l
Sicily Villas & Apartments
l
Registrar nombre del dominio
l
Domain Registration
ঘিসিংয়ের উপরে হামলায় খালাস সুব্বা
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি ও শিলিগুড়ি
সুবাস ঘিসিংয়ের উপরে জঙ্গি হামলার মামলায় ধৃত গোর্খা লিবারেশন অর্গানাইজেশনের (জিএলও) প্রধান ছত্রে সুব্বা-সহ ৮ জনকে বেকসুর খালাস করে দিল আদালত। জলপাইগুড়ি জেলা আদালতের অতিরিক্ত দায়রা বিচারক (ফাস্ট ট্র্যাক, তৃতীয় কোর্ট) সঞ্চিতা সরকার শুক্রবার ওই রায় দেন। বিচারক তাঁর ৬৩ পৃষ্ঠার রায়ে ঘোষণা করেন, “তদন্তকারী অফিসারের তদন্তে সারবত্তা নেই। অভিযুক্তদের বিরুদ্ধে কোনও অভিযোগই প্রমাণ করা যায়নি। সবাইকে বেকসুর খালাস দেওয়া হল।”জঙ্গি হামলার মামলায় প্রায় ১১ বছর কেটেছে জেলে। সত্তরের কোঠায় পা দেওয়া মানুষটি কিছুটা নুয়ে পড়েছেন। শারীরিক ভাবে সুস্থও নন। রায় শুনে দৃশ্যতই ‘আবেগপ্রবণ’ হয়ে পড়েন এক সময়ে পাহাড়ের ‘জঙ্গি’ নেতা হিসেবে পরিচিত ছত্রে সুব্বা। আদালত চত্বর থেকে বেরনোর সময় তাঁর প্রতিক্রিয়া, “বিনা দোষে অনেক বছর জেলে কেটে গেল। আজই বাড়ি ফিরব। আজকের রাতটা একটু শান্তিতে ঘুমোতে চাই। কোনও রাজনীতির কথা বলবেন না। আমাকে অন্য প্রশ্নও করবেন না।
বিস্তারিত...
প্রকল্প নিয়ে জট কাটাতে মমতা-সজ্জন
জিন্দল বৈঠক আজ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
অবশেষে জল্পনার অবসান। শালবনিতে প্রস্তাবিত ইস্পাত প্রকল্পের জমি-জট খুলতে আজ, শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসছেন জিন্দল গোষ্ঠীর কর্ণধার সজ্জন জিন্দল। সব কিছু ঠিকঠাক চললে, এ দিন দুপুর তিনটে নাগাদ মহাকরণে এই বৈঠক হওয়ার কথা। সেখানে উপস্থিত থাকার কথা শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়েরও। রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই এই আলোচনা নিয়ে জল্পনা হয়েছে বিস্তর। এবং প্রকল্পের জন্য সংস্থার সরাসরি কেনা ২৯৪ একর জমি নিয়ে ঊর্ধ্বসীমা আইনে সমস্যা দেখা দেওয়ার পর তা আরও জোরালো হয়েছে। পূর্বতন বাম সরকার যে জিন্দলদের ঠিক ভাবে জমি দেয়নি, সম্প্রতি তা স্পষ্ট বলেছিলেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্প দ্রুত এগোনোর কথা বার বার বলেছে তাঁর সরকারও। যেমন শুক্রবারই শিল্পের জন্য গঠিত কোর কমিটির বৈঠক শেষে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, “এই প্রকল্পের কাজ যেন দ্রুত এগোয়, প্রশাসনিক দিক থেকে তা সুনিশ্চিত করতে মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা সচেষ্ট। তবে রাজ্য সরকারও চায় যে, অন্তত প্রথম পর্যায়ের কিছুটা কাজ শুরু করুক জিন্দল গোষ্ঠী।”
বিস্তারিত...
