জোগান কম, লাইনে দাঁড়িয়েও মিলছে না সার
কিন্তু গত কয়েক বছর থেকে দেখা যাচ্ছে যে পরিমাণ সারের চাহিদা আছে তার একটা অংশ মাত্র সমবায় সমিতিগুলির হাতে আসছে। আর সার বিলি নিয়ে হিমশিম খাচ্ছেন সমবায় সমিতির সম্পাদক বা কর্মীরা। দুবরাজপুর (পূর্ব) পুর-কৃষিউন্নয়ন সমবায় সমিতির সম্পাদক আনন্দ রুজ বা রুপশিমূল সমবায় সমিতির ম্যানেজার মহম্মদ নবি হোসেনরা বলেন, “যেখানে এই সারের চাহিদা ১০০ বস্তা। সেখানে পাওয়া যাচ্ছে ৩০ বস্তা। কী ভাবে সব চাষিদের সার বিক্রি করব বুঝতে পারছি না!” দুবরাজপুরের রুপশিমূল গ্রামের বাসিন্দা কর্ণ দাস, গোকরুল গ্রামের রামকৃষ্ণ মণ্ডল, আদমপুরের করিম খানরা বলেন, “ইউরিয়া সারের বদলে খোলা বাজারে অন্য কোম্পানির নাইট্রোজেন সার পাওয়া যায়। কিন্তু এ বার সেটা একেবারেই পাওয়া যাচ্ছে না। ফলে জমির ফসল বাঁচাতে মরিয়া হয়ে সমবায়গুলির বাইরে ৭-৮ ঘণ্টা লাইনে দাঁড়িয়েও সার পাচ্ছি না।”
জেলা কৃষি উপঅধিকর্তা অশোক রায় বলেন, “সত্যিই চাহিদার তুলনায় যোগাম কম। বিষয়টি রাজ্যকে জানিয়েছি।” যদিও জেলা কৃষি দফতরের এক কর্তা বলেন, “কাগজে কলমে ইউরিয়া সারের যোগান ঠিকই আছে। কিন্তু অগস্টের শেষ সপ্তাহ থেকে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত এই সারের চাহিদা বেশি। সেখানে জেলায় সার আসতে শুরু করে এপ্রিল মাস থেকেই। সমবায় সমিতির মাধ্যমে এ সার বিলি করা হলেও পকিাঠামোগত কারণে এত আগে থেকে সেই সার সমিতিগুলি মজুত রাখতে পারে না। যার ফলে মস্যা তৈরি হচ্ছে।”
ডেপুটি রেজিস্টার (কো-অপারেটিভ সোসাইটি) অংশুক চক্রবর্তী কার্যত মেনে নিয়েছেন সমস্যা কাগজে কলমে না হলেও বাস্তবে রয়েছে। তিনি বলেন, “জেলায় মোট ২৬২টি সমবায় সমিতি আছে। দু’একটি ছাড়া, বাকিদের পর্যাপ্ত অর্থ, গুদাম বা অন্যান্য পরকাঠামোগত সমস্যার জন্য এত আগে থেকে ওই সার ধরে রাখা সম্ভব হচ্ছে না। ফলে সঠিক সময়ে পরিমাণ মতো সার যোগান দিতে কোথাও কোথাও সমস্যা হচ্ছে। বিষয়টি নিয়ে এর আগেও আলোচনা হয়েছে। ভবিষ্যতে চাষিরা যাতে এই সঙ্কটে না পড়েন তার জন্য চেষ্টা করব।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.