ইংল্যান্ডে ধোনির ভারতীয় ড্রেসিংরুম হাসপাতাল হয়ে যাওয়ায় যখন বারবার অভিযোগের তির উঠছে আইপিএলের দিকে, তখন এক বছর আইপিএল বন্ধ রাখার অভিনব প্রস্তাব দিলেন টুর্নামেন্টেরই এক ফ্র্যাঞ্চাইজি মালিক স্বয়ং। তিনিকলকাতা নাইট রাইডার্স মালিক শাহরুখ খান জানিয়ে দিলেন, আইপিএল-ই যদি আসল খলনায়ক হয়ে থাকে, তা হলে এক বছরের জন্য বন্ধ রাখা হোক এই টুর্নামেন্ট। “একটা বছর আইপিএল খেলা বন্ধ রেখে দেখা যাক কী হয়। তবে আমার মনে হয় না এতে কোনও পার্থক্য হবে বলে। আমাদের সবাইকে আরও ধৈর্য ধরতে হবে,” এ দিন এক সাংবাদিক সম্মেলনে বলেছেন কিং খান। এখানেই শেষ নয়, আইপিএল-নিন্দুকদের একহাত নিয়ে শাহরুখ আরও যোগ করেছেন, “শুধুমাত্র ক্রিকেটে হারলেই এ রকম সমালোচনা শুরু হয়। অন্য কোনও খেলায় নয়। আজই যে হকিতে পাকিস্তানের সঙ্গে ২-২ ড্র করেছে ভারত, সেটা নিয়ে কেউ আলোচনা করছে?” |
মুম্বইয়ে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফির উদ্বোধন শাহরুখের হাতে। ছবি: পিটিআই |
পাশাপাশি দেশ বনাম ক্লাব বিতর্ক নিয়েও মুখ খুলেছেন কেকেআর মালিক। বলেছেন, “আইপিএলের প্রত্যেকটা দলের মালিকই ভারতীয় ক্রিকেটারদের সাফল্যে খুশি হয়। বিশ্বকাপে যে সচিন, ধোনিরা ভাল খেলেছে এটা তো আমাদের কাছে ভীষণ গর্বের একটা ব্যাপার। ভারতীয় দল ভাল খেললে আমরা সবাই গর্বিত হই।”
চোট পাওয়া কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীর চ্যাম্পিয়ন্স লিগে খেলবেন কি না, সেটাও তাঁর উপরই ছেড়ে দিচ্ছেন টিম মালিক। “খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার যে, গম্ভীর সুস্থ নেই। ওকে আমরা এই টুর্নামেন্টে খেলার জন্য জোর করব না। ও চ্যাম্পিয়ন্স লিগ খেলার মতো ফিট কি না, সেই সিদ্ধান্তটা পুরোপুরি গম্ভীরের এবং ওর ফিটনেস স্টাফের,” এ দিন বলেছেন শাহরুখ। সঙ্গে যোগ করেছেন, “কোনও কিছু খেলতে গেলে চোট লাগতেই পারে। এই নিয়ে সেরা সিদ্ধান্ত অবশ্যই সেই খেলোয়াড়কে নিতে হবে। মাঝে মধ্যে যদিও খেলোয়াড়রা বুঝে উঠতে পারে না তাদের চোট ঠিক কতটা গুরুতর।”
নাসের হুসেনের ভারতীয় ফিল্ডারদের ‘গাধা’ বলা প্রসঙ্গেও শাহরুখ মুখ খুলেছেন এ দিন। বলেছেন, “ইংরেজির কয়েকটা প্রবচনের মানে একটু অন্য রকম। সেগুলোকে আক্ষরিক অর্থে নেওয়া ঠিক হবে না। ভারতীয় দল বিশ্বের অন্যতম সেরা দল। কেউ বলল বলেই কি আমরা বাঘ থেকে গাধা হয়ে গেলাম?” |