আজ ফেডেরার-জকোভিচ মহাম্যাচ |
সংবাদসংস্থা, নিউ ইয়র্ক: এক দিকে জকোভিচ-ফেডেরার স্বপ্নের সেমিফাইনাল লাইন আপ চূড়ান্ত হয়ে যাওয়া। অন্য দিকে, সেরেনা উইলিয়ামসের স্বপ্নের উড়ান-যাত্রা অব্যাহত। এক দিকে বিশ্বের তাবড় টেনিস তারকাদের অভিশপ্ত ৯/১১-র দশম বার্ষিকীর স্মৃতিচারণ। অন্য দিকে অঝোর বৃষ্টির জেরে ৯/১১ ছাড়িয়ে এ বারের যুক্তরাষ্ট্র ওপেন নির্ঘন্টের অগ্রগমন। এ সবের মধ্যেই ভারতীয় টেনিসের জন্য খারাপ খবর, পিঠের পেশিতে টান ধরায় লিয়েন্ডার পেজ শুধু ফ্লাশিং মেডোর মিক্সড ডাবলস সেমিফাইনাল-ই ওয়াকওভার দিলেন না, পরের সপ্তাহে টোকিওয়ে জাপানের বিরুদ্ধে মহাগুরুত্বপূর্ণ ডেভিস কাপ ওয়ার্ল্ড গ্রুপ প্লে-অফ ম্যাচেও খুব সম্ভবত তিনি নেই। |
|
আচমকা বৃষ্টিও বাঁচাতে পারল না ধোনিদের |
|
অশোক মলহোত্র: ম্যাচটায় শেষ পর্যন্ত ইংল্যান্ড জিতলেও, খুব জরুরি তথ্য হল, শেষ পাঁচ ওভারে ভারত তুলেছিল ৬০ রান। কারণ জাডেজা আর অশ্বিন। তবু বলব, ২৩৪ ভদ্রস্থ স্কোর হতে পারে, ম্যাচ জেতার পক্ষে যথেষ্ট ছিল না। কারণ উইকেট ব্যাটিংয়ের পক্ষে খুব ভাল, বল তেমন সুইংও করছে না। তার উপর ভারতের বোলিং একেবারেই পাতে দেওয়ার মতো নয়। দ্বিতীয় পাওয়ার প্লে শেষ হওয়ার সময় শুধু কুককে হারিয়ে ইংল্যান্ড ছিল ১৫ ওভারে ৭৯-১। |
|
আইপিএল এক বছর বন্ধ রাখার প্রস্তাব শাহরুখের |
সংবাদসংস্থা, মুম্বই: ইংল্যান্ডে ধোনির ভারতীয় ড্রেসিংরুম হাসপাতাল হয়ে যাওয়ায় যখন বারবার অভিযোগের তির উঠছে আইপিএলের দিকে, তখন এক বছর আইপিএল বন্ধ রাখার অভিনব প্রস্তাব দিলেন টুর্নামেন্টেরই এক ফ্র্যাঞ্চাইজি মালিক স্বয়ং। তিনিকলকাতা নাইট রাইডার্স মালিক শাহরুখ খান জানিয়ে দিলেন, আইপিএল-ই যদি আসল খলনায়ক হয়ে থাকে, তা হলে এক বছরের জন্য বন্ধ রাখা হোক এই টুর্নামেন্ট। |
|
|
|
ভাইচুংকে চিন্তায়
রেখে দল জিতল |
|
দু’গোলে পিছিয়ে পড়েও ড্র করল ভারত |
|
অতীত ভুলে
পুলিশের
ফুটবলে রঞ্জিত |
|
|
টিন্টু, সুস্মিতাদের ছাড়াই জাতীয় মিট |
|
টুকরো খবর |
|
|