|
|
|
|
চিরাগের টিডি সুব্রত |
জাতীয় দলে ডামাডোল, ফুটবলার ফেরাচ্ছে ডেম্পো |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি ও কলকাতা |
জাতীয় দলের কোচ আর্মান্দো কোলাসোর ক্লাব ডেম্পোই এ বার জাতীয় শিবির থেকে ফুটবলারদের ফিরিয়ে আনতে চাইল। তারা ফুটবলারদের অবিলম্বে দিল্লি থেকে গোয়া ফিরতে বলল।
ডেম্পোর মালিক শ্রীনিবাস ডেম্পোর চিঠি শুক্রবারই এসে পৌঁছেছে রাজধানীর ফুটবল হাউসে। সবথেকে বড় কথা ক্লাবের কোচ কাম সচিব হলেও এই চিঠির কথা জানতেই পারেননি আর্মান্দো। ডেম্পোর চিঠি ফেডারেশনে পৌঁছাবার পর খবরটা জানতে পারেন তিনি। ফেডারেশন আর্মান্দোকে দু’বছরের জন্য কোচ করার ব্যাপারে মোটামুটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। কিন্তু পরিস্থিতি যে দিকে গড়াচ্ছে তাতে ফেডারেশন কর্তাদের আশঙ্কা, আর্মান্দোকেই না আটকে দেয় ডেম্পো। এ দিকে, ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার জন্য ডেম্পোর ক্লাইম্যাক্স লরেন্স, মহেশ গাউলি, সমীর নায়েকরা দিল্লিতে বসে রয়েছেন। ভিসার কাগজপত্র জমা দিয়েছেন। ভিসার জন্য আঙুলের ছাপ দিতে দিল্লিতে এসেছিলেন কোলাসোও। তিনি গোয়া ফিরে যাওয়ায় জল্পনা শুরু হয়েছে সফরের ভবিষ্যৎ নিয়ে। শুধু ডেম্পো নয়, পুণে এফ সি-ও ফুটবলার ছাড়ার ব্যাপারে বেঁকে বসেছে। তাদের দুই তারকা সুব্রত পাল ও জেজে দিল্লিতে দলের সঙ্গে। কিন্তু তাঁদের ডেকে পাঠানো হয়েছে পুণেতে।
ইস্টবেঙ্গল এবং মোহনবাগান ফেডারেশন সচিবের অনুরোধে দু’একজন ফুটবলার ছাড়তে রাজি হয়েছে। মোহনবাগান ছাড়ছে না নবি, সুনীল ছেত্রী,সেরা দু’জনকে। ইস্টবেঙ্গলও ছাড়ছে না মেহতাব, হরমনজিৎকে। কিন্তু ডেম্পো এবং পুণে ফুটবলার না ছাড়লে কী হবে? পরিস্থিতি বুঝে সোমবারই ফেডারেশনের জরুরি সভা ডেকেছে। সেখানেই ঠিক হবে ওয়েস্ট ইন্ডিজ সফরের ভাগ্য।
এ দিকে কলকাতায় ভিভা কেরলের সঙ্গে চিরাগ সংস্থার সংযুক্তিকরণ ঘটছে আজ। সুব্রত ভট্টাচার্য হচ্ছেন টেকনিক্যাল ডিরেক্টর, কোচ ভিভার কুন্নিকৃষ্ণণ। দল আপাতত কলকাতায় প্র্যাক্টিস করতে পারে সুব্রতর কোচিংয়ে। ফেড কাপ, শিল্ড, ডুরান্ড খেলার লক্ষ্যে। |
|
|
|
|
|