l
Sicily Villas & Apartments
l
Registrar nombre del dominio
l
Domain Registration
হোর্ডিং বন্ধে ১৬ই সর্বদল মুখ্যমন্ত্রীর
অনিন্দ্য জানা • কলকাতা
আচমকা বন্ধ-অবরোধ বন্ধে ইতিমধ্যেই ‘সক্রিয়’ তিনি এবং তাঁর দল। এ বার কলকাতাকে রাজনৈতিক হোর্ডিং-মুক্ত করতে এবং শহরের কেন্দ্রস্থলে রাস্তা আটকে মিটিং-মিছিল বন্ধেও উদ্যোগী হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখনও পর্যন্ত ঠিক আছে, আগামী ১৬ তারিখ, শুক্রবার ওই বিষয়ে সমস্ত রাজনৈতিক দলের মতামত নিতে মহাকরণে সর্বদল বৈঠক হবে। এর জন্য ইতিমধ্যেই প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক দলগুলিকে বৈঠকে আমন্ত্রণ জানিয়ে চিঠি দেওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছে মুখ্যমন্ত্রীর সচিবালয়। প্রসঙ্গত, বন্ধ-অবরোধ বন্ধেও মুখ্যমন্ত্রী সর্বদল বৈঠক ডাকার কথা জানিয়েছেন রাজ্য বিধানসভার সদ্যসমাপ্ত অধিবেশনে। বস্তুত, বিধানসভায় সমস্ত রাজনৈতিক দলের কাছে ‘হাতজোড়’ করে বন্ধ এবং অবরোধের রাস্তা থেকে সরে আসার অনুরোধ করেছিলেন মমতা। তবে তাঁর ওই উদ্যোগ নিয়ে ইতিমধ্যেই ‘বিরূপ’ মনোভাব প্রকাশ করতে শুরু করেছে প্রধান বিরোধীদল সিপিএম। ইতিমধ্যেই সিপিএমের রাজ্য সম্পাদক বিমান বসু বলেছেন, “বন্ধ বা ধর্মঘট বন্ধ করার পরিকল্পনা এক অলীক কল্পনা!”
বিস্তারিত...
মিছিলে নয় ছাত্ররা, আইন চায় সরকার
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
স্কুলের ছাত্রছাত্রীদের রাজনৈতিক মিছিলে নিয়ে যাওয়া বন্ধ করতে আইন প্রণয়ন করতে চাইছে রাজ্য সরকার। বেহালার স্কুলের ঘটনার নিরিখেই রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিতে চলেছে বলে শিক্ষা দফতর সূত্রের খবর। শুক্রবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, বেহালার ঘটনা নিয়ে রাজ্য সরকার কড়া অবস্থান নিচ্ছে। ঠিক হয়েছে, পুলিশি তদন্তের পাশাপাশি শিক্ষা দফতরও বিষয়টি নিয়ে তদন্ত করবে। বৃহস্পতিবার রাতেই বেহালা থানায় এক অভিভাবক অপহরণের মামলা দায়ের করেছেন। তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। আলাদা তদন্ত করছে শিক্ষা দফতরও। বেহালার ঘটনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্টও। রাজ্য সরকারের কাছে এ নিয়ে রিপোর্ট তলব করেছে তারা। শুক্রবার প্রধান বিচারপতি জে এন পটেল এবং বিচারপতি অসীম রায়ের ডিভিশন বেঞ্চ আগামী শুক্রবার রাজ্যের স্কুলশিক্ষা দফতরের সচিবকে হলফনামা দিয়ে ওই ঘটনার বিশদ বিবরণ জানাতে বলেছে।
বিস্তারিত...