কৌঁসুলির সুরক্ষার দিকে নজর
দিতে নির্দেশ হাইকোর্টের
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ
খনিকর্মী আবাসন দখলমুক্ত করার জন্য জনস্বার্থ মামলাকারী আইনজীবীকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিল হাইকোর্ট। সম্প্রতি আদালত বর্ধমানের পুলিশ সুপারকে আইনজীবী পার্থ ঘোষের নিরাপত্তার ব্যাপারে নজর রাখার নির্দেশ দিয়েছে। পাশাপাশি, এই মামলা সংক্রান্ত বিষয়ে পার্থবাবু নিরাপত্তাহীনতার অভিযোগ জানাতে গেলে সে ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিতে হবে বলে জানানো হয়েছে। ২০০৯ সালের ডিসেম্বরে আইনজীবী পার্থ ঘোষ ইসিএলের বিরুদ্ধে টাকা নয়ছয়ের অভিযোগে জনস্বার্থ মামলা দায়ের করেন। তিনি দাবি করেন, ইসিএল বিআইএফআর-এর অধীন। এই অবস্থায় ৭০ শতাংশ কর্মী আবাসনই বহিরাগতদের দখলে চলে গিয়েছে। অন্য দিকে, আবাসন দিতে না-পেরে ইসিএল প্রতি মাসে কর্মীদের বহু টাকা আবাসন ভাতা দিচ্ছে। একই সঙ্গে বহিরাগতদের দখলে চলে যাওয়া কর্মী আবাসনগুলিতে জল ও বিদ্যুৎ সরবরাহ এবং রক্ষণাবেক্ষণে কোটি-কোটি টাকা খরচ করছে। পার্থবাবুর দাবি, অবিলম্বে বহিরাগতদের ইসিএলের আবাসন থেকে উচ্ছেদ করে বিদ্যুৎ সংযোগ ছিন্ন করতে হবে।
বিস্তারিত...
১১ সেপ্টেম্বর, ২০০১। পরপর দু’টি বিমানের ধাক্কায় ভেঙে
পড়ল টুইন টাওয়ার। ওই দিন আপনি বা আপনার কোনও
পরিচিত, বন্ধুবান্ধব ছিলেন টুইন টাওয়ারে? কেউ হারিয়েছিলেন
প্রিয় জনকে? ই-মেল, ফোন নম্বর দিয়ে জানান আমাদের।
ই-মেল: ishani.roy@abp.in
১৩টি পঞ্চায়েত থেকে ইস্তফা ২৭ সদস্যের
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ
আরামবাগ মহকুমার ১৩টি পঞ্চায়েতে নতুন সঙ্কট। সপ্তাহ দুয়েকের মধ্যে ওই পঞ্চায়েতগুলি থেকে সব মিলিয়ে তিন জন উপপ্রধান-সহ ২৭ জন সদস্য পদত্যাগ করেছেন। সংশ্লিষ্ট ব্লক প্রশাসনে তাঁদের পদত্যাগপত্র গৃহীত হয়েছে। এ ছাড়াও, আরও তিনটি পঞ্চায়েত থেকে এক প্রধান-সহ ৬ সদস্য পদত্যাগপত্র জমা দিয়েছেন। বিধানসভা নির্বাচনের আগে থেকেই সিপিএম-তৃণমূল আকচা-আকচির জেরে মহকুমার ৬৩টি পঞ্চায়েতের বেশির ভাগেই অচলাবস্থা সৃষ্টি হয়েছিল। তা পুরোপুরি কাটার আগেই এই নতুন সঙ্কটে গ্রামোন্নয়নের কাজ ফের ব্যাহত হচ্ছে। মহকুমার সব পঞ্চায়েতই বামেদের দখলে রয়েছে। ইতিমধ্যে খানাকুলের ৪টি পঞ্চায়েত থেকে এক উপপ্রধান-সহ ৯ জন, পুড়শুড়ার তিনটি পঞ্চায়েত থেকে ৯ জন, আরামবাগের চারটি পঞ্চায়েত থেকে এক উপপ্রধান-সহ ৭ জন এবং গোঘাটের দু’টি পঞ্চায়েত থেকে এক উপপ্রধান-সহ দু’জন পদত্যাগ করেছেন। এ ছাড়াও, খানাকুল-১ ব্লকের তাঁতিশাল পঞ্চায়েতের প্রধান মুন্সি জামাল হোসেন এবং পুড়শুড়া ও আরামবাগের দু’টি পঞ্চায়েত থেকে পাঁচ সদস্য পদত্যাগপত্র জমা দিয়েছেন সংশ্লিষ্ট ব্লক অফিসে।
বিস্তারিত...
