|
জিনিস কিনলেই হাতে রং |
হিসেব মতো বসন্ত এসে যাওয়া উচিত। সে আসুক না আসুক, সামনে দোল। রঙে রঙে
ভরে উঠবে অস্তিত্ব। মুড কায়েম রেখে ব্যাগ দুলিয়ে বাজারে একটু ঢুঁ, হবে নাকি?
|
ইতালিয়ান লেদার ফ্যাশন ব্র্যান্ড ব্লু অ্যান্ড ব্লুজ এনেছে ফ্যাশনেবল হ্যান্ডব্যাগ সম্ভার লা স্পেকট্রাম। বাদামি, সাদা, কালো ছাড়াও গোলাপি, লেবু রং, তুঁতে নীল রঙেও পাওয়া যাবে। দাম শুরু ৯০০ টাকা থেকে। |
|
|
|
স্পিন্জ পারফিউমড ডিয়োডোর্যান্টস
ফ্রেশ বার্স্ট
নামে নতুন
দু’টি সুগন্ধি এনেছে।
একটি ফুল
ও অন্যটিতে ফলের
মিষ্টি
গন্ধ পাওয়া যাবে। |
ইউরোক্লিন স্টর্ম:
ইউরেকা ফোর্বসের নতুন ইকো-ফ্রেন্ডলি
হাই
প্রেশার ক্লিনিং সিস্টেম, যা জল বা বিদ্যুৎ অপচয়
করে না।
দেওয়াল, দরজা, গাড়ি, মোটর বাইক,
গার্ডেন ফার্নিচার ইত্যাদি
অনেক কিছুই এর সাহায্যে
পরিষ্কার করা যায়। দাম ১০,৪৯০ টাকা। |
|
|
|
ইনটেক্স টেকনোলজিস (ইন্ডিয়া) লিমিটেড এনেছে ডুয়াল
সিম থ্রিডি টাচ ফোন ইনটেক্স অবতার। দাম ৩,৬৯০ টাকা। |
|
|
ভোগ আইওয়্যার এনেছে লাভ ভোগ কালেকশন-এর সানগ্লাস। আশির দশক থেকে
অনুপ্রাণিত এই সানগ্লাসগুলি ছয়টি ভিন্ন রঙে পাওয়া যাবে। দাম ৫,৮০০ টাকা। |
|
|
|
হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড
এনেছে
অ্যাডভান্সড অ্যালার্ট সিস্টেম
সহ ‘পিউরিট মার্ভেলারো আর ও’ ওয়াটার
পিউরিফায়ার।
এর জার্ম কিল কিট নষ্ট
হয়ে
যাওয়ার
পনেরো দিন আগেই
জানতে পারবেন। |
|
|
মাইক্রোসফ্ট এনেছে এক্সপ্লোরার টাচ মাউজ।
এই মাউজ
উপভোক্তার হাতে দারুণ ফিট করে,
আর সব দিকেই
ভীষণ তাড়াতাড়ি স্ক্রোল করে।
ওয়্যারলেস কানেকশনের জন্য
৪.৫ মিটার দূর
থেকেও কাজ করে। দাম ২,৩৯৯ টাকা। |
|
|
|
|
স্যামসোনাইট ভারতে এনেছে এরিয়াল কালেকশনের
হার্ড
সাইড ব্যাগ। এই ব্যাগগুলিতে অনেক বেশি
জিনিস
ধরবে,
আর নতুন কার্ড লক সিস্টেমের
সৌজন্যে
আগের
থেকেও
বেশি নিরাপদ। পাওয়া যাবে
তিনটি
আয়তনে
ও
দুটি রঙে।
দাম শুরু
১১,৪৫০ টাকা থেকে। |
|
|
• ডেটল এনেছে কমলালেবুর সৌরভসমৃদ্ধ নতুন
জীবাণুনাশক সাবান রি-এনার্জাইজ সোপ।
• সোনির ব্রাভিয়া এলইডি টিভির রেঞ্জে এখন থেকে
১৬৫
সেন্টিমিটার
স্ক্রিন পাওয়া যাবে।
এটি
এখনও পর্যন্ত
এই সিরিজের
সব থেকে
বড় টিভি-পর্দা। মোনোলিথিক ডিজাইনের
এই টিভিতে
ইন্টারনেট
ও ফুল এইচ ডি থ্রি ডি-র সুবিধা পাওয়া
যাবে।
দাম ৩৫৯,০০০ টাকা।
সঙ্গে একটি স্কাইপ ক্যামেরা আর
দু’জোড়া থ্রিডি গ্লাসও পাওয়া যাবে। |
|
|
সোমানি সেরামিকস সম্প্রতি ডিজিটাল ওয়াল টাইলস-এর নতুন
রেঞ্জ এনেছে।
দাম শুরু প্রতি বর্গমিটার ৮৮৬ টাকা থেকে। |
|
|
শপিং মল, ডিপার্টমেন্টাল স্টোর বা পাড়ার দোকান। শহরে আনকোরা
প্রডাক্ট চোখে পড়লেই খবর দিন আমাদের। ছবিসহ।
ঠিকানা:
বাজারে নতুন কী, উৎসব,
সম্পাদকীয় বিভাগ,
আনন্দবাজার পত্রিকা,
৬ প্রফুল্ল সরকার স্ট্রিট,
কলকাতা- ৭০০০০১ |
|
|