|
|
|
|
রামপুরহাটের ব্যবসায়ী খুনে আটক দুই |
নিজস্ব সংবাদদাতা • নলহাটি |
রামপুরহাটের পাথর ব্যবসায়ী শিউকুমার ভকত (৪২) খুনে জড়িত সন্দেহে নলহাটি থেকে দু’জনকে শুক্রবার দুপুরে আটক করেছে পুলিশ। তাঁদের নাম আশিস মণ্ডল ও সুরজ জয়সওয়াল। বাড়ি ঝাড়খণ্ডের শিকারিপাড়া থানার বেনাগড়িয়াতে। ওই গ্রামেই আদি বাড়ি ছিল শিউকুমারের। মঙ্গলবার সন্ধ্যায় ঝাড়খণ্ডের শিকারিপাড়া থানার সারাসডাঙায় ব্যবসার কাজ সেরে রামপুরহাট শহরের ২ নম্বর ওয়ার্ডে নিজের বাড়িতে ফিরছিলেন শিউকুমার। পথে লরিপাহারির কাছে সাত-আট জন দুষ্কৃতী মুখে কাপড় বেঁধে তাঁর মোটর বাইক আটকায়। মারধর করার পরে তুলে নিয়ে যায়। পরের দিন বুধবার দুপুরে শিকারিপাড়া থানার সরিষাজোলের কাছে একটি কালভার্টের নীচ থেকে ক্ষতবিক্ষত অবস্থায় তাঁর দেহ উদ্ধার কর হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে নলহাটি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে নামোপাড়ার একটি বাড়িতে আশ্রয় নেওয়া আশিস মণ্ডল ও সুরজ জয়সওয়ালকে ডেকে পাঠায় পুলিশ। বেশ কিছুক্ষণ ধরে পুলিশ তাদের জেরা করে। পুলিশের দাবি, আটক দু’জন শিউকুমারকে অপহরণ করে খুনের কথা স্বীকার করেছে। তাদের সঙ্গে আরও সাত জনের নাম পুলিশকে জানিয়েছে। তাদের মধ্যে চার জন নলহাটির বাসিন্দা। বাকি তিন জনের বাড়ি বেনাগড়িয়ায়। এ ছাড়াও রামপুরহাট থানার নারায়ণপুরের এক বাসিন্দা ও এক লরিচালক জড়িত রয়েছেন বলে পুলিশের তদন্তে অনুমান করা হচ্ছে। তদন্তে পুলিশ জানতে পেরেছে, আটক আশিস মণ্ডলের দাদুর বাড়ি সরিষাজোলে। অপহরণের পরে তাঁকে সেখানে নিয়ে যাওয়া হয়। সে সময়ে শিউকুমারের মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে দেওয়া হয়। তখন তিনি সাড়া না দেওয়ায় অপহরণকারীরা বুঝতে পারে মারা গিয়েছেন। এরপরে দাদুর বাড়িতে আশ্রয় না পেয়ে শিউকুমারকে সরিষাজোলের কালভার্ট থেকে নীচে ফেলে দেয়। |
|
|
|
|
|