ছ’টি জঙ্গি হামলার কিনারা হয়নি, কটাক্ষ জেটলির
চাপ কাটাতে পাল্টা আক্রমণ চিদম্বরমের
দিল্লি বিস্ফোরণের ঘটনায় চাপের মুখে পড়ে আজ আত্মপক্ষ সমর্থনে নামলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পালনিয়াপ্পান চিদম্বরম। তা করতে গিয়ে সন্ত্রাস নিয়ে রাজনীতির অভিযোগে বিজেপিকে তিনি যেমন পাল্টা আক্রমণ করেছেন, তেমন দায় চাপিয়ে দিয়েছেন দিল্লির কংগ্রেস সরকারের উপরেও।
প্রথমে রামদেব, পরে অণ্ণা হজারের অনশন পর্বে পরিস্থিতি সামলাতে না পারার অভিযোগে ঘরে-বাইরে এমনিতেই চাপের মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিশেষ করে অণ্ণা-সহযোগীদের সঙ্গে সমঝোতার শেষ পর্যায়ে তাঁকে দৃশ্যত আলোচনা প্রক্রিয়া থেকে দূরে রাখা হয়। আর তারপরেই দিল্লি হাইকোর্টের সামনে বিস্ফোরণ! যা নিয়ে বিরোধীরা তো বটেই সরকার ও কংগ্রেসের অন্দরমহলেও চিদম্বরম সমালোচনার মুখে পড়েছেন। সর্বোপরি আজ সকালে সাংবাদিক বৈঠক করে অরুণ জেটলি বলেন, বারাণসী ঘাট, বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম, পুনের জার্মান বেকারি, মুম্বই বিস্ফোরণ, জামা মসজিদের কাছে গুলিচালনা এবং গত মে মাসে দিল্লি হাইকোর্টে বিস্ফোরণচিদম্বরমের আমলে এতগুলো ঘটনার একটারও কিনারা হয়নি। এই পরিস্থিতিতেই আজ মুখ খোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, “দলনির্বিশেষে ঐক্যবদ্ধ ভাবে কাজ করা বিজেপি-র ডিএনএ-তেই নেই। তাই সন্ত্রাসের ঘটনা নিয়েও তারা রাজনীতি করছে। অথচ এনডিএ আমলে সংসদে সন্ত্রাসবাদী হামলার পর তৎকালীন বিরোধী নেতারা এমন রাজনীতি করেছিলেন বলে মনে পড়ে না।” এর পরেই বিজেপি-র উদ্দেশে তাঁর প্রশ্ন, যে ছ’টি ঘটনার কথা বিজেপি বলছে, সেই ঘটনার তদন্তে কি রাজ্য সরকারের কোনও ভূমিকা নেই! চিন্নাস্বামী স্টেডিয়ামের ঘটনার তদন্তে কেন ব্যর্থ হয়েছে কর্নাটকে বিজেপি সরকার?
ইউপিএ সরকারের সমালোচনা করতে গিয়ে জেটলি আজ এও বলেন, “গত পরশু রাম মনোহর লোহিয়া হাসপাতালে সাধারণ মানুষ যে ভাবে রাহুল গাঁধীকে হেনস্থা করেছেন, তা বুঝিয়ে দিচ্ছে সরকার তথা কংগ্রেসের বিরুদ্ধে মানুষের অসন্তোষ কোন স্তরে পৌঁছেছে।” তা জবাব দিতে গিয়েই চিদম্বরম আজ জেটলিকে ব্যক্তিগত স্তরে আক্রমণ করেন। বলেন, “আহত ও নিহতদের পরিবারের লোকেরা অসন্তোষ তো জানাবেনই। তাকে কি হেনস্থা বলে? কই, হাসপাতালে গিয়ে আমি তো হেনস্থা হইনি। দশ বছর ক্ষমতার বাইরে থেকে জেটলি হয়তো ভুলে গিয়েছেন, মানুষের প্রতিক্রিয়া কেমন হয়?” এখানেই শেষ নয়। নিজের উপর থেকে চাপ কাটাতে গিয়ে আজ দিল্লি শীলা দীক্ষিতের সরকারকেও কটাক্ষ করেছেন চিদম্বরম। বলেছেন, বারবার বলা সত্ত্বেও পূর্ত দফতর হাইকোর্টে সিসিটিভি বসায়নি। লাল ফিতের ফাঁসে আটকে গিয়েছে পুরোটাই। তাঁকে জিজ্ঞাসা করা হয়, কিন্তু দিল্লি সরকার হামলার সম্ভাবনা নিয়ে গোয়েন্দা তথ্য পায়নি। চিদম্বরমের কটাক্ষ, “গোয়েন্দা তথ্য কি নিমন্ত্রণপত্র নাকি?”