জোগান কম, লাইনে দাঁড়িয়েও মিলছে না সার
নিজস্ব সংবাদদাতা • দুবরাজপুর
গতবার সে ভাবে বৃষ্টি না হওয়ায় চাষও ভাল হয়নি। স্বভাবতই সার বিলি নিয়ে তেমন কোনও সমস্যা ছিল না। তবে ইউরিয়া সার কিনতে গিয়ে সমস্যায় পড়তে হয়েছিল দুবরাজপুর এলাকার চাষিদের। এ বারও ছবিটা একই। চাষিদের ক্ষোভ, ইউরিয়া সার কেনার জন্য বিভিন্ন সমবায় সমিতিগুলির বাইরে দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়। মাঝে মাঝে বিবাদও বেধে যায়। এত কিছু করার পরেও অধিকাংশ ক্ষেত্রে খালি হাতে ফিরে আসতে হয়। ক্ষোভ এতটাই, গত কয়েক দিনে দুবরাজপুর ব্লকের বিভিন্ন সমবায় সমিতির বাইরে বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা। কখনও পানাগড়-মোড়গ্রাম জাতীয় সড়ক অবরোধ করেছেন। মঙ্গলবার সকালেও দুবরাজপুরের রুপশিমুল সমবায় সমিতির বাইরে জড়ো হওয়া কৃষকদের তুলনায় সারের যোগান কম থাকায় পুলিশ-প্রশাসনের নির্দেশে সার বিলি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সমবায় সমিতি। চাহিদার তুলনায় যোগান কম থাকায় সমস্যা হচ্ছে বলে জেলা প্রশাসনের কর্তারা জানিয়েছেন। এই সমস্যা শুধু দুবরাজপুর ব্লকে নয়, গোটা জেলারই।
বিস্তারিত...
বাবাকে পুড়িয়ে মারল ছেলে
নিজস্ব সংবাদদাতা • আসানসোল
মদ্যপ বাবার অতাচার সহ্য করতে না পেরে তাঁর গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়েছিল বছর তেরোর ছেলেটি। মায়ের ‘সম্মতি’ নিয়েই। অন্তত জেরায় সে এমনই কবুল করেছে বলে পুলিশের দাবি। আগুন যখন দাউদাউ করে জ্বলছে, ছেলেকে আর দেড় বছরের শিশুকন্যাকে নিয়ে সোজা বর্ধমানের হিরাপুর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন মা। পুলিশকে ছেলেটি বলেছে, বাবা তাকেও কারণে-অকারণে মারতেন। যাতে সে স্কুলে যেতে না পারে তা নিশ্চিত করতে আগের দিন তাকে ন্যাড়াও করে দেন। শুক্রবার ছেলেটিকে বর্ধমানের জুভেনাইল হোমে পাঠানো হয়েছে। মাকে ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছে আসানসোল আদালত। মেয়ে তাঁর সঙ্গে রয়েছে। হিরাপুরের সাঁতা গ্রামে ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে। মৃত অনন্ত মাজি (৪৫) মূলত জনমজুরের কাজ করতেন। বাড়িতে তৃতীয় পক্ষের স্ত্রী কল্পনা, ছেলে বান্টি আর দেড় বছরের একটি মেয়ে। তবু প্রায় সারা দিনই তিনি মদ খেয়ে থাকতেন। স্থানীয় সূত্রে পুলিশ জেনেছে, তাঁর প্রথম স্ত্রী অত্যাচার সহ্য করতে না পেরেই পালিয়েছিলেন। দ্বিতীয় স্ত্রী মারা যান।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
ধমর্ঘটে ভোগান্তি যাত্রীদের
বিধি ভেঙে থানায় হচ্ছে
মন্দির, তদন্তের নির্দেশ
পুলিশ-কর্তার
দক্ষিণবঙ্গ
নামখানায় নদীবাঁধে
ধস নামায় বিপন্ন রাস্তা
শিল্পাঞ্চলে বাড়ছে অপরাধ,
পুলিশের ভূমিকায় প্রশ্ন
বর্ধমান
অবসরপ্রাপ্তদের অগ্রিমের
নির্দেশ প্রত্যাহার, ক্ষোভ
রাস্তা সংস্কারে টাকা নয়ছয়,
অভিযুক্ত রায়নার পঞ্চায়েত
পুরুলিয়া
বেহাল নিকাশি,
বৃষ্টিতে জলমগ্ন বাঁকুড়া
সিপিএমের ঘর ভেঙে
প্রধান পেল তৃণমূল
মুর্শিদাবাদ
সপ্তাহান্তের বাজারের
দিকেই তাকিয়ে ব্যবসায়ীরা
সখ্য শেষ, হাতাহাতি
লালবাগ কলেজে
মেদিনীপুর
সারের দামে রাশ
টানতে অভিযান
গোয়ালতোড়ে শিক্ষককে
মারধর, অভিযুক্ত তৃণমূল
কলকাতা
৩১.২/২৬.৭
আজকের দিনে
•
১৯৬০:
ব্রিটিশ অভিনেতা
কলিন ফার্থের জন্ম।
•
২০০৮:
সার্নে কাজ শুরু করল
লার্জ হ্যাড্রন কোলাইডার।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
এই সপ্তাহে হাওড়া প্রকাশিত হল না।
বনেদি বাড়ির পুজোর আচার-বিধি-ভোগ বিশেষত্ব নিয়ে,
কলকাতা-সহ সারা বাংলা খুঁজে হাওয়াবদলের সংকলন
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.