১১ সেপ্টেম্বর, ২০০১। পরপর দু’টি বিমানের ধাক্কায় ভেঙে
পড়ল টুইন টাওয়ার। ওই দিন আপনি বা আপনার কোনও
পরিচিত, বন্ধুবান্ধব ছিলেন টুইন টাওয়ারে? কেউ হারিয়েছিলেন
প্রিয় জনকে? ই-মেল, ফোন নম্বর দিয়ে জানান আমাদের।
ই-মেল: ishani.roy@abp.in
কলেজ-কর্তার গুলিবিদ্ধ দেহ
নিজের গাড়িতে, খুন চালকও
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
বৃহস্পতিবার রাত তখন একটা। নিঝুম রাস্তায় ঘুটঘুটে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে একটা গাড়ি। চার দিকের সব ক’টা ‘ইন্ডিকেটর ল্যাম্প’ জ্বলছে-নিভছে। অনেক দূর থেকেও নজরে আসে।অনেকক্ষণ একই ভাবে গাড়িটা দাঁড়িয়ে কেন? টহলরত পুলিশকর্মীরা সন্দিগ্ধ হয়ে এগিয়ে গিয়েছিলেন ব্যাপারটা দেখতে। দেখে চমকে ওঠেন তাঁরা। গাড়ির ভিতর চাপ চাপ রক্তের মধ্যে পড়ে রয়েছে দু’-দু’টো মৃতদেহ!ঘটনাস্থলটি বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের উত্তর বাদরা বাসস্ট্যান্ডের কাছে। পুলিশ জানিয়েছে, নিহতেরা হলেন সুপ্তেন্দু দত্ত (৪৭) ও তাঁর গাড়ির চালক সুশান্ত ঘোষাল (২৭)। দু’জনকেই গুলি করে খুন করা হয়েছে। চুঁচুড়ার খাগড়াজোল নারকেলবাগানের বাসিন্দা সুপ্তেন্দুবাবু একটি বেসরকারি ম্যানেজমেন্ট ও তথ্য-প্রযুক্তি কলেজের ম্যানেজিং ডিরেক্টর। সল্টলেক ও শিলিগুড়িতে কলেজটির শাখা আছে। চুঁচুড়ায় আর একটা শাখা তৈরি হচ্ছে।
বিস্তারিত...
বিস্ফোরণ কাণ্ডে জট বাড়াল আরও ই-মেল
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি
প্রথমে হুজি-র দাবি। এক দিনের মধ্যে ইন্ডিয়ান মুজাহিদিনের (আইএম) পাল্টা দাবি। পর দিন আবার আইএম। আর এক দফা হুমকি। দিল্লি হাইকোর্টে বিস্ফোরণের পর থেকে একের পর এক (মোট চারটি) ই-মেলের গোলকধাঁধায় এখন নাস্তানাবুদ গোয়েন্দারা। একই সঙ্গে বাড়ছে রহস্য এবং আতঙ্কও। কোনটাকে গুরুত্ব দেওয়া হবে, কোনটাকে নয়, এই প্রশ্নে না গিয়ে এখন তাই সব দিকই খোলা রাখতে চাইছেন তাঁরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমও সে কথাই বলেছেন। জানিয়েছেন, কাউকে বাদ দেওয়া হচ্ছে না। সব জঙ্গি সংগঠনই সন্দেহের তালিকায় রয়েছে। এ দিন দু’টি ই-মেল এসেছে দিল্লি পুলিশের কাছে। যেগুলিতে সাংকেতিক ভাষায় হুমকি দিয়ে বলা হয়েছে, এর পরের নিশানা আমদাবাদ। সেখানে খুব শীঘ্রই হামলা চালাবে ইন্ডিয়ান মুজাহিদিন। সংকেতটি সহজেই উদ্ধার করেছেন গোয়েন্দারা।
বিস্তারিত...
ঢুকেছে ৩ জঙ্গি, হানার আশঙ্কায় সতর্ক আমেরিকা
সংবাদসংস্থা • নিউ ইয়র্ক
সংবাদসংস্থা • ওয়াশিংটন
৯/১১-র দশ বছর পূর্তির মাথায় ফের সন্ত্রাসের কালো ছায়া। নিউ ইয়র্ক বা ওয়াশিংটনে গাড়িবোমা বিস্ফোরণের ছক কষেছে জঙ্গিরা। ‘অসমর্থিত’ সূত্রে খবরটি এসে থাকলেও একে ‘বিশ্বাসযোগ্য’ বলেই দাবি করছে আমেরিকার অভ্যন্তরীণ নিরাপত্তা দফতর। দফতরের মুখপাত্র ম্যাট স্যান্ডলার বলছেন, “বিশেষ বিশেষ দিনে আমরা বাড়তি সতর্কতা নিয়ে থাকি। এই সপ্তাহের শেষে নাগরিকদেরও একটু বেশি সতর্ক থাকতে অনুরোধ করছি।” নিউ ইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গের বক্তব্য, “হামলা চালানোর জন্য এই সময়টাকে বেছে নিতেই পারে জঙ্গিরা। এই জন্যই খবরটিকে আমরা বাড়তি গুরুত্ব দিচ্ছি।” কড়া নিরাপত্তার ঘেরাটোপে নিউ ইয়র্ক ও ওয়াশিংটন। প্রেসিডেন্ট বারাক ওবামা অবশ্য গোটা দেশেই নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন। শহরের বিভিন্ন সেতু, ভূগর্ভস্থ পথ নজরবন্দি। রাস্তায় অস্থায়ী চেকপোস্ট তৈরি করে তল্লাশি চালানো হচ্ছে।
বিস্তারিত...
