জিনিস কিনলেই হাতে রং
ইতালিয়ান লেদার ফ্যাশন ব্র্যান্ড ব্লু অ্যান্ড ব্লুজ এনেছে ফ্যাশনেবল হ্যান্ডব্যাগ সম্ভার লা স্পেকট্রাম। বাদামি, সাদা, কালো ছাড়াও গোলাপি, লেবু রং, তুঁতে নীল রঙেও পাওয়া যাবে। দাম শুরু ৯০০ টাকা থেকে।

স্পিন্জ পারফিউমড ডিয়োডোর্যান্টস
ফ্রেশ বার্স্ট নামে নতুন
দু’টি সুগন্ধি এনেছে।
একটি ফুল ও অন্যটিতে ফলের
মিষ্টি গন্ধ পাওয়া যাবে।
ইউরোক্লিন স্টর্ম: ইউরেকা ফোর্বসের নতুন ইকো-ফ্রেন্ডলি
হাই প্রেশার ক্লিনিং সিস্টেম, যা জল বা বিদ্যুৎ অপচয়
করে না। দেওয়াল, দরজা, গাড়ি, মোটর বাইক,
গার্ডেন ফার্নিচার ইত্যাদি অনেক কিছুই এর সাহায্যে
পরিষ্কার করা যায়। দাম ১০,৪৯০ টাকা।




ভোগ আইওয়্যার এনেছে লাভ ভোগ কালেকশন-এর সানগ্লাস। আশির দশক থেকে
অনুপ্রাণিত এই সানগ্লাসগুলি ছয়টি ভিন্ন রঙে পাওয়া যাবে। দাম ৫,৮০০ টাকা।

হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড এনেছে
অ্যাডভান্সড অ্যালার্ট সিস্টেম সহ
‘পিউরিট মার্ভেলারো আর ও’ ওয়াটার পিউরিফায়ার।
এর জার্ম কিল কিট নষ্ট হয়ে যাওয়ার
পনেরো দিন আগেই জানতে পারবেন।
 
মাইক্রোসফ্ট এনেছে এক্সপ্লোরার টাচ মাউজ।
এই মাউজ উপভোক্তার হাতে দারুণ ফিট করে,
আর সব দিকেই ভীষণ তাড়াতাড়ি স্ক্রোল করে।
ওয়্যারলেস কানেকশনের জন্য ৪.৫ মিটার দূর
থেকেও কাজ করে। দাম ২,৩৯৯ টাকা।
 
স্যামসোনাইট ভারতে এনেছে এরিয়াল কালেকশনের
হার্ড সাইড ব্যাগ। এই ব্যাগগুলিতে অনেক বেশি জিনিস ধরবে,
আর নতুন কার্ড লক সিস্টেমের সৌজন্যে আগের থেকেও
বেশি নিরাপদ। পাওয়া যাবে তিনটি আয়তনে ও দুটি রঙে।
দাম শুরু ১১,৪৫০ টাকা থেকে।

 

সোমানি সেরামিকস সম্প্রতি ডিজিটাল ওয়াল টাইলস-এর নতুন
রেঞ্জ এনেছে। দাম শুরু প্রতি বর্গমিটার ৮৮৬ টাকা থেকে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.