Content on this page requires a newer version of Adobe Flash Player.
l
Sicily Villas & Apartments
l
Registrar nombre del dominio
l
Domain Registration
সবই চলছে সনিয়ার কথায়, বোঝাল দল
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি
সনিয়া গাঁধী ইন্টেনসিভ কেয়ার ইউনিটে। তবে সফল হয়েছে তাঁর অস্ত্রোপচার। এই কথা জানানোর পাশাপাশি কংগ্রেস শীর্ষ নেতৃত্ব আজ বুঝিয়ে দিলেন, সভানেত্রীর অসুস্থতার কারণে কংগ্রেসে কিছু থেমে নেই। নেত্রীর নির্দেশ অনুযায়ীই ভাল ভাবে চলছে সব। কংগ্রেসের তরফে এক বিবৃতিতে আজ বিকেলে জানিয়ে দেওয়া হল, “সভানেত্রী সনিয়া গাঁধী দলের কিছু বিভাগ এবং কয়েক জন সাধারণ সম্পাদক ও সচিবের দায়িত্বে কিছু রদবদল করেছেন।” এই রদবদলের তালিকাও প্রকাশ করা হয়েছে। আপাত ভাবে এই রদবদলে পুনর্বাসন পেয়েছেন দলের কিছু নেতা-নেত্রী। তবে রাজনৈতিক ভাবেও এই রদবদলকে তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে। কারণ, দলের সমন্বয় সংক্রান্ত কমিটি গঠনের ঘোষণাও করা হয়েছে এ দিন। বিভিন্ন প্রসঙ্গেই দল ও সরকারের মধ্যে দূরত্ব বা সমন্বয়ের অভাব নিয়ে প্রশ্ন উঠেছে সম্প্রতি।
বিস্তারিত...
এসি-র ভাড়া বাড়ানোর ইঙ্গিত রেলমন্ত্রীর
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি
শেষ বেড়েছিল প্রায় দশ বছর আগে। প্রায় এক দশক পরে ট্রেনের যাত্রী-ভাড়া বাড়ানোর ইঙ্গিত দিল রেল মন্ত্রক। রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী আজ বলেন, “বাতানুকূল শ্রেণিগুলোয় যাত্রী-ভাড়া পুনর্বিন্যাস নিয়ে চিন্তা-ভাবনা হচ্ছে।” তবে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ সঙ্কেত দিলেই তাঁর মন্ত্রক বিষয়টি নিয়ে এগোবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। তিনি এখনও সব পথ খোলা রাখলেও বিশেষজ্ঞেরা অবশ্য মনে করছেন, যাত্রী ও পণ্য পরিবহণে লাগাতার লোকসান ঠেকাতে হলে দু’টো ক্ষেত্রেই ভাড়া বাড়ানো ছাড়া গত্যন্তর নেই। ভারতীয় রেলে যাত্রী-ভাড়া শেষ বেড়েছিল এনডিএ জামানায়, ২০০২-০৩ অর্থবর্ষে। নীতীশকুমার তখন রেলমন্ত্রী। তার পরে লালুপ্রসাদ থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় কেউই ভাড়া বৃদ্ধির মতো ‘অপ্রিয়’ সিদ্ধান্ত নিতে চাননি। বরং কিছু ক্ষেত্রে তা কমানো হয়েছে।
বিস্তারিত...
স্ত্রীর সামনেই স্বামীকে সপাটে চড় কষালেন স্ত্রী
শমীক ঘোষ • কলকাতা
শুক্রবার সকাল ন’টা। স্ত্রীর সঙ্গে গালগল্প করছেন বছর পঁয়তাল্লিশের মানুষটি। হঠাৎ ঝড়ের বেগে ঘরে ঢুকে তাঁর উপর ঝাঁপিয়ে পড়লেন এক যুবতী। প্রথমেই বিরাশি সিক্কার এক থাপ্পড়। তার পর কিল-চড় তো আছেই। স্বামীকে বেমক্কা মার খেতে দেখে ছুটে এলেন স্ত্রী। “আমার স্বামীর গায়ে হাত তুলছেন কেন?” রাগে জ্বলতে জ্বলতে বছর ছাব্বিশের মেয়েটির উত্তর, “এর কীর্তি জানেন! নাম ভাঁড়িয়ে গত বছর ও বিয়ে করেছে আমাকে!” তিন জনকে জেরা করে চোখ কপালে পুলিশেরও! এ তো বিলকুল গোবিন্দা-করিশ্মা-তব্বু অভিনীত ‘সাজন চলে সসুরাল’-এর চিত্রনাট্য। সেখানে না হয় গোবিন্দা জানতেন, করিশ্মা মারা গিয়েছেন! তার পর তব্বুর সঙ্গে তাঁর বিয়ে।
বিস্তারিত...
