ভারতীয় অলিম্পিক সংস্থা জানিয়ে দিল, এখনই আইওএ প্রেসিডেন্ট সুরেশ কলমডীর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হবে না। তাঁকে প্রেসিডেন্ট রেখেই দেওয়া হচ্ছে। ২০১০ কমনওয়েলথ গেমসে দুর্নীতির দায়ে অভিযুক্ত কলমডীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য আইওএ-কে চাপ দিচ্ছিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।
শুক্রবার আইওসি-র চিঠি নিয়ে আলোচনার জন্য বৈঠক করে আইওএ-র কার্যকরী বোর্ড। চিঠিতে কলমডীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার প্রস্তাব নিয়ে আলোচনা করলেও শেষমেশ কোনও সিদ্ধান্তে পৌঁছয়নি আইওএ। সংস্থার অন্তবর্তী প্রেসিডেন্ট বিজয় কুমার মলহোত্র জানিয়েছেন, আইওসি-র তরফ থেকে নতুন নির্দেশের অপেক্ষা করবেন তাঁরা। “কলমডী আমাকে দুটো চিঠি পাঠিয়েছিলেন। সে দুটো গৃহীত হয়েছে। উনি জানিয়েছেন, আইওএ প্রেসিডেন্ট হিসেবে কোনও অধিকার তিনি প্রয়োগ করবেন না,” বৈঠকের পর বলেছেন মলহোত্র। সঙ্গে যোগ করেছেন, “কমিটি সিদ্ধান্ত নিয়েছে, আইওএ-র অন্তবর্তী প্রেসিডেন্টই এখন মুখ্য কর্তা হিসেবে থাকবেন।”
প্রসঙ্গত কমনওয়েলথ গেমসে দুর্নীতির দায়ে অভিযুক্ত কলমডীর ন ’মাস জেল হয়। বর্তমানে তিনি জামিনে মুক্ত। |