|
|
|
|
আজ এক দিনের সিরিজের দল নির্বাচন, জাহির হয়তো বিশ্রামে |
যুবরাজকে নিয়েই যাবতীয় সংশয় |
নিজস্ব প্রতিবেদন |
চলতি টেস্ট সিরিজের বাইরে, একটি টি-টোয়েন্টি ও পাঁচ ম্যাচের এক দিনের সিরিজ থেকেও বাইরে হরভজন সিংহ। কাল চেন্নাইয়ে দল নির্বাচন এবং নির্বাচকদের গরিষ্ঠ অংশ জাহির খানকেও বিশ্রাম দিতে চাইছেন। প্রসঙ্গত, চলতি টেস্ট সিরিজে লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ১৩ ওভার বল করার পরে এখনও পর্যন্ত বলই করতে পারেননি জাহির। ইংল্যান্ড সফর থেকে ফেরার পরে দেশের মাঠে ঠাসা ক্রীড়াসূচি। জাহিরকে বিশ্রাম দিয়ে তাজা রাখার কথা ভাবা হচ্ছে।
ট্রেন্টব্রিজ টেস্টে আঙুলে চোট পাওয়া যুবরাজ সিংহও অনিশ্চিত। নির্বাচকরা জানেন না, ৩ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠেয় সিরিজের আগে তিনি ফিট হয়ে যাবেন কি না। গত বিশ্বকাপের ম্যান অব দ্য টুর্নামেন্ট যুবরাজ স্বয়ং আশাবাদী, খুব দ্রুত ফিট হয়ে ইংল্যান্ডে ফিরতে পারবেন। বিশ্বকাপ জয়ের পর ওয়ান ডে টিমের প্রথম বড় পরীক্ষা, তার উপর টেস্ট সিরিজ জয়ের আর কোনও সম্ভাবনা নেই। সচিন-সহবাগের মতো সিনিয়ররা থাকছেন। জানা গেল, যুবরাজ সিংহের ফিটনেস ছাড়া ব্যাটসম্যানদের নিয়ে তেমন সংশয় নেই। ওয়ান ডে টিমের নিয়মিতরা প্রায় সবাই থাকছেন। সাত ব্যাটসম্যান, দুই কিপার, দুই স্পিনার ও পাঁচ পেসারের নির্বাচিত হওয়ার কথা। জাহির বিশ্রাম পাবেন ধরলে পাঁচ পেসারের মধ্যে প্রবীণ কুমার, ইশান্ত ও মুনাফ নিশ্চিত। বোর্ডের কাছে ফিটনেস সার্টিফিকেট জমা দেওয়ায় নেহরাও থাকবেন। পাঁচ নম্বর হিসেবে লড়াই শ্রীসন্থ ও বিনয় কুমারের। দ্বিতীয় কিপার হিসেবে টিমে ঢোকার দৌড়ে ঋদ্ধিমান সাহার চেয়ে এগিয়ে পার্থিব পটেল।
যুবরাজ যদি খেলতে না পারেন, আট নম্বর ব্যাটসম্যান হিসেবে থাকার জন্য মোটামুটি তিনটি নাম। ইউসুফ পাঠান, আজিঙ্ক রাহানে ও মনোজ তিওয়ারি। যুবরাজ ফিট না হলে ওয়েস্ট ইন্ডিজ সফরে দলে থাকা মনোজ টিমে ঢুকে পড়তে পারেন।
সম্ভাব্য দল এই রকম: বীরেন্দ্র সহবাগ, গৌতম গম্ভীর, বিরাট কোহলি, সচিন তেন্ডুলকর, সুরেশ রায়না, রোহিত শর্মা, যুবরাজ সিংহ/ইউসুফ/মনোজ/রাহানে, ধোনি (অধিনায়ক), পার্থিব পটেল, প্রবীণ কুমার, ইশান্ত, মুনাফ, নেহরা, শ্রীসন্থ/বিনয় কুমার, অশ্বিন এবং অমিত মিশ্র। |
|
|
|
|
|