কিছুটা বেশি দাম দিয়েই গ্যাস কিনবে রাজ্য সরকার। তবে, গ্রাহকদের কাছ থেকে তারা এর জন্য অতিরিক্ত টাকা নেবে না। অর্থাৎ, ভর্তুকি দিয়েই গ্রাহকদের গ্যাস সরবরাহ করবে ‘গ্রেটার ক্যালকাটা গ্যাস সাপ্লাই কর্পোরেশন’।
রাজ্য সরকারের শিল্প-বাণিজ্য দফতরের অধীন এই সংস্থা ‘ডানকুনি কোল কমপ্লেক্স’ থেকে ওই গ্যাস কিনে তা সরবরাহ করে গ্রাহকদের কাছে। শিল্প সংস্থা থেকে শুরু করে বাণিজ্যিক ও গৃহস্থ মিলিয়ে কলকাতার হাজার পাঁচেক গ্রাহক ওই গ্যাস কেনেন। কয়লার দাম বেড়ে যাওয়ায় ‘কোল ইন্ডিয়া’র সহযোগী সংস্থা ‘ডানকুনি কোল কমপ্লেক্স’ গ্যাসের দাম বাড়ানোর দাবি তুলেছিল। কিন্তু রাজ্য সরকার তাতে রাজি হয়নি। এর জেরে ‘গ্রেটার ক্যালকাটা গ্যাস সাপ্লাই কর্পোরেশন’কে গ্যাস সরবরাহের পরিমাণ কমিয়ে দেয় ‘কোল ইন্ডিয়া’। গ্রাহকেরা বিপাকে পড়েন।
সংস্থা সূত্রের খবর, মাস দুয়েক আগেও ‘ডানকুনি কোল কমপ্লেক্স’ থেকে দৈনিক গড়ে পৌনে দু’লক্ষ ঘনমিটারের মতো গ্যাস পেত তারা। এ মাসের গোড়ায় তা ৭০ হাজার ঘনমিটারে দাঁড়ায়। পরিস্থিতি সামাল দিতে ‘সাউথ ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড’-এর চেয়ারম্যান অশোককুমার সিংহের সঙ্গে কথা বলেন রাজ্যের শিল্পসচিব দীপঙ্কর মুখোপাধ্যায়। ঠিক হয়েছে, রাজ্য কিছুটা বেশি দাম দিয়েই গ্যাস কিনবে। কিন্তু গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত টাকা সরকার নেবে না। অর্থাৎ, ভর্তুকি দিয়েই গ্রাহকদের গ্যাস সরবরাহ করবে ‘গ্রেটার ক্যালকাটা গ্যাস সাপ্লাই কর্পোরেশন’।
দীপঙ্করবাবু শুক্রবার বলেন, ‘ডানকুনি কোল কমপ্লেক্স’ থেকে দু’এক দিনের মধ্যেই ‘গ্রেটার ক্যালকাটা গ্যাস সাপ্লাই কর্পোরেশন’কে জ্বালানি গ্যাসের সরবরাহ বাড়ানো হবে বলে ‘সাউথ ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড’-এর চেয়ারম্যান তাঁকে আশ্বাস দিয়েছেন। তবে, তার জন্য গ্যাসের দাম কিছুটা বাড়াতে হবে রাজ্য সরকারকে। কতটা দাম বাড়বে, তা শিল্পমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে ঠিক করা হবে।
শিল্পসচিব সেই সঙ্গেই জানান, রাজ্য সরকার বেশি দামে ডানকুনি থেকে গ্যাস কিনলেও গ্রাহকদের উপরে সেই বাড়তি দামের বোঝা চাপাবে না। রাজ্য সরকারি ওই সংস্থা নিজেরাই গ্যাস কেনার সেই বাড়তি দামের বোঝা বহন করবে। এই খাতে রাজ্য সরকারের ঘাড়ে কত ভর্তুকি চাপবে, তা এখনই হিসেব করা সম্ভব হচ্ছে না। রাজ্য কী দামে ওই গ্যাস কিনবে, তা চূড়ান্ত হওয়ার পরেই বিষয়টি স্পষ্ট হবে। সিলিন্ডারের থেকে গ্রাহকদের কাছে ‘গ্রেটার ক্যালকাটা গ্যাস সাপ্লাই কর্পোরেশন’-এর গ্যাসের চাহিদা বেশি। কারণ, দাম কম। কোনও গৃহস্থ বাড়িতে মাসে যদি ৪০৫ টাকা দামের একটি গ্যাস সিলিন্ডারে কাজ চলে, তা হলে গড়পড়তা হিসেবে সেই একই পরিমাণ গ্যাস জ্বালিয়ে ‘গ্রেটার ক্যালকাটা গ্যাস সাপ্লাই কর্পোরেশন’-এর গ্রাহকের মাসিক খরচ পড়ে তিনশো টাকার মতো। গ্রাহকদের ওই দামেই গ্যাস সরবরাহ করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে শিল্প-বাণিজ্য দফতর। |