সহবাগ ব্যর্থ,সেঞ্চুরি মুকুন্দের |
|
সংবাদসংস্থা, নর্দাম্পটন: এজবাস্টনে ১০ অগস্ট থেকে অনুষ্ঠেয় তৃতীয় টেস্টে ভারতের হয়ে বীরেন্দ্র সহবাগকে ওপেন করতে দেখা যাবে কি না, সেটা সময় বলবে। কিন্তু দল নির্বাচন নিয়ে যে টিম ম্যানেজমেন্টকে সমস্যায় পড়তে হবে তাতে কোনও সন্দেহ নেই। কারণ নর্দাম্পটনের বিরুদ্ধে অভিনব মুকুন্দের ঝাঁ-চকচকে সেঞ্চুরি। আগে ব্যাট করে ভারত করেছে ৩২৭-৭। দু’দিনের প্র্যাক্টিস ম্যাচ, সফরে সাধারণত এই সব ম্যাচ তত গুরুত্ব পায় না। কিন্তু এই ম্যাচের তাৎপর্য অন্য জায়গায়। |
|
এত কঠিন প্রশ্নপত্র ভারত নিজেরাই তৈরি করেছে |
দীপ দাশগুপ্ত: আমি ধোনি হলে নির্ঘাত মাথায় হাত দিয়ে বসতাম। টেস্টের বাকি মাত্র চার দিন, অথচ সামনে গোছা গোছা প্রশ্নের ঝুড়ি। বীরু কি আদৌ ফিট? নর্দাম্পটনশায়ারের সঙ্গে প্র্যাক্টিস ম্যাচে ও আট করেছে শুনলাম। যথেষ্ট? গম্ভীরের চোটের কী অবস্থা? ও কি এজবাস্টনে ওপেনার? শুক্রবার নর্দাম্পটন ম্যাচে সেঞ্চুরি পাওয়া মুকুন্দকে বাদ দেওয়া যাবে? বোলিং নিয়ে যত কম বলা যায়, তত ভাল। জাহির খেলবে কি না বলা যাচ্ছে না। হরভজন নেই। ইংল্যান্ডের কুড়িটা উইকেট কে তুলবে? |
|
|
যুবরাজকে নিয়েই যাবতীয় সংশয় |
|
নিজস্ব প্রতিবেদন: চলতি টেস্ট সিরিজের বাইরে, একটি টি-টোয়েন্টি ও পাঁচ ম্যাচের এক দিনের সিরিজ থেকেও বাইরে হরভজন সিংহ। কাল চেন্নাইয়ে দল নির্বাচন এবং নির্বাচকদের গরিষ্ঠ অংশ জাহির খানকেও বিশ্রাম দিতে চাইছেন। প্রসঙ্গত, চলতি টেস্ট সিরিজে লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ১৩ ওভার বল করার পরে এখনও পর্যন্ত বলই করতে পারেননি জাহির। ইংল্যান্ড সফর থেকে ফেরার পরে দেশের মাঠে ঠাসা ক্রীড়াসূচি। জাহিরকে বিশ্রাম দিয়ে তাজা রাখার কথা ভাবা হচ্ছে। |
|
|
|
|
|
জাতীয় দলে ডামাডোল,
ফুটবলার ফেরাচ্ছে ডেম্পো |
হাদসনের মধ্যে নিজেকে
দেখছেন ব্যারেটো |
|
|
|
ধোনিদের সমস্যা মানসিক ক্লান্তি, বলছেন আপটন |
|
টুকরো খবর |
|
|