|
|
|
|
রাস্তা পাকা না হওয়ায় ক্ষোভ ময়ূরেশ্বরের গ্রামে |
নিজস্ব সংবাদদাতা • ময়ূরেশ্বর |
গ্রামের অধিকাংশ রাস্তা মোরাম কিংবা কংক্রিটের। কিন্তু ওই গ্রামের একটি রাস্তার অবস্থা বেহাল। হাঁটু সমান কাদা ঠেলে যাতায়াত করতে হচ্ছে ওই পাড়ার বাসিন্দাদের। উন্নত রাস্তা নির্মাণের জন্য প্রশাসনের কোনও হেলদোল নেই বলে অভিযোগ ময়ূরেশ্বর থানার দক্ষিণ গ্রাম পঞ্চায়েতের পাখুরিয়া গ্রামের বাসিন্দাদের একাংশের।
গ্রামে ঢোকা ও বেরনোর রাস্তাটি মোরামের। তার মাঝখানের রাস্তা কংক্রিকেটর। কিন্তু গ্রামের পালপাড়ার প্রায় ৪০০ ফুট রাস্তা বেহাল। বর্ষায় এঁটেল মাটির রাস্তাটি হাঁটু সমান পাঁকে পরিণত হয়। অথচ ওই পাড়ায় প্রায় ১৫টি পরিবারের বাস। হাঁটু সমান পাঁক ঠেলে কচিকাঁচাদের স্কুলে যেতে হয়। বাজার-হাট, জীবন জীবিকার তাগিদে ওই রাস্তা দিয়েই পাল পাড়ার বাসিন্দাদের যেতে হয়। এমনকী কৃষি কাজের জন্য মাঠে যেতে গ্রামের অন্যরাও রাস্তাটি ব্যবহার করেন। কিন্তু অবস্থার উন্নতির জন্য প্রশাসনের কোনও হেলদোল নেই বলে অভিযোগ। |
|
ছবি: অনির্বাণ সেন |
অষ্টম শ্রেণির ছাত্রী মোম পাল, ষষ্ঠ শ্রেণির ছাত্র বুবাই সরকারদের কথায়, “বর্ষাকালে হাঁটু সমান কাদা ঠেলে স্কুলে যেতে আসতে আমাদের কষ্ট হয়। অধিকাংশ দিন কাদামাখা জামাপ্যান্ট পলে স্কুলে যেতে হয়।” যোগমায়া বাগদি, বিমান সরকারদের ক্ষোভ, “দিনে বহুবার আমাদের পাড়া ছেড়ে বাইরে যেতে হয়। কিন্তু রাস্তার জন্য বাইরে যাওয়ার কথ উঠলেই গায়ে জ্বর আসে। প্রশাসনের বিভিন্ন স্তরে জানিয়েও হাল ফেরেনি।” স্থানীয় বাসিন্দা তথা পঞ্চায়েত সদস্য বিজেপির নারায়ণচন্দ্র দে বলেন, “সত্যিই রাস্তাটির অবস্থা বেহাল। পঞ্চায়েতের ‘অ্যাকশন প্ল্যানে’ রাস্তাটি মোরাম দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে শুনেছি। আশা করছি শীঘ্রই কাজ শুরু হবে।” পঞ্চায়েত প্রধান বিজেপির অপর্ণা ধীবর বলেন, ‘‘খোঁজ নিয়ে দেখে যতদ্রুত সম্ভব রাস্তাটির বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নিচ্ছি।” |
|
|
|
|
|