Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player




First Page
Calcutta
Rajya
Uttarbanga
Dakshinbanga
Bardhaman
Purulia
Murshidabad
Medinipur
National
Business
Foreign
Sports
Swasth
Jibjagat o Poribesh
Editorial
Today
Crossword
Comics
Feedback
Archives
About Us
Advertisement Rates
Font Problem
লেকের জলে ভাসছে শিকারা। দিগন্ত রেখা বলতে শুধুই পাহাড়ের অবয়ব, সূর্যের
আলো ঝিলমিলিয়ে পিছলে যায় তার গা বেয়ে। বাগ-বাগিচা চিত্রিত রঙের স্পর্শে।
প্রকৃতির এমন নিঁখুত আয়োজন তাকে ভূষিত করেছে ‘ভূ-স্বর্গ’ উপাধিতে।
হাওয়াবদলে জম্মু-কাশ্মীরের এমন ছবি তো আছেই, থাকছে ‘বৈষ্ণোদেবী’-র
কাছে পৌঁছানোর হদিসও। সঙ্গে মেলা-পার্বণফোটোশপের গল্প।
দার্জিলিঙের সংরক্ষিত অরণ্যের
অধিকারও চান মোর্চা নেতারা
দার্জিলিঙে যে সংরক্ষিত অরণ্য রয়েছে, তা গোর্খাল্যান্ড আঞ্চলিক প্রশাসন বা জিটিএ (গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন)-এর অধীনে আনার জন্য কেন্দ্রের কাছে দাবি জানালেন গোর্খা জনমুক্তি মোর্চা নেতৃত্ব। পাশাপাশি, দার্জিলিঙে শিল্পায়নের জন্য উত্তর-পূর্বাঞ্চলের মতোই করছাড় এবং আরও কিছু অর্থসাহায্যও চেয়েছেন তাঁরা। গোর্খাদের পরিচয় বিষয়ক ‘বিভ্রান্তি’ এড়াতে আলাদা শংসাপত্রও চাওয়া হয়েছে বলে মোর্চা নেতারা জানান। দার্জিলিঙের জন্য কেন্দ্রের থেকে বিশেষ সুবিধা আদায় করতে এ দিন প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মোর্চা নেতারা। গত ১৮ জুলাই সুকনায় জিটিএ নিয়ে চুক্তি সইয়ের পর এই প্রথম বিমল গুরুঙ্গ-রোশন গিরিরা দিল্লিতে এলেন। দিল্লির এই সফরে এক দিকে যেমন ত্রিপাক্ষিক চুক্তির জন্য কেন্দ্রকে ধন্যবাদ জানিয়েছেন বিমলরা, তেমনই পাহাড়ের জন্য আরও কিছু দাবিও জানান। মোর্চা নেতাদের বক্তব্য, দার্জিলিঙের ৩৮ শতাংশ এলাকায় সংরক্ষিত অরণ্য রয়েছে, যার আয়তন ১,১১৫ বর্গকিলোমিটার। কেন্দ্রের হাত থেকে এই সংরক্ষিত অরণ্যের দায়িত্ব জিটিএ-র হাতে তুলে দেওয়া হোক। মোর্চা সূত্র বলছে, দার্জিলিঙের অর্থনীতি অনেকটাই ওই সংরক্ষিত অরণ্যের উপর নির্ভরশীল। দামি কাঠ তো রয়েছেই, তার সঙ্গে সিঞ্চল, সিংগালিলা, মহানন্দা অভয়ারণ্য এবং নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কও ওই সংরক্ষিত অরণ্যের মধ্যে রয়েছে। মোর্চা নেতা রোশন গিরি বলেন, “অসমে যে বড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল রয়েছে, তাদেরও সেখানকার অরণ্যের অধিকার দেওয়া হয়েছে।”
ফের ভেস্তে গেল ত্রিপাক্ষিক বৈঠক,
টানা ধর্মঘটের ডাক তরাই-ডুয়ার্সে
তরাই ও ডুয়াসের্র চা বাগানের কর্মীদের মজুরি বৃদ্ধি নিয়ে ত্রিপাক্ষিক আলোচনা ভেস্তে গেল। বৃহস্পতি এবং শুক্রবার--দু’দফায় কর্মী ইউনিয়ন এবং মালিকপক্ষকে নিয়ে আলোচনায় বসেন শ্রম দফতরের কর্তারা। কিন্তু এ দিন দুপুরে বৈঠক ভেস্তে যাওয়ার পরে বিকেল থেকেই বিভিন্ন বাগান থেকে চা বার করায় বাধা দেওয়া শুরু হয়। আগামী ১০-১২ অগস্ট দার্জিলিং বাদে উত্তরবঙ্গের ২৭৮টি বাগানে ধর্মঘটের ডাক দিয়েছে ধর্মঘটী শ্রমিক সংগঠনগুলি। পাশাপাশি, ১২ অগস্ট কোচবিহার থেকে মালদহ পর্যন্ত ৩৬টি ট্রেড ইউনিয়ন যৌথ ভাবে সাধারণ ধর্মঘটেরও ডাক দিয়েছে বলে জানিয়েছেন এআইসিসিটিইউ-এর রাজ্য সাধারণ সম্পাদক বাসুদেব বসু। শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু বলেন, “দার্জিলিঙে চা-শ্রমিকদের মজুরি বাড়িয়ে ৯০ টাকা করা হয়েছে। অথচ, তরাই-ডুয়ার্সের ক্ষেত্রে