দিন্দার মতো মনোজকেও সেমিফাইনাল খেলিয়ে দেওয়ার। বোর্ড কর্তাদের সঙ্গে একপ্রস্থ কথাও হয়েছে এ নিয়ে। বাংলার কোয়ার্টার ফাইনাল ৬ মার্চ। সে দিন জিতলে দিন্দা-মনোজকে ফের শহরে ফিরিয়ে আনবে সিএবি। এশিয়া কাপের লাগেজ নিয়ে বাংলার দুই ক্রিকেটার আবার দিল্লি উড়ে যাবেন। সম্ভব হলে সেমিফাইনাল খেলে দিল্লি থেকে উড়ে যাবেন ঢাকা। সিএবি-র যুগ্ম-সচিব সুজন মুখোপাধ্যায় বলছিলেন, “এশিয়া কাপে ওরা শেষ পর্যন্ত কবে যাচ্ছে, বোর্ড এখনও জানায়নি। তবে মনোজ অন্তত কোয়ার্টার ফাইনালে খেলছেই।”
|
সদ্য আদালত থেকে জামিন পাওয়া আদেওলা হাসানকে নিয়েই আজ আই লিগের দ্বিতীয় ডিভিশনের মূল পর্বে খেলতে যাচ্ছে মহমেডান। প্রথম লেগের খেলাগুলি হবে শিলিগুড়িতে। দ্বিতীয় লেগের খেলা গ্যাংটকে। মহমেডান কোচ অলোক মুখোপাধ্যায়ের স্বস্তি, দলের সব ফুটবলারকে পাচ্ছেন।
ভাইচুং ভুটিয়ার ইউনাইটেড সিকিমই সবচেয়ে কঠিন প্রতিপক্ষ এই পর্বে, মনে করছেন অলোক। তাঁর কথায়, “টিম যা ফর্মে তাতে আই লিগের প্রথম ডিভিশনের যোগ্যতা পাওয়া উচিত। ভাইচুংদের সঙ্গে গ্যাংটকের ম্যাচটা খুব কঠিন। ১৭ এপ্রিলের ওই ম্যাচটাই আমাদের শেষ ম্যাচ। তবে টানা প্রায় দেড় মাসের এই সূচি ফুটবলারদের পক্ষে খুব কষ্টসাধ্য।”
|
অস্ট্রিয়ান জুটি জুলিয়ান নাওল ও অ্যালেকজান্ডেরিন পেয়া-কে স্ট্রেট সেটে হারিয়ে দুবাই ওপেনের ফাইনালে গেলেন মহেশ ভূপতি এবং রোহন বোপান্না। চতুর্থ বাছাই ভারতীয় জুটি শুক্রবারের সেমিফাইনালে জিতলেন ৭-৬ (২), ৭-৬ (৭)। কোয়ার্টার ফাইনালে এই নাওল-পেয়া জুটি ছিটকে দিয়েছিল প্রথম বাছাই মাইকেল লড্রা এবং নেনাদ জিমোনজিচ-কে। প্রসঙ্গত, লন্ডন অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা পেতে গেলে ভূপতি এবং বোপান্না-কে তাঁদের ডাবলস র্যাঙ্কিংয়ে উন্নতি করতে হবে। বর্তমানে বোপান্না এগারো এবং ভূপতি পনেরো নম্বরে রয়েছেন। এ দিকে, অ্যান্ডি মারে সিঙ্গলসে বিশ্বের এক নম্বর নোভাক জকোভিচকে হারিয়ে ফাইনালে গেলেন।
|
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি এবং ওয়ান ডে সিরিজের দলেও ব্রাত্য ক্রিস গেইল। ১৬ মার্চ থেকে শুরু সিরিজের ৩০ জনেও তিনি নেই । ২০১১ বিশ্বকাপের পর থেকে ওয়েস্ট ইন্ডিজ দলে খেলেননি গেইল। বোর্ডের সঙ্গে বহু দিন তাঁর মনোমালিন্য চলছে। ১৬ মার্চ সেন্ট ভিনসেন্টে প্রথম ম্যাচ।
|
ফুড কর্পোরেশন অব ইন্ডিয়া তাদের আন্তর্জাতিক প্রতিযোগিতায় যোগ দেওয়া ক্রীড়াবিদদের সংবর্ধনা দিচ্ছে। ৫ মার্চ অনুষ্ঠান হবে নয়ডায়। কর্ণম মালেশ্বরী, সাইনি উইলসনদের সঙ্গে সেখানে সংবর্ধনা দেওয়া হবে হবে অতনু ভট্টাচার্য, অলোক মুখোপাধ্যায়, বিকাশ পাঁজিদেরও। |