দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট এ এফ সি চ্যালেঞ্জ কাপে ভারতের দল নির্বাচন হল, অধিনায়ক ঘোষণা হল না। পরিস্থিতি যা, তাতে অধিনায়ক ছাড়াই কাঠমাণ্ডুতে খেলতে যেতে পারে ভারত। এমন পরিস্থিতি ইদানীং কালে ভারতীয় ফুটবলে হয়নি।
শনিবার কোচ স্যাভিও মিদেইরা ও ফুটবলাররা দুবাই থেকে ভোরে দিল্লি পৌঁছে রবিবার বিকেলেই চলে যাচ্ছেন কাঠমাণ্ডু। তার আগে যে ২৩ জনের দল ঘোষণা করল এ আই এফ এফ, তাতে কোনও অধিনায়কের উল্লেখ নেই। ভারতীয় কোচ অধিনায়কের নাম ঘোষণা করতে চাননি। এতে ফেডারেশনের অনেক কর্তাই অসন্তুষ্ট। মিদেইরা প্রস্তুতি ম্যাচে একেক দিন এক অধিনায়ক ঘোষণা করেছেন। কিন্তু এত বড় মাপের টুর্নামেন্টে নেতার নাম ঘোষণা না করায় কর্তারা বিব্রত।
এমনিতে অধিনায়কের দাবিদার তিন জন। গ্ল্যামার ধরলে সুনীল ছেত্রী। ধারাবাহিকতা ও পারফরম্যান্স ধরলে রহিম নবি। সিনিয়রিটি ধরা হলে সমীর নায়েক। এই তিন জনের মধ্যে কাকে অধিনায়ক বাছা হবে, তাতেই দ্বিধায় স্যাভিও। ফেডারেশন ঘোষিত দলের প্রেস রিলিজের সঙ্গে সুনীল ও নবির ছবি দেওয়ায় গুঞ্জন- তাঁরাই এগিয়ে। তবে কর্তারা এটাকে গুরুত্ব দিতে নারাজ।
প্রত্যাশিত ভাবেই চোটের জন্য জাতীয় দল থেকে বাদ পড়েছেন ক্লিফোর্ড মিরান্দা, বলজিৎ সিংহ ও অর্ণব মণ্ডল। দলে রয়েছেন ইস্টবেঙ্গলের নির্মল ছেত্রী, রাজু গায়কোয়াড় এবং ভাসুম। মোহনবাগান থেকে সুযোগ পেয়েছেন সুনীল ছেত্রী, রহিম নবি, আনোয়ার আলি, কিংশুক দেবনাথ এবং জুয়েল রাজা। বাকিদের মধ্যে ঘোষিত দলে আছেন (গোলকিপার) করণজিৎ সিংহ, শুভাশিস রায়চৌধুরি, অরিন্দম ভট্টাচার্য। (ডিফেন্ডার) সমীর নায়েক, গৌরমাঙ্গি সিংহ, গুরজিন্দর সিংহ (মিডফিল্ডার) আদিল খান, অ্যান্টনি পেরিরা, রোকাস লামারে, ফ্রান্সিস ফার্নান্ডেজ, লেনি রডরিগেজ, লালরিন্ডিকা লালতে (ফরোয়ার্ড) সুশীল সিংহ, সিএস সাবিথ এবং জোয়াকিম আব্রাঞ্চেস। |