|
|
|
|
বার্মিংহামে বিশ্বসেরার মুকুট বাঁচানোর যুদ্ধ |
সহবাগ ব্যর্থ,সেঞ্চুরি মুকুন্দের |
সংবাদসংস্থা • নর্দাম্পটন |
এজবাস্টনে ১০ অগস্ট থেকে অনুষ্ঠেয় তৃতীয় টেস্টে ভারতের হয়ে বীরেন্দ্র সহবাগকে ওপেন করতে দেখা যাবে কি না, সেটা সময় বলবে। কিন্তু দল নির্বাচন নিয়ে যে টিম ম্যানেজমেন্টকে সমস্যায় পড়তে হবে তাতে কোনও সন্দেহ নেই। কারণ নর্দাম্পটনের বিরুদ্ধে অভিনব মুকুন্দের ঝাঁ-চকচকে সেঞ্চুরি। আগে ব্যাট করে ভারত করেছে ৩২৭-৭। |
|
দু’দিনের প্র্যাক্টিস ম্যাচ, সফরে সাধারণত এই সব ম্যাচ তত গুরুত্ব পায় না। কিন্তু এই ম্যাচের তাৎপর্য অন্য জায়গায়। বিশ্বের এক নম্বর টেস্ট টিম সিরিজে ০-২ পিছিয়ে, ঘুরে দাঁড়ানোর লড়াইয়ের আগে প্রস্তুতির এটাই শেষ সুযোগ। তার উপর সিরিজ বাঁচাতে উড়ে আসা সহবাগ। যিনি নাকি গত ২৪ জুলাই বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে হঠাৎ বাঁ কানের শ্রবণশক্তি হারান। ডাক্তারদের পরামর্শে এমন কিছু ওষুধ তাঁকে খেতে হয় যা নিষিদ্ধ ওষুধের আওতায় পড়ে। গত ১ অগস্ট থেকে অবশ্য সহবাগ এই ওষুধ খাওয়া বন্ধ করেছেন। ভারতীয় বোর্ডের পক্ষ থেকে গোটা ঘটনা আইসিসি-কে জানানোও হয়েছে। আজকের ম্যাচে অবশ্য ব্যাট করার সময় সহবাগের বাঁ কানে কোনও অসুবিধে হয়নি।
নর্দাম্পটনশায়ারের সঙ্গে সহবাগের সম্পর্কই আলাদা। গত বছর এই কাউন্টির হয়েই খেলার কথা ছিল তাঁর। কিন্তু শেষ পর্যন্ত ভারতীয় বোর্ড ঠাসা ক্রীড়াসূচির অজুহাতে নিষেধাজ্ঞা জারি করায় তা হয়নি। আজকের ম্যাচেও সদ্য চোটমুক্ত সহবাগকে দেখতেই প্রচুর দর্শক এসেছিলেন। ২৫ বলে ৮, একটা মাত্র চার, সাত ওভার পর্যন্ত ক্রিজে থাকা সহবাগকে একটু আড়ষ্টই দেখিয়েছে। দলের স্কোর যখন ১৫, বার্টনের বলে এলবিডব্লিউ হন সহবাগ। রান পাননি অন্য ওপেনার গম্ভীর (১৮)। বরং ভারতীয় ইনিংসের কেন্দ্রস্থলে থাকলেন তিন নম্বরে নামা তরুণ অভিনব মুকুন্দ। ১৬০ বলে ১১৩ রানের চমৎকার ইনিংস, তার পরে বাকিদের সুযোগ দেওয়ার জন্য অবসর নেওয়া। যত দিন যাচ্ছে, তত পরিণতির ছাপ নিজের ব্যাটিংয়ে রাখছেন তামিলনাড়ু ওপেনার মুকুন্দ। এই ইনিংসের পরে এজবাস্টনে তাঁকে বাদ দিয়ে টিম নামানো হবে কি না, তা নিয়েই প্রশ্ন। টিম ম্যানেজমেন্টকে ওপেনিং জুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ভাবতেই হবে। ধোনি অবশ্য আগেই বলেছেন, ফিট থাকলে সহবাগ খেলবেন।
দুশ্চিন্তা থাকল লক্ষ্মণকে নিয়েও। খুব ভাল ব্যাটিং, কিন্তু ৪৯-এ থেমে যাওয়া। উইকেটে জমে গিয়েও বড় স্কোর না করে উইকেট দিয়ে আসছেন, এই অভিযোগ চলতি সফরে লক্ষ্মণের সঙ্গী। তৃতীয় টেস্টের আগেও তার সমাধান হল না। ৩৩ রানের ইনিংস খেলেছেন সুরেশ রায়না। কিন্তু ধোনির খারাপ ফর্ম অব্যাহত। টেস্টের আগে যা একেবারেই ভারত অধিনায়কের পক্ষে বলছে না। মাত্র ২ রান করে কট বিহাইন্ড হন ধোনি। ভারতের পক্ষে আরও দুঃসংবাদ বলতে এজবাস্টনের উইকেট। সেখানে নাকি অসমান বাউন্স। বিশেষ করে গত শীতে গোটা মাঠের নিকাশি ব্যবস্থার সংস্কারের পর। বল কখনও কখনও বেয়াড়া আচরণ করে বলে অভিযোগ। ওয়ারউইকশায়ারের হয়ে খেলতে এসে এজবাস্টনের উইকেটে এই মরসুমে চোটও পান প্রাক্তন ইংল্যান্ড ব্যাটসম্যান বিক্রম সোলাঙ্কি ও বেন স্কট।
|
সংক্ষিপ্ত স্কোর
ভারত ৩২৭-৭ (৯০ ওভারে)
মুকুন্দ ১১৩, লক্ষ্মণ ৪৯, অমিত মিশ্র ৪৮ নট আউট, রায়না ৩৩, ইভান্স ২-৬০। |
|
|
|
|
|