• মঙ্গলে জলের ধারা পাওয়া গেল উপগ্রহ চিত্রে
বিশ্ব জুড়ে শেয়ার বাজারে ধস
নিজস্ব প্রতিবেদন
আশঙ্কা আর আশ্বাস। শুক্রবার কার্যত এই দু’য়েরই মল্লযুদ্ধের সাক্ষী থাকল ভারতের শেয়ার বাজার। ফের বিশ্ব জোড়া মন্দার আতঙ্কে এ দিন এক সময় ৭০০ পয়েন্টেরও বেশি খুইয়েছিল বোম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স। নেমে গিয়েছিল ১৭ হাজারের নীচে। কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় এবং শেয়ার বাজার নিয়ন্ত্রক সেবি-র আশ্বাসে তা কিছুটা হলেও ফিরে পায় পায়ের তলার মাটি। আতঙ্কের ৭০২ পয়েন্ট ধস ‘কমে দাঁড়ায়’ ৩৮৭ পয়েন্টের পতনে। দিনের শেষে সূচক থিতু হয় ১৭,৩০৫.৮৭ অঙ্কে। ২০১০ সালের জুনের পর গত ১৪ মাসে যা সব থেকে কম। আমেরিকা হাঁচলে সারা পৃথিবীর ঠাণ্ডা লাগে। যেন এই প্রবাদকে ‘সত্যি করে’ই এ দিন বিশ্ব জুড়ে পড়েছে শেয়ার বাজার। কাল মার্কিন বাজারে ধসের জেরে এ দিন নিম্নমুখী থেকেছে ইউরোপ ও এশিয়ার অধিকাংশ দেশের বাজার। যার প্রভাব পড়েছে ভারতেও। আর তাই খোলার পরই বড় মাপের ধস নেমেছে সেখানে। কিন্তু কেন হঠাৎ তৈরি হল এমন দুনিয়াজোড়া আতঙ্ক?
বিস্তারিত...
‘পুলিশি অত্যাচারে’ আত্মঘাতী
বধূ, পাঁচ পুলিশ সাসপেন্ড
কৌশিক সাহা • কান্দি
‘পুলিশি-নির্যাতন’ সহ্য করতে না পেরে এক মহিলার আত্মহত্যার অভিযোগ পেয়ে দ্রুত তৎপর হল রাজ্য প্রশাসন। ঘটনার খবর পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মুর্শিদাবাদের কান্দি থানার ৫ পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়। শুক্রবার মহাকরণে রাজ্য পুলিশের ডিজি নপরাজিত মুখোপাধ্যায় বলেন, “মুখ্যমন্ত্রী বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করতে বলেছেন। ওই মহিলার বাড়ির লোকের অভিযোগের ভিত্তিতে কান্দি থানার পাঁচ পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিভাগীয়-তদন্ত শুরু হয়েছে।” প্রশাসনিক সূত্রের খবর, ঘটনার কথা জানতে পেরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিজি-কে ‘কড়া ব্যবস্থা’ নিতে বলেন। এর পরেই ডিজি ব্যবস্থা নেন। স্থানীয় সূত্রের খবর, মিঠু দে (৪২) নামে ওই মহিলার স্বামী রাজকুমার দে-র বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে।
বিস্তারিত...
