|
|
|
|
সচিন বাচ্চাদের মতো ক্রিকেট-পাগল: দ্রাবিড় |
সংবাদসংস্থা • লন্ডন |
দু’যুগের উপর আন্তর্জাতিক স্তরে সচিন তেন্ডুলকরের মহা সাফল্যের পিছনে রয়েছে ক্রিকেটের প্রতি তাঁর বরাবর বাচ্চাদের মতো তীব্র আগ্রহ। এমনটাই মনে করেন রাহুল দ্রাবিড়। তাঁর মতে, ক্রিকেটের প্রতি সচিনের আগ্রহ এত বছরেও এতটুকু কমেনি বলেই ওঁর শরীর এখনও আন্তর্জাতিক ক্রিকেটের ধকল সয়ে নিতে পারে। “সচিনের এত বছর খেলার পিছনে একটাই কারণ। ক্রিকেট খেলে ও ভীষণ আনন্দ পায়। আন্তর্জাতিক ক্রিকেটে বাইশ বছর কাটিয়ে দিয়েও খেলাটার প্রতি ওর আগ্রহ ঠিক ছোট বাচ্চাদের মতোই। এত বছর খেলার ধকল সামলেও সেই আগ্রহটা অটুট রাখা কিন্তু সহজ ব্যাপার নয়,” বলেছেন দ্রাবিড়। সঙ্গে যোগ করেছেন, “ম্যাচের প্রস্তুতি নেওয়ার ব্যাপারে সচিন অসাধারণ। শুধুমাত্র প্রতিভার কথা বলছি না। ম্যাচের আগে সঠিক মানসিক ভাবটাও খুব ভাল ভাবে তৈরি করতে পারে ও।” |
|
সচিনের ক্রিকেটজীবন নিয়ে বলতে গিয়ে উচ্ছ্বসিত দ্রাবিড় বলছেন, “সচিন যা-যা করেছে, ভাবতে গেলে মাথা খারাপ হয়ে যায়। পরের প্রজন্মের জন্য ও সমানে নতুন চ্যালেঞ্জ রেখে যাচ্ছে। বয়সের সঙ্গে সঙ্গে সচিন নিজের ব্যাটিং ধরনটাও পাল্টে ফেলেছে। যেটা দারুণ ব্যাপার। কারণ ক্রিকেট খেলাটাও তো অনেক বদলে গিয়েছে। সচিন যত বার নিজের খেলার ধরন পাল্টেছে, তত বার সফল হয়েছে। ওর কেরিয়ারে খারাপ সময় খুব কমই এসেছে।”
ওই একই সাক্ষাৎকারে দ্রাবিড় জানিয়েছেন, তিনি নিজেকে ‘দ্য ওয়াল’ বলে মনে করেন না। তাঁর এই নামকরণ নিয়ে দ্রাবিড় বলছেন, ‘‘ওটা নিয়ে আমি একেবারেই ভাবি না। নিজেকে মোটেও দেওয়াল হিসেবে দেখি না।” |
|
|
|
|
|