৯/১১-র দশ বছর পূর্তির মাথায় ফের সন্ত্রাসের কালো ছায়া।
নিউ ইয়র্ক বা ওয়াশিংটনে গাড়িবোমা বিস্ফোরণের ছক কষেছে জঙ্গিরা। ‘অসমর্থিত’ সূত্রে খবরটি এসে থাকলেও একে ‘বিশ্বাসযোগ্য’ বলেই দাবি করছে আমেরিকার অভ্যন্তরীণ নিরাপত্তা দফতর। দফতরের মুখপাত্র ম্যাট স্যান্ডলার বলছেন, “বিশেষ বিশেষ দিনে আমরা বাড়তি সতর্কতা নিয়ে থাকি। এই সপ্তাহের শেষে নাগরিকদেরও একটু বেশি সতর্ক থাকতে অনুরোধ করছি।” নিউ ইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গের বক্তব্য, “হামলা চালানোর জন্য এই সময়টাকে বেছে নিতেই পারে জঙ্গিরা। এই জন্যই খবরটিকে আমরা বাড়তি গুরুত্ব দিচ্ছি।”
কড়া নিরাপত্তার ঘেরাটোপে নিউ ইয়র্ক ও ওয়াশিংটন। প্রেসিডেন্ট বারাক ওবামা অবশ্য গোটা দেশেই নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন। শহরের বিভিন্ন সেতু, ভূগর্ভস্থ পথ নজরবন্দি। রাস্তায় অস্থায়ী চেকপোস্ট তৈরি করে তল্লাশি চালানো হচ্ছে। ওবামা বলেছেন, “৯/১১-র চক্রীরা আমাদের ত্রস্ত করে রাখতে চেয়েছিল। কিন্তু আমাদের ক্ষমতা সম্পর্কে ওরা সচেতন নয়। আমরা এখন অনেক বেশি সুরক্ষিত।” |
বুধবারই মার্কিন গোয়েন্দা দফতর জানতে পারে, হামলা চালাতে ৩ জঙ্গি মাসখানেক আগে আমেরিকায় ঢুকেছে। আফগানিস্তান থেকে অন্য একটি দেশ হয়ে আমেরিকায় পৌঁছেছে তারা। বিশদ কিছু জানা না গেলেও প্রাথমিক ভাবে গোয়েন্দাদের সন্দেহ, এদের মধ্যে এক জন মার্কিন নাগরিকও রয়েছে। গোয়েন্দাদের সন্দেহ বাড়িয়েছে আরও একটি ঘটনা। মিসৌরির কানসাস শহরে গত কাল থেকে ২টি পণ্যবাহী ট্রাকের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। গাড়িবোমা বিস্ফোরণ হতে পারে বলে যে খবর মার্কিন গোয়েন্দা দফতর পেয়েছে, তার সঙ্গে এই দু’টি ট্রাকের হদিস না মেলার কোনও যোগ আছে কি না, সে সম্পর্কে গোয়েন্দারা নিশ্চিত নন। ট্রাক দু’টির খোঁজে দেশ জুড়ে তল্লাশিও শুরু হয়েছে। তবে মার্কিন এক অফিসার বলেন, “গোয়েন্দাদের কাছেও সম্ভাব্য এই হামলার ছক সম্পর্কে সম্পূর্ণ তথ্য নেই। বিভিন্ন সূত্র থেকে যে তথ্য পাওয়া যাচ্ছে, তার মধ্যে যোগসূত্র খুঁজে বার করার চেষ্টা করা হচ্ছে।”
এফবিআই-এর উপঅধিকর্তা জ্যানিস ফেডেরিক জানান, অ্যাবটাবাদে ওসামা বিন লাদেনের ডেরা থেকে যে তথ্য মিলেছিল, তার থেকে দেখা গিয়েছে, হামলা চালানোর জন্য ৯/১১-র মতো বিশেষ দিনই বেছে নিতে পছন্দ করে আল কায়দা। আমেরিকায় এই সময়ে হামলা চালাতে বিন লাদেনও সক্রিয় ছিলেন বলে গোয়েন্দা সূত্রে খবর। ফেডেরিক অবশ্য মনে করছেন, আগামী দু’তিন দিনেই এই নাশকতার সম্ভাব্য ছকের ব্যাপারে আরও জানা যাবে। |