আইনজীবীরা কর্মবিরতি প্রত্যাহার করে নিলেও বাস মালিক ও কর্মচারীরা ধর্মঘটের সিদ্ধান্তে অনড় থাকায় শুক্রবারও ভোগান্তি কমল না কোচবিহারের নিত্যযাত্রীদের। আইনজীবীর মৃত্যুর জেরে পুলিশের আটক করা বাস ছাড়াতে আদালতে কোনও আইনজীবী পাচ্ছেন না বাস মালিকেরা। ওই ঘটনার জেরে মঙ্গলবার বাস মালিক ও কর্মচারীদের সঙ্গে আইনজীবীদের গোলমাল শুরু হয়। বুধবার থেকে আইনজীবীরা কর্মবিরতিতে এবং বাস মালিক ও কর্মীরা জেলা জুড়ে ধর্মঘটে নামেন। বৃহস্পতিবার ঘাটক বাসের চালক আত্মসমর্পণ করার পরে আইনজীবীরা কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। শুক্রবার বার অ্যাসোসিয়েশনের বৈঠকের পরে সম্পাদক অশোক ঘোষ জানান, “আমাদের দাবি মিটেছে। মঙ্গলবারের ঘটনায় দোষীদের শাস্তির ব্যাপারে প্রশাসন আশ্বাস দিয়েছে। শনিবার থেকে আদালতে ফের স্বাভাবিক কাজকর্ম শুরু হবে।” অন্যদিকে, বাস মালিক ও কর্মচারীদের যৌথ মঞ্চের পক্ষে অজিত ঘোষ বলেন, “মঙ্গলবারের ঘটনায় ধৃতদের মুক্তি, আটক বাস ছাড়ানো, আত্মসমর্পণ করা চালকের জামিনের বিষয়গুলির সুরাহা হয়নি। এই পরিস্থিতিতে ফের সকলে বৈঠক করে পরবর্তী কর্মসূচি স্থির করব।” বাস মালিকদের এই অনড় মনোভাবের সামনে স্বাভাবিক ভাবেই প্রশাসন ও রাজনৈতিক দলগুলির ভুমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন নিত্যযাত্রীরা। তাঁদের অভিযোগ, আইনজীবীদের সঙ্গে বাস মালিক এবং কর্মীদের গোলমালের ফল কেন আমাদের ভুগতে হবে। এ দিন শহরের কাছারি মোড়, নিউটাউন, স্টেশন মোড়, পুলিশ লাইন এলাকার বাসস্টপগুলিতে নিত্যযাত্রীদের ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। স্বেচ্ছাসেবী সংস্থা নিখিল ভারত ন্যায়বাদী ছাত্র যুব সমাজের কর্মকর্তা তাপস বর্মন বলেন, “৩ দিন ধরে জেলায় যাত্রী পরিবহণে অচলাবস্থা চলছে। অথচ সমস্যা মেটাতে প্রশাসন বা দায়িত্বশীল রাজনৈতিক দলগুলির তৎপরতা নেই। দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী এবং পরিবহণ মন্ত্রীর হস্তক্ষেপ দাবি করছি।” দ্রুত বাস ধর্মঘট প্রত্যাহার না-হলে পাল্টা আন্দোলনে নামার হুমকি দিয়েছে কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতি। ব্যবসায়ী সমিতির সভাপতি বিমল সাহা বলেন, “যা চলছে তাতে ব্যবসায়ীদের সমস্যায় পড়তে হয়েছে। চলতি সপ্তাহের মধ্যে সমস্যা না-মিটলে জেলা জুড়ে ধর্মঘট ডাকতে বাধ্য হব।” তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “সমস্যা মেটানোর চেষ্টা চলছে। বাড়তি বাসের ব্যবস্থাও হয়েছে।” কোচবিহারের জেলাশাসক গোদালা কিরণকুমার বলেন, “আইনজীবীরা কর্মবিরতি প্রত্যাহার করেছেন। বাস মালিক-কর্মচারীরাও যাতে ধর্মঘট প্রত্যাহার করেন সে জন্য আলোচনা চলছে। দ্রুত সমস্যা মিটবে।” |