ধর্মঘট আর ছুটির ফাঁদে রাজ্যের ব্যাঙ্ক পরিষেবা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
শুক্রবারটা কাবার ধর্মঘটে। শনিবার আধা বেলা। রবিবার তো ছুটিই। সোমবার রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিবস উপলক্ষে রাজ্য সরকার ছুটি ঘোষণা করেছে। এনআই অ্যাক্টে এই ছুটি ঘোষণা করায় রাজ্যের ব্যাঙ্কগুলিও এর আওতায় পড়বে। ধর্মঘট আর ছুটির এই যোগসাজশে মাসের প্রথম সপ্তাহেই ব্যাঙ্ক পরিষেবা কার্যত থমকে পড়ল রাজ্যে। শনিবার অল্প কিছু ক্ষণের কাজকর্ম বাদ দিলে টানা সাড়ে তিন দিন আর্থিক লেনদেন বন্ধ থাকছে। যার ফলে গ্রাহকরা চরম হয়রানির মুখে। যার শুরুটা ঘটল শুক্রবার, ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস (ইউএফবিইউ)-এর ডাকা ধর্মঘট দিয়ে। সারা দেশেই ব্যাঙ্কিং পরিষেবা এতে কম বেশি ব্যাহত হয়েছে। তবে পশ্চিমবঙ্গেই ধর্মঘটের প্রভাব পড়েছে সব থেকে বেশি। বিদেশি ও বেসরকারি ব্যাঙ্কগুলির কর্মীরা এই ধর্মঘটে সামিল না হলেও ধর্মঘটীরা বাধা দেওয়ার ফলে রাজ্যে ওই সব ব্যাঙ্কের শাখাগুলিতে কাজ হতে পারেনি।
বিস্তারিত...
দ্বিতীয় সংস্করণ
কলকাতা
মেন্টর গ্রুপের প্রতিধ্বনি
করেই প্রেসিডেন্সি
নিয়ে চিঠি সুরঞ্জনের
প্রকাশ্যে ‘কাছাকাছি’
এলেন কারাট-বুদ্ধদেব
রাজ্য
পুর পরিষেবায় দুর্নীতিতে
রেয়াত নয়, বার্তা মমতার
পরিকাঠামো ঢেলে সাজুক
সিইএসসি, নির্দেশ মন্ত্রীর
দেশ
ফোন মমতার, শুভেচ্ছায়
নয়া সৌজন্যের রাজনীতি
সহমত না হলে
তেলেঙ্গানা অসম্ভব
ব্যবসা
ডিজেলে দু’ধরনের
দাম চালু করা কঠিন,
মনে করছে অর্থ মন্ত্রকই
রবিঠাকুর-স্বাধীনতা-জন্মাষ্টমীর সৌজন্যে ঠাঁই নেই কোথাও
খেলা
সহবাগ ব্যর্থ,
সেঞ্চুরি মুকুন্দের
ফিরে এসেই ওডাফাকে
চ্যালেঞ্জ জানালেন ওপারা
স্বাস্থ্য
সমস্যার মধ্যেই কাজ
করার পরামর্শ মন্ত্রীর
গাড়ি-রিকশায়
জটলা হাসপাতালে
জীবজগত্
নিষিদ্ধ প্লাস্টিক বন্ধে এ
বার জরিমানার দাওয়াই
বিক্ষোভের মুখে
পুর-কর্তারা
সম্পাদকীয়
নূতন সূচনা?
একতরফা নয়
কলকাতা
৩০.৯
/
২৭
.৭
আজকের দিনে
• ১৯৬৯:
নিউজিল্যান্ড ক্রিকেটার
সাইমন ডুলের জন্ম।
• ১৯৭০:
চলচ্চিত্র নির্দেশক
এম নাইট শ্যামলনের জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
লেকের জলে ভাসছে শিকারা। দিগন্ত রেখা বলতে শুধুই পাহাড়ের অবয়ব, সূর্যের আলো ঝিলমিলিয়ে
পিছলে যায় তার গা বেয়ে। বাগ-বাগিচা চিত্রিত রঙের স্পর্শে। প্রকৃতির এমন নিঁখুত আয়োজন তাকে
ভূষিত করেছে
‘ভূ-স্বর্গ’
উপাধিতে। হাওয়াবদলে জম্মু-কাশ্মীরের এমন ছবি তো আছেই, থাকছে
‘বৈষ্ণোদেবী’-র কাছে পৌঁছানোর হদিসও। সঙ্গে
মেলা-পার্বণ
ও
ফোটোশপের
গল্প।
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.