ঘটনা হল, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী পদে চিদম্বরমের গত ৩৩ মাসের মেয়াদে ছ’টি বড় সন্ত্রাসের ঘটনা ঘটেছে। কিন্তু এখনও পর্যন্ত গ্রেফতার হয়েছে মাত্র এক জন। বিরোধী নেতৃত্ব ও কংগ্রেসের নেতাদের একাংশের কথায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে শিবরাজ পাটিলের অপসারণের পর চিদম্বরমকে এনে একটা রাজনৈতিক বার্তা দিতে পেরেছিলেন মনমোহন-সনিয়া। তা হল, সন্ত্রাসের ঘটনা রুখতে একজন কঠোর মানসিকতার ব্যক্তিকে স্বরাষ্ট্র মন্ত্রী করা হল। চিদম্বরমও আত্মবিশ্বাস নিয়ে কাজ করছিলেন। কিন্তু তা পরবর্তীকালে অহঙ্কারে পরিণত হয়।
এই সব প্রশ্ন ও সমালোচনার মুখে আত্মপক্ষ সমর্থনে চিদম্বরম আজ পরিস্থিতির সবিস্তার ব্যাখ্যাও দিতে চেয়েছেন। বোঝাতে চেয়েছেন, আফগানিস্তান, পাকিস্তান সন্ত্রাসের কেন্দ্র। ফলে ভারতকে ভুগতে হবেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর কথায়, “গত তিনটি বড় সন্ত্রাসের ঘটনা যে কলঙ্কের দাগ ফেলেছে, তা নিয়ে সংশয় নেই। কিন্তু সরকার এই ধরনের ঘটনা রোখার সব রকম চেষ্টা করছে। কিন্তু এর পরেও সন্ত্রাসের ঘটনা যে কখনও হবে না, তা কারও পক্ষে বলা সম্ভব নয়। সন্ত্রাসের ঘটনা রুখতে পুলিশ, নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর ক্ষমতা বৃদ্ধি প্রয়োজন। প্রক্রিয়াটি চলছে।” স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, ৯/১১-র থেকে শিক্ষা নিয়ে আমেরিকা যেমন সন্ত্রাসদমনে ব্যবস্থা জোরদার করেছে, গত আড়া বছরে ভারতও তা করছে। গত আড়াই বছরে আধা সামরিক বাহিনীতে লক্ষাধিক জওয়ান নিয়োগ করা হয়েছে। আরও পাঁচ লক্ষ শূন্য পদ রয়েছে। সেগুলোও পূরণ করা হবে। নিরাপত্তা বাহিনীর আধুনিকীকরণও চলছে।
পাশাপাশি সাধারণ মানুষের উদ্দেশে তাঁর বার্তা, শুধু পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে দুষলেই সমস্যার সমাধান হবে না। সাধারণ মানুষকেও অনেক সচেতন ও শৃঙ্খলা পরায়ণ হতে হবে। কংগ্রেস সূত্রে বলা হচ্ছে, দিল্লি হাইকোর্টে বিস্ফোরণে তদন্তের গতিপ্রকৃতি নিয়ে আজ কংগ্রেস কোর গ্রুপের বৈঠকেও ব্যাখ্যা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেই সঙ্গে তাঁর মন্ত্রক ও গোয়েন্দা সংস্থাগুলোকে কঠোর নির্দেশ দিয়ে বলেছেন, তিনি যত শীঘ্র সম্ভব তদন্তের ফল চান।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.