মালিকপক্ষ মজুরি ৯০ টাকার নীচে রাখার দাবিতে অনড় ছিলেন। শ্রমিক সংগঠনগুলি তাতে রাজি হয়নি। সরকার অবশ্য ১০০ দিনের কাজের হারে চা-শ্রমিকদের দৈনিক ১৩০ টাকা করে মজুরি দেওয়ার সুপারিশ করেছিল।” শ্রমমন্ত্রীর ক্ষোভ, এ দিন তাঁকে না-জানিয়ে মালিকপক্ষ নিউ সেক্রেটারিয়েটে চলা ত্রিপাক্ষিক বৈঠক বয়কট করেছেন। তাঁরা শুধু সরকারের সঙ্গে বৈঠক করে বেরিয়ে যান। মন্ত্রী বুঝিয়ে দেন, মালিকপক্ষের এই ‘আচরণ’ তিনি ‘ভাল ভাবে’ নিচ্ছেন না। অবস্থা দেখে পুরো বিষয়টি তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাবেন।
জনস্বার্থের ব্যাখ্যা নেই
রাজ্য-আইনে, সওয়াল টাটাদের
দেশের সংবিধান অনুযায়ী কেবলমাত্র জনকল্যাণ মূলক প্রকল্পের জন্যই জমি অধিগ্রহণ করা যেতে পারে। কিন্তু রাজ্য সরকার নতুন যে আইন নিয়ে এসে ফের সিঙ্গুরের জমি দখল নিয়েছে, সেখানে জনস্বার্থমূলক কোনও উদ্যোগের উল্লেখ নেই বলে কলকাতা হাইকোর্টের কাছে অভিযোগ করলেন টাটা মোটরস-এর আইনজীবী সমরাদিত্য পাল। শুক্রবার বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের এজলাসে সিঙ্গুর মামলায় সওয়াল করার সময় টাটা মোটরস-এর আইনজীবী সমরাদিত্যবাবু জানান, রাজ্য সরকারের নতুন আইনে বলা হয়েছে সিঙ্গুরের জমি জনস্বার্থে ব্যবহার করা হয়নি বলে ফের তা অধিগ্রহণ করা হচ্ছে। আর অধিগৃহীত জমির কিছু অংশ ফেরত দেওয়া হবে অনিচ্ছুক কৃষকদের। বাকি জমি রাজ্যের স্বার্থে কোনও জনকল্যাণ মূলক কাজে ব্যবহার করা হবে। সমরাদিত্যবাবুর দাবি, কী ধরনের জনস্বার্থ তার কোনও ব্যাখ্যা সিঙ্গুর আইনে নেই। ফলে সিঙ্গুরের জমি রাজ্য সরকার কোন কাজে ব্যবহার করবে, সে ব্যাপারে পরিষ্কার কোনও ধারণা করা যাচ্ছে না। কেন্দ্রের জমি অধিগ্রহণ আইন অনুযায়ী যা অসাংবিধানিক বলেই মন্তব্য করেন টাটা মোটরসের আইনজীবী। তিনি বলেন, “এমন চলতে থাকলে সবাই ‘জনস্বার্থ’ কথাটুকু লিখেই জমি অধিগ্রহণ করতে থাকবে।”
প্রাক্তন সিপিআই নেতাকে গ্রেফতার করল পুলিশ
চুরি, তোলাবাজি-সহ বিভিন্ন অভিযোগে গ্রেফতার করা হল আরামবাগের প্রাক্তন সিপিআই নেতা শম্ভু ঘোষকে। সম্প্রতি দলবিরোধী কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে দল থেকে বহিষ্কারও করা হয়েছিল তাঁকে। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে তাঁকে আরামবাগ থানার সামনে থেকেই ধরা হয়। একই অভিযোগে গ্রেফতার করা হয় প্রদীপ রায় নামে আরও এক জনকে। শুক্রবার দুপুরে ধৃতদের মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাঁদের ১৪ দিন জেলহাজতে রাখার নির্দেশ দিয়েছেন। সিপিআই নেতৃত্বের তরফে এ নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। এ দিকে, শম্ভুবাবুকে দল থেকে বহিষ্কারের সঙ্গে সঙ্গেই দলের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে সিপিআইয়ের আরামবাগ আঞ্চলিক কমিটির সব সদস্যই পদত্যাগ করেন। ‘আরামবাগ কৃষক সভা’ নামে একটি অরাজনৈতিক সংগঠন গড়েছেন তাঁরা। ওই সংগঠনের সভাপতি তথা বর্ষীয়ান প্রাক্তন সিপিআই নেতা অভয়পদ রায়ের দাবি, অবৈধ ভাবে গ্রেফতার করা হয়েছে শম্ভুবাবুকে। থানায় আলোচনার জন্য ডেকে পাঠিয়ে পুলিশ তাঁকে গ্রেফতার করে। আমরা নিশ্চিত, বামফ্রন্টের কোনও শরিক দল, তৃণমূল এবং পুলিশ ষড়যন্ত্র করে মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে দিয়েছে শম্ভুবাবুকে।”
বিদ্যুৎ আনতে উদ্যোগী নতুন প্রজন্ম
ডিস্ট্রিবিউটর-সহ গ্রেফতার চার
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়