স্বাস্থ্যে সাংসদ ও বিধায়ক
তহবিলের টাকা চান মমতা
কাজী গোলাম গউস সিদ্দিকী • কলকাতা
রাজ্যের ভাঁড়ার শূন্য। এই অবস্থায় স্বাস্থ্য পরিকাঠামোর হাল ফেরানোর জন্য তৃণমূলের বিধায়ক ও সাংসদদের উন্নয়ন তহবিলের একটা অংশ দিতে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেতা তথা কেন্দ্রীয় সরকারের জাহাজ প্রতিমন্ত্রী মুকুল রায় বলেন, “আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে দলের প্রত্যেক বিধায়ককে বছরে হাসপাতালের উন্নয়নের জন্য ১০ লক্ষ টাকা দিতে হবে। আর প্রত্যেক সাংসদকে দিতে হবে এক কোটি টাকা।” মুকুলবাবু জানান, ওই টাকা দিয়ে বিধায়ক ও সাংসদদের সংশ্লিষ্ট এলাকারই বিভিন্ন হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন করা হবে। ক্ষমতায় আসার পরেই রাজ্যের বেহাল স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরানোর উপরে বিশেষ গুরুত্ব দেন মমতা। মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার প্রথম পক্ষ কালের মধ্যেই তিনি মহাকরণ যাওয়ার পথে পরিদর্শনের জন্য একাধিক হাসপাতালে হঠাৎ হানা দেন। হাসপাতালগুলির সমস্যা জানার চেষ্টা করেন।
বিস্তারিত...
এক নজরে...
• ওঝার কাছে না যাওয়ার অনুরোধ মৃতের ছেলের
•
ভর্তুকি দিয়ে পাইপলাইনের গ্যাস সরবরাহ করবে রাজ্য
•
নয়া ভাবনায় ‘নীল’ মাথা তুলে দাঁড়াতে পারে শহিদ মিনার
দ্বিতীয় সংস্করণ
কলকাতা
মহাকরণে দমকল কেন্দ্র,
বসছে নজরদার টিভি-ও
পরিকল্পনাই ত্রুটিপূর্ণ,
বসছে না চলন্ত সিঁড়ি
রাজ্য
স্কুলপড়ুয়াদের রাজনীতিতে
টানতে তবু অনড় বামেরা
নিখোঁজদের তালিকা দিয়ে
সিপিএমের পাল্টা কৌশল
দেশ
চাপ কাটাতে পাল্টা
আক্রমণ চিদম্বরমের
কর্তৃত্ব প্রমাণের লড়াইয়ে
ঝুঁকিই নিলেন আডবাণী
বিদেশ
নড়লেই মরবে, বলেছিল
জঙ্গি নেতা আটা
চুক্তি হবেই, আশা ছাড়তে নারাজ ও দেশে তিস্তা
প্রকল্পের ‘রূপকার’
ব্যবসা
সেনসেক্স পড়ল
২৯৯ পয়েন্ট
খেলা
আইপিএল এক বছর বন্ধ রাখার প্রস্তাব শাহরুখের
ভাইচুংকে চিন্তায়
রেখে দল জিতল
স্বাস্থ্য
ল্যাব রিপোর্টে দেরি,
অগত্যা নিম্নমানের ওষুধ
স্বাস্থ্যে সাংসদ ও বিধায়ক
তহবিলের টাকা চান মমতা
জীবজগত্
মুবারকের গ্যারাজে দিব্যি
আছে গোখরো, কেউটে
সম্পাদকীয়
রাজনীতির রাহু
ত্রিভাষা
কলকাতা
৩১.২/২৬.৭
আজকের দিনে
•
১৯৬০:
ব্রিটিশ অভিনেতা
কলিন ফার্থের জন্ম।
•
২০০৮:
সার্নে কাজ শুরু করল
লার্জ হ্যাড্রন কোলাইডার।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
এই সপ্তাহে হাওড়া প্রকাশিত হল না।
বনেদি বাড়ির পুজোর আচার-বিধি-ভোগ বিশেষত্ব নিয়ে,
কলকাতা-সহ সারা বাংলা খুঁজে হাওয়াবদলের সংকলন
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.