এক দিকে জকোভিচ-ফেডেরার স্বপ্নের সেমিফাইনাল লাইন আপ চূড়ান্ত হয়ে যাওয়া। অন্য দিকে, সেরেনা উইলিয়ামসের স্বপ্নের উড়ান-যাত্রা অব্যাহত।
এক দিকে বিশ্বের তাবড় টেনিস তারকাদের অভিশপ্ত ৯/১১-র দশম বার্ষিকীর স্মৃতিচারণ। অন্য দিকে অঝোর বৃষ্টির জেরে ৯/১১ ছাড়িয়ে এ বারের যুক্তরাষ্ট্র ওপেন নির্ঘন্টের অগ্রগমন।
এ সবের মধ্যেই ভারতীয় টেনিসের জন্য খারাপ খবর, পিঠের পেশিতে টান ধরায় লিয়েন্ডার পেজ শুধু ফ্লাশিং মেডোর মিক্সড ডাবলস সেমিফাইনাল-ই ওয়াকওভার দিলেন না, পরের সপ্তাহে টোকিওয়ে জাপানের বিরুদ্ধে মহাগুরুত্বপূর্ণ ডেভিস কাপ ওয়ার্ল্ড গ্রুপ প্লে-অফ ম্যাচেও খুব সম্ভবত তিনি নেই।
স্বদেশীয় টিপসারেভিচ কোয়ার্টার ফাইনালে ৬-৭ (২-৭), ৭-৬ (৭-৩), ০-৬, ০-৩ পিছিয়ে থাকার সময় বাঁ-উরুর চোটের কারণে ওয়াকওভার দিলে সার্বিয়ান মহাতারকা জকোভিচ এ বছর তাঁর ৬৪তম ম্যাচে ৬২ নম্বর জয় পান। ২০১১-এ দু’টি গ্র্যান্ডস্লাম-সহ ১০টি টুর্নামেন্ট জয়ী জকোভিচের সামনে এ বার ফেডেরারের কাছে ফরাসি ওপেন সেমিফাইনাল হারের বদলা নেওয়ার সুযোগ। এ বছরে জকোভিচের এখনও অবধি একমাত্র পরাজয় ওটাই। কারণ দ্বিতীয় হারটি সিনসিনাটি ওপেন ফাইনালে অ্যান্ডি মারের বিরুদ্ধে বিশ্বের এক নম্বর চোটের জন্য ওয়াকওভার দেওয়ায়। ফেডেরার আবার নিউ ইয়র্কে তুললেন জো উইলফ্রেড সঙ্গার বিরুদ্ধে উইম্বলডন হারের শোধ। এ বার কোয়ার্টার ফাইনালে ফেডেরার সহজেই ফরাসিকে হারালেন ৬-৪, ৬-৩, ৬-৩। |
পুরুষ সিঙ্গলসে পুরোপুরি না হলেও মেয়েদের সেমিফাইনাল লাইন আপ চূড়ান্ত। মজার ব্যাপার সেখানেও যেন একটা সেমিফাইনাল নিয়েই যত আকর্ষণ! বিশ্বের বর্তমান এক নম্বর ক্যারোলিন ওজনিয়াকি বনাম প্রাক্তন বিশ্বসেরা সেরেনা উইলিমায়স! নবম বাছাই সামান্থা স্তোসুর এবং অবাছাই জার্মান অ্যাঞ্জেলিক কার্বার-এর অপর সেমিফাইনাল লড়াই যেন দুয়োরানি!
বছরের শেষ গ্র্যান্ডস্লামে এহেন রকমারি ঘটনার মধ্যেই গত রাতে লিয়েন্ডারের চোটের কারণে তাঁর ও এলিনা ভেসনিনার সপ্তম বাছাই জুটি কোর্টে না নেমেই ম্যাচ ছেড়ে দিতে বাধ্য হন অবাছাই মার্কিন জুড়ি জ্যাক সক-মেলনি অডিক-কে। পার্টনারের চোটে আতঙ্কিত মহেশ ভূপতি টুইট করেছেন, “হুম! দিনটা লিয়েন্ডারের বেশ খারাপ গেল। প্রথমে ডাবলস থেকে ছিটকে গেলাম আমরা দু’জন। তার পর পিঠের খিঁচুনিতে মিক্সড ডাবলসে কোর্টেই নামতে পারল না ও। এর পর ডেভিস কাপেও লিয়েন্ডার ঘোরতর অনিশ্চিত!” লি-কে ডেভিস কাপে হারানোর সান্ত্বনা হতে পারে রোহন বোপান্নার ডাবলস সেমিফাইনালে ওঠা। অবাছাই ইংরেজ জুটি কলিন ফ্লেমিং-রস হিচিন্সকে কোয়ার্টার ফাইনালে গত বারের ফাইনালিস্ট ইন্দো-পাক এক্সপ্রেস বোপান্না-কুরেশি ৭-৫, ২-৬, ৭-৫ হারান এ দিন। বোপান্নাদের সামনে এ বার লি-হেশ বধকারী পোলিশ জুটি ফ্রিস্টেনবার্গ-মাটকোওস্কি। বোপান্না টুইট করেছেন, “গত রাতে কোয়ার্টার ফাইনালের শেষ সেটে ৬-৪ এগিয়ে কুরেশি সার্ভ করছিল ১৫-৩০ পয়েন্টে। বুঝতে পারলাম না ও রকম একটা মোক্ষম সময়ে আম্পায়ার কেন সেই রাতেরই মতো খেলাটা থামিয়ে দিলেন!” এ দিকে নতুন সূচিতে এখন মেয়েদের সিঙ্গলস ফাইনাল শনিবারের বদলে রবিবার এবং পুরুষ ফাইনাল সোমবার হবে বলে সংগঠকেরা জানিয়েছেন। দু’বিভাগ মিলিয়ে চারটে সেমিফাইনালই শনিবার। তার মানে ফেডেরার-জকোভিচরা এক দিন বিশ্রাম পেয়ে গেলেও নাদাল-মারেদের সামনে পরপর দু’দিন কোয়ার্টার ফাইনাল-সেমিফাইনাল খেলার প্রবল ধকল এসে পড়ল। ফলে নিউ ইয়র্কের ৯/১১-র ভয়াবহ ট্র্যাজেডির জন্য নিজেদের সমবেদনা জানালেও নাদাল-মারেরা পাশাপাশি নিউ ইয়র্কের টেনিস সংগঠকদের সমালোচনাতেও মুখর। |