লিওনেল মেসিদের জন্য তৈরি করা ডোপ পরীক্ষার জিনিসপত্র ব্যবহার করা হবে ময়ূখা জনি, সুধা সিংহ, কৃষ্ণা পুনিয়া, রহমতুল্লা, শেখ মোর্তাজাদের জন্য।
ভারতীয় অ্যাথলেটিক্স ইতিহাসের বৃহত্তম ডোপ কেলেঙ্কারির প্রভাব পড়ছে যুবভারতীতেও। সেখানে শনিবার সকালেই শুরু হচ্ছে তিন দিনের জাতীয় ওপেন অ্যাথলেটিক্স। ২০১২ অলিম্পিকের যোগ্যতা পাওয়ার জন্য যুবভারতীর মিট অ্যাথলিটদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাডা-র চিকিৎসকেরা আসছেন তারকা অ্যাথলিটদের ডোপিংয়ের নমুনা নিতে। এর আগে এই মিটে ডোপ পরীক্ষার দায়িত্বে বরাবর ছিল ফেডারেশনই। কিন্তু মহাকেলেঙ্কারির পর নাডা এ বার তা হতে দিচ্ছে না।
এগারো বছর পর বাংলায় জাতীয় মিট হচ্ছে। ২৫ রাজ্যের সঙ্গে ছ’টি সর্বভারতীয় অফিস দল নামবে। রেকর্ড সংখ্যক ৯৭২ অ্যাথলিটের নাম পাঠিয়েছে ফেডারেশন। যদিও জানা গেছে পি টি উষার ছাত্রী টিন্টু লুকা, কুন্তল রায়ের ছাত্রী সুস্মিতা সিংহ রায় এবং বিকাশ গৌড়ার মতো তারকারা নামছেন না বলে শেষ মুহূর্তে জানিয়েছেন। এশিয়াডে দশ হাজার মিটারে সোনা জয়ী প্রীজা শ্রীধরন এসেছেন। ট্রিপল জাম্পে ভারতীয় মেয়েদের মধ্যে প্রথম ১৪ মিটার লাফানো ময়ূখা জনি, এশিয়ান গেমসে সোনাজয়ী সূধা সিংহরা নামছেন। পদক পাওয়ার জন্য বিভিন্ন বিভাগে নামবেন ঝুমা খাতুন, মল্লিকা মণ্ডল, রহমতুল্লা, শেখ মোর্তাজা, সুখেন মণ্ডলরা।
শনিবার পুরুষ ও মেয়েদের দশ হাজার মিটার দৌড় দিয়ে শুরু হবে জাতীয় মিট। দুপুর তিনটেয় উদ্বোধনী অনুষ্ঠান। সোমা বিশ্বাস, সরস্বতী সাহা, সঞ্জয় রাই, সুস্মিতা সিংহ রায়রা মশাল নিয়ে দৌড়বেন। জাতীয় ক্যাম্পে থাকা অ্যাথলিটরা হোটেলে উঠলেও বাকিদের রাখা নিয়ে সমস্যায় রাজ্য সংস্থার কর্তারা। স্টেডিয়াম সংলগ্ন যুব আবাসের ঘরগুলি শুক্রবার সন্ধ্যা পর্যন্ত আটকে রেখেছেন অন্য খেলার লোকজন। সেখানে চূড়ান্ত অব্যবস্থা। বহু অ্যাথলিট ঘর পাননি। রাজ্য সংস্থার কর্তারা স্টেডিয়ামের নানা ঘর খুলে অ্যাথলিটদের রাতে থাকার ব্যবস্থা করেছেন। যুবভারতীতে বহুদিন আগে পাতা কৃত্রিম ট্র্যাকও খুব শক্ত। অ্যাথলিটদের চোট পাওয়ার সম্ভাবনা থাকছে। বৃষ্টির জল জমে রয়েছে নানা জায়গায়। বিকেলে অনুশীলনে নামা কোচেদের মুখ শুকনো। কারণ এ রকম টার্ফে গতি বাড়িয়ে রেকর্ড গড়া খুব কঠিন। লন্ডনের টিকিট আসবে কী ভাবে? |