অলিম্পিকে অংশ নেবেনএই ইচ্ছাপূরণের দিকে আরও একধাপ এগোলেন শিব থাপা ও মিনু বসুমাতারি। এই দুই প্রতিভাবান বক্সারের পাশে দাঁড়িয়েছে নুমালিগড় রিফাইনারি লিমিটিড (এনআরএল)। ২০১২ সালের লন্ডন অলিম্পিকে অংশ নেওয়া পর্যন্ত দুই বক্সারের যাবতীয় ব্যয়ভার বহনের প্রতিশ্রুতি দিল তারা। সংস্থার তরফে প্রণবকুমার শর্মা সম্প্রতি জানান, এই দুই বক্সারের উপর আস্থা রেখেই এনআরএল এই সিদ্ধান্ত নিয়েছে। তাঁরা যাতে ভারতীয় অলিম্পিক দলে স্থান পান, তার জন্য অনুশীলন বা পরিকাঠামোর কোনও সমস্যা হবে না। এনআরএল আরও প্রতিশ্রুতি দিয়েছে, ভারতীয় দলে ঠাঁই পেলে দু’জনের বক্সিং-জীবনের পুরোটাই স্পনসর করবে তারা। শিব থাপা সম্প্রতি সার্বিয়ার সিনিয়র বক্সিং প্রতিযোগিতায় সোনা পেয়েছেন। মিনু টার্কি যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জয়ী। এনআরএল দুই বক্সারের সরঞ্জাম, পোষাক, খাবার, চিকিৎসা, প্রশিক্ষণ ও বিদেশে থাকা, খাওয়া ও যাওয়ার খরচ বহন করবে। প্রথম ছ’মাসের খরচ বাবদ দু’জনকেই ১ লক্ষ ২৯ হাজার টাকার চেক দেওয়া হয়েছে। ১৮ বছরের শিব থাপার কথায়, “সরঞ্জাম, পুষ্টি ও প্রশিক্ষণের ব্যাপারটাই আমাদের কাছে প্রধান। কোথা থেকে টাকা পাব ভেবে পাচ্ছিলাম না। এখন নিশ্চিন্ত মনে বক্সিংটা চালিয়ে যেতে পারব। আশা করি রাজ্যবাসী ও দেশের মুখ রাখতে পারব আমি।” লাজুক মিনু কৃষক পিতা রবীন্দ্র বসুমাতারির চার মেয়ের মধ্যে সবচেয়ে ছোট। কাকিনাড়া ন্যাশনাল ২০০৭, গোয়া ন্যাশনাল ২০০৮-এ সোনা ও ২০০৯ সালে পটনা এবং ২০১০ সালে গুয়াহাটি ন্যাশনালে রূপো পাওয়া মিনু এ বার পাটিয়ালায় প্রশিক্ষণ নিতে যাচ্ছেন।
|
আই-ওয়ান সুপার সিরিজের মাকদার মোটরস্পোর্টসের সঙ্গে যুক্ত হচ্ছেন সচিন তেন্ডুলকর। উপদেষ্টা এবং ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসাবে। প্রথমে শোনা গিয়েছিল সচিন দলটি কিনতে পারেন। পঞ্চাশ লাখ ডলারের দলটি কেনার প্রস্তাব সচিনের সঙ্গে দেওয়া হয়েছিল যুবরাজ সিংহকেও। তবে তাঁরা এ ব্যাপারে কিছু জনাননি। এশিয়ার সাতটা শহরে ন’টা দলকে নিয়ে এই রেসিং সিরিজ শুরু হওয়ার কথা ১৮ ডিসেম্বর থেকে। সিরিজ আয়োজক সংস্থার সিইও এম দর্শন জানিয়েছেন, ক্রিকেটার এবং বলিউড তারকাদের দল কেনার প্রস্তাব দেওয়া হয়েছে। ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকেও প্রস্তাব দেওয়া হতে পারে। চোদ্দো রেসের সিরিজে প্রতি দলে দু’জন চালক থাকবেন। এক জন ভারতীয় এবং অন্য জন বিদেশি।
|
আমেরিকান ফুটবল রাতারাতি ভারতে। একেবারে আটটি শহরের দল গড়ে জাতীয় লিগ চালু হচ্ছে। কলকাতা, দিল্লি, মুম্বই, হায়দরাবাদের মতো শহর থেকে টিম খেলছে। সব খেলা হবে পুণেতে। ২০১২ সাল থেকে। ডাবল লেগের খেলা হবে। তার পরে চ্যাম্পিয়ন ঠিক হবে দুটি সেরা দলের প্লে অফে। নাম দেওয়া হয়েছে এলিট ফুটবল লিগ।
|
ক’দিন আগেই ইংলিশ চ্যানেল পেরিয়েছেন। এ বার ক্যালিফোর্নিয়ার ক্যাটালিনা চ্যানেল পেরনোর লক্ষ্যে শনিবার যুক্তরাষ্ট্রে উড়ে যাচ্ছেন অমৃতা দাশ। ২০ থেকে ২৫ অগস্টের মধ্যে জলে নামবেন সান্তা ক্যাটালিনা দ্বীপ থেকে। শেষ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়। বাদুড়বাগানের বাসিন্দা অমৃতাকে সাঁতার কাটতে হবে ৩৪ কিলোমিটারেরও বেশি। |