জেলা
উত্তরবঙ্গ
বর্ধমান
মুর্শিদাবাদ
মেদিনীপুর

কলকাতা
৩০.৯/২৭.

আজকের দিনে

• ১৯৬৯: নিউজিল্যান্ড ক্রিকেটার
সাইমন ডুলের জন্ম।

• ১৯৭০: চলচ্চিত্র নির্দেশক
এম নাইট শ্যামলনের জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
Kolkata Howrah Patrika Utsav Rabibashariya Rashifal
পাক্ষিক
Prostuti
লেকের জলে ভাসছে শিকারা। দিগন্ত রেখা বলতে শুধুই পাহাড়ের অবয়ব, সূর্যের আলো ঝিলমিলিয়ে
পিছলে যায় তার গা বেয়ে। বাগ-বাগিচা চিত্রিত রঙের স্পর্শে। প্রকৃতির এমন নিঁখুত আয়োজন তাকে
ভূষিত করেছে ‘ভূ-স্বর্গ’ উপাধিতে। হাওয়াবদলে জম্মু-কাশ্মীরের এমন ছবি তো আছেই, থাকছে
‘বৈষ্ণোদেবী’-র কাছে পৌঁছানোর হদিসও। সঙ্গে মেলা-পার্বণফোটোশপের গল্প।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.