|
|
|
|
ধোনিদের সমস্যা মানসিক ক্লান্তি, বলছেন আপটন |
সংবাদসংস্থা • নর্দাম্পটন |
ক্রিকেটীয় কারণ নয়, চলতি ইংল্যান্ড সফরে ধোনিদের আসল সমস্যা মানসিক ক্লান্তি। স্ট্রস-বাহিনীর কাছে দু’টেস্টে উড়ে যাওয়া ভারতীয় টিমকে দেখে এমনটাই মত সচিনদের প্রাক্তন ‘মেন্টাল কন্ডিশনিং’ কোচ প্যাডি আপটনের।
গ্যারি কার্স্টেনের আমলে ভারতের ‘মেন্টাল কন্ডিশনিং’ কোচ আপটন এখন সোজাসাপ্টা জানাচ্ছেন, দিনের পর দিন খেলতে হলে, মানসিক ক্লান্তির হাত থেকে রেহাই পাওয়া খুব কঠিন। ভারতীয় ক্রিকেটারদের ঠিক সেটাই হয়েছে। তাঁর মতে, ক্রিকেটারদের যদি প্রায়শই ‘কনভেয়র বেল্ট’-এ বসিয়ে দেওয়া হয়, তা হলে বিশ্বকাপে যা হয়েছিল, তা আবার হবে। যুবরাজ সিংহ যেমন উত্তেজনায় অসুস্থ হয়ে পড়েছিলেন। “হালফিলে আন্তর্জাতিক ক্রিকেটের যা সূচি তাতে ক্রিকেটারদের এখন যন্ত্র হওয়া ছাড়া উপায় নেই। ক্রিকেটারদের শরীরের উপরে কী ধকল পড়ে সেটা আমরা বুঝতে পারি, কিন্তু মানসিক ধকলটা বাইরে থেকে বোঝা যায় না। মারাত্মক চাপ থাকে তখন মনের উপর,” একটি ক্রিকেট ওয়েবসাইটকে বলেছেন আপটন।
বিশ্বকাপের ধকল যে সচিনদের আরও ক্লান্ত করে দিয়েছে সেটাও বলছেন আপটন। বলেছেন, “বিশ্বকাপের জন্য বিশাল প্রস্তুতি নিতে হয়েছিল ভারতীয় ক্রিকেটারদের। টানা সাত সপ্তাহ ধরে চালিয়ে যেতে হয়েছিল। বিশ্বকাপের পর যুবরাজের সঙ্গে আমার কথা হয়েছিল। বলেছিল, টুর্নামেন্ট শেষে ও দু’সপ্তাহ অসুস্থ ছিল। এমন আরও ক’জন ক্রিকেটারের কথা জানি যারা মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে গিয়েছিল বিশ্বকাপের পর।”
আপটনের কথা ধরলে, ধোনিদের মানসিক অবস্থা বেশ খারাপ। এহেন অবস্থায় বিপক্ষ ইংল্যান্ড ক্রিকেটারদের হুঙ্কার ভারতীয় দলের উপর আরও চাপ বাড়াতে পারে। |
|
|